QUOTES ON #সৌন্দর্য

#সৌন্দর্য quotes

Trending | Latest

চাঁদের গায়ের কলঙ্কের দাগ তার দীপ্তিময় সৌন্দর্যের রূপে আচ্ছাদিত,
তবে নারীর রূপের সৌন্দর্য আজও কেন করতে পারেনি নারীর অন্তরে লাগা দাগগুলোকে প্রলিপ্ত?

-



সৌন্দর্যের উজ্জ্বলতার কাছে অন্তরের প্রজ্ঞা আজ অন্ধকারে আচ্ছন্ন

-


30 JUN 2020 AT 0:38

বসুন্ধরা ভগবানের এক সৃষ্টি।
তারই একটি সামান্য অংশ বৃষ্টি।।
বর্ষার শেষে ধুঁয়ে সব কিছুর বাড়ে সৌন্দর্য।
পরিবেশেরও বেড়ে যায় মাধুর্য।।
চারদিক ভরে যায় সবুজ বনে।
আনন্দ আসতে থাকে সকলের মনে।।
প্রকৃতি সেজে ওঠে নানান রকমের ফুলে।
পশু পাখি ও ওঠে মেতে সব দুঃখ ভুলে।।

-


1 SEP 2020 AT 16:09

…........

-


7 FEB 2021 AT 9:42

আকাশ শুধু দু-হাত বাড়ায়
পাহাড় যে চায় ছুঁতে,
হাসির সুরে ঝর্ণা ধারায়
নদী যে চায় বইতে।।
অলির দল সের বেঁধেছে
লাল পলাশের মনে,
প্রজাপতির ডানার তাড়ায়
কবির মন টানে।।
তুঙ্গে, মাদল সঙ্গে নিয়ে
নাচ-গানে ভরপুর বেলা,
ছৌ-নৃত্যের আসর জমিয়ে
চমৎকার সে মেলা।।
মন ভালো করা বাসিন্দাগণ
সর্বদা থাকে সবার পাশে,
অতিথিদের আপ্যায়ন করে
নিঃস্বার্থ ভালোবেসে।।
লাল রঙে সেজেছে মাটি
সেজেছে রঙীন বাড়ি-ঘর,
সব মিলিয়ে পুরুলিয়া
অতি মনমুগ্ধকর।।

-


23 AUG 2019 AT 17:18

কলঙ্ক মেখে তুমি আজ লজ্জিত !?
চাঁদের ও কলঙ্ক আছে তবু সে আজ অভিহিত।।

-


21 APR 2020 AT 11:39

চাঁদনী রাতের আলোর খেলায় চতুর্দিক আজ সজ্জিত দেখো নিত্যনতুন কূহকে
প্রকৃতি সত্যিই সুন্দরী ওই বীরাঙ্গনা, সৌন্দর্য্য তার অবগুণ্ঠিত কুহেলিকার মোড়কে
ললাটে তার বিজয় তিলক, নৃত্যাঙ্গনা বসুন্ধরা আজ প্রকৃত অর্থেই পরাক্রমী
কিন্তু হায়!!বিদ্যমান থাকবে কি এই শোভাযাত্রা!!উত্তরের অপেক্ষায় আজও হাসেন অন্তর্যামী...

-


10 JUL 2021 AT 17:43

কাঁটাহীন গোলাপ দুলছে বাতাসে,
রোদ খেলছে আঙিনায়,
স্নিগ্ধ পাপরি হলদেটে হয়
পরাগরেণুর ছোঁয়ায়।।

লালচে ফুলের কালচে রেনু
নতুন সাজে আজ,
সবুজ পাতার আহ্লাদে তাই
লোকায় নিজের সাজ।।

-


2 NOV 2019 AT 18:48

সৌন্দর্যবোধে আজ ছেঁয়েছে শোকাহত ছায়া,
স্বার্থপরতার ভবে অনুভাবিত বাঁধনহীন মায়া।

-


17 APR 2020 AT 18:47

জাগ্রত হোক মানব চেতনা
বুঝতে শিখুক তারা প্রকৃতির এই আকুল বেদনা
বৃক্ষ নিধনের করুক রোধ
প্রকৃতির ধ্বংস লীলার মহাযজ্ঞের করো বিরোধ
নিজেরা যদি বাঁচতে চাও সুস্থ প্রাণে
প্রকৃতির সৌন্দর্য্যকে তবে বাঁচতে দাও সসম্মানে

-