QUOTES ON #সুন্দর

#সুন্দর quotes

Trending | Latest
9 MAY 2021 AT 22:24

কবেকার কোন কথা বলিব বা কাকে
কার ছবি কার চোখ এই মন আঁকে ?

অভিমানে ছোঁ মেরে যায়, বিষ বাঁশি ছোঁয়াচে হাত,
এ জনমও হয়ে গেল পার,চোখে শ্রাবণ বৃষ্টির রাত।

-


16 JUL 2020 AT 15:33

সত্যি বলছি
শাড়িতে বড়ই অদ্ভুত সুন্দর দেখা যায় তোমাকে
হটাৎ করেই যেন কিশোরী থেকে ষোড়শী নারী হয়ে ওঠো
আর তখনই
তোমার আঁচলের নিচেই বিচিত্র ভঙ্গিতে খেলা করে যৌবন।।।

-


26 FEB 2020 AT 22:04

হাত বাড়িয়ে পেতে চাই যে
নাগাল সুন্দরের ।
দৃষ্টি নাকাল কোনও মতে
পায় না তাহার বেড়।
চাই যে কাছে ,দৃষ্টি মেলে
তাকাই অনেক দূরে।
কে যেন কয় “সুন্দর তো
আছে বিশ্ব জুড়ে।
কেবলই তোর চোখ দিয়ে নয়
মনটা দিয়ে দেখ।
বুঝবি তখন কাছে দূরে
সেই সুন্দর এক।
হাত দিয়ে কি ধরবি তাকে
মনটাকে তোর ভর।
দেখবি তখন যেটুকু যেমন
সবকিছু সুন্দর ”।

-


8 OCT 2021 AT 16:00

হৃদয় তাহার পবিত্র, জটিলতাহীন এক অনন্য মনুষ্য
কুৎসিত শুধু অবয়বখানি ,লোকসমাজে হয়তো বন্য
অদৃশ্য সুতোয় গাঁথা মনের হোক না প্রেমের Twist
না হয় হোক দুজনে "The beauty and the beast"

-


6 NOV 2021 AT 13:36

তোমার সৌন্দর্য দেখে ভালোবাসিনি আমি....
আমি ভালোবাসি বলে,এতো সুন্দর তুমি।

-


18 JUL 2020 AT 23:20


মাঝে মাঝে ওর জন্যই আমার
থাকেনা চিন্তার শেষ কোন ,
মাঝে মাঝে ওর জন্যই দুনিয়াটা
মোর কাছে রঙীন হয় যেনো ।
ওই যে সদাই হৃদয় জুড়ে আমার
বিরাজ করছে সারাক্ষণ ,
ওই তো আমার সেরা প্রাণের মানিক
জীবনের অমূল্য রতন ।
মাঝে মাঝে ওর জন্যই গর্বে ভরে মোর
জীবনের প্রতিটি সুন্দর মূহুর্ত ,
ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি ওর
জীবন যেন থাকে সদা স্বতস্ফূর্ত ।

-


2 NOV 2021 AT 22:17

তোর আমার গল্পের শুরুটা যেমনই হোক, সুন্দর হোক শেষটা...
চাওয়ার ক্ষুদা এমনই থাক, যেমন চাতকের বুকে তেষ্টা।

-


20 JUN 2020 AT 9:32

ওরা আশ্রয় খোঁজে,

আলসে- চিলেকোঠার ঝুমকোলতায়... কখনো ফোটে ফুল হয়ে বৃষ্টির শেষে

যখন ভেজা মেঘলা প্যাস্টেলের কোনায় গজানো ছত্রাকও রোদে - আকাশে

কবিতার মতো হাসছে! ক্যানভাসে চুপচুপি বর্ষা-শরত নামে

বারান্দার জানালায় তুলো-কাশের গন্ধ... পথে-নৌকায় পাপড়ি জমে

রেশমরঙা মথটা মেঘকে বলতে চায় হয়তো আমাদের কথা!

গুটি খুলে উড়িয়ে দিই ভোরগুলো ... শাপলা আঁকা একটা খাতা

সোনাঝুরির তলায় বাড়িয়ে দিয়েছে আঙুল! ওই ঘাসের মাঝে

আমার ছোটবেলা হঠাৎ উঠতে চাইছে জেগে আমার কাছে!

-


6 SEP 2020 AT 21:40


মনে মনে আজ নিজেকে হারাবো
মন ভূলানো প্রকৃতির মাঝে ,
আমার জীবনের সুখ আনন্দ সবই
পেয়েছি ওই প্রকৃতির সাজে ।
প্রকৃতি দেয় মোদের নতুনত্বের স্বাদ
মন ভরানো খুশির জোয়ার ,
হাসতে খেলতে কাটিয়ে দেবার লাগি
প্রকৃতির মাঝে হারাবো আবার ।
মায়াবিনী এই প্রকৃতির রূপেই মানুষ
পায় জীবনের আনন্দ খুঁজে ,
সমাজের মানুষ বোঝেনা তার কদর
কষ্ট দেয় প্রকৃতিকে না বুঝে ।

-


17 OCT 2020 AT 21:38

কুয়াশা ঘন পথে কেমনে পাবো
তোমাকে খোঁজার রাস্তা ,
কুয়াশা তবে কি সুন্দর সম্পর্ক
ভেঙ্গে দেবে সেই আস্থা ?

-