🌺🌼🍁🌴🐓🐦🐦🐤🐣🌴🌸💮🌺🌹
ওপাখি ওই আকাশে উড়িস
ও কি তোর সুখের ঘর
ওকি তোর খেলার ঘর,
নেইকো প্রদূষণ ।
বিশ্ব জুড়ে ভ্রমণ করিস
হাজার মাইল ঘুরে ঘুরে
ওকি তোর খেলার ঘর,
হারাস মন ওই গগণে ।
আমার জীবন আজও
নয়কো সুখী একটু খানি
একটু খুশী ধার দিয়ে যাস ,
হাজার বাঁধা থাকবে পথে ।
বিশ্ব তো অনেক দূর
গৃহবন্দী আজ এমন
একটু খুশী ধার দিয়ে যাস,
যাওয়ার পথে ।।। Panchanan Maiti,,,( 08.06.2020 ),,(375)🌺🌺🙏🙏
🌺🌼🍁🌴🐓🐦🐦🐤🐣🌴🌸💮🌺🌹
-
সুখপাখিকে মনপাহারায় রেখে,
নীলচে আকাশ রং চিনেছে খুব...
যদি বা বলি কাঠগোলাপের মায়ায়
নীরবতাই কি তার একমাত্র অসুখ?-
সুখ ছুঁয়ে যায় তোমার মতো এসে,
তবে হারিয়ে কেন যায় ?
আবার কবে মৃত গাছটা উঠে দাঁড়াবে?
পাখিরা তাতে ঘর করবে?
জানিনা।
আমি কি সুখী আজ তোমার শবদেহের পাশে শুয়ে ?
খুন আমিই করেছি।পুলিশ ধরতে পারিনি।
ফাঁকিও দিইনি, তবে সে কি শেষবার চোখ বোজার আগে চিনে নিয়ে গেল নাকি আদরের প্রেমকে হত্যাকারীর মুখোশে??-
” সুখ পাখি আজ সুখের দেশে,
কষ্ট পাই আমি নিজের বেশে।
স্বার্থপর, হতে চাইলেও পারিনা ;
কিভাবে কি সব হয়ে গেল,
সুখ গুলো সব তলিয়ে গেল
স্বপ্নগুলো কিছু আসতো থাকলো না।
ভুল-ভুল, ভুলে ভরা
ওটা কি ভুল ছিল আমারই,
প্রেম প্রেম প্রেমের বসে
বুঝিনি তা আমি বুঝিনি ;
এখন শুধু কাটেনা দিন আর,
মিথ্যে স্বপ্ন গুলো মন কেড়ে নেয়
বর্তমান টা বুঝেও বুঝি না।
সুখ পাখি আজ সুখের দেশে,
কষ্ট পাই আমি নিজের বেশে।
স্বার্থপর, হতে চাইলেও পারিনা । ”-
পরের জন্মে 'সুখ পাখি' হব !
সুখ খুঁজে পেলেই বাসা বাঁধবো ।
বেঁধে রাখবো যত্ন করে
দুঃখ হলেও, ভালোর আশায় গাইবো প্রাণ ভরে।
এ জন্মে নয় হলাম এক সামান্য পাখি।
কষ্ট পেলে, পালিয়ে যাওয়ার শুধুই ছক আঁকি
অপ্রাপ্তি গুলো নিছক আয়না
সুখ পেলেই, বেঁধে রাখার জন্য করি বায়না।
-
আছি বসে নিরবে
জানিনা যে কি হবে।
সুখ পাখি উড়ে গেল
সমাজের কি হবে ?
হিংসা আর বিদ্বেষ
এই তো শুরু হবে।
রেসারেসি মারামারি
জানি আর কি হবে।
আজ আর কারো মনে
ভালোবাসা নাই,
হাসিভরা মুখখানাও
দেখিনা যে তাই।
দেখি শুধু চারিদিকে
ছলনায় ভরা,
প্রান আছে তবু লাগে
মৃত লোকে ভরা।
সুখ পাখি ফাঁকি দিল
উড়ে গেল তাই,
বলো আমি কোথা গিয়ে
তারে খুঁজে পাই?
আজ সমাজের এ দশা
বলো কি করে গুচাই
সুখ পাখি ফিরে এসো
তোমাকে যে চাই।
এসে তুমি ফিরিয়ে দাও
হৃদয়ের স্পন্দন,
সোনায় গড়া সমাজে
হউক ভালোবাসার বন্ধন।
-
সুখ পাখি আনিব ধরে,
রাখিবো তাঁরে খাঁচায় পুরে।
খুঁজে মরি দিনে রাতে,
চেনা সব ঠিকানাতে।
খুঁজিতে খুঁজিতে দিন শেষে
ক্লান্তিতে অবসাদে,
একা একা ভাবি বসে।
সুখপাখি কোথায়? হায়!
পাবো তাঁরে কোন ঠিকানায়?
হঠাৎ ডাকিল পাখি!
কান পাতি শুনে দেখি,
আমারই অন্তর হতে একি!
আসিতেছে ডাক।
হাসিলাম বারকয়েক
নিজেরই মূর্খতার পরে।
যে পাখি রয়েছে মোর অন্তরে।
অযথাই খুঁজে মরি মাথা খুঁড়ে
সে পাখিরে বাহিরে।
সুখপাখি যে রয়
আপন মনের খাঁচায়।
বুঝিলাম আজ আসি এত দিন পরে!-
সুখের পাখি
দুঃখের দহন আজ যেন আমার মরণ
মনের দুয়ার খোলে সুখের পাখি যাবে উড়ে;
আকাশের বুকে কতো না উড়েছে
দেশ-বিদেশ কতো না ঘুরেছে
আজ কেন আমার ঠিকানা ভুলেছে।।
কল্পনার আকাশে বেঁধেছি মেঘের বাসা
অঝর বৃষ্টি এসে ভেঙ্গে দিল সেই আশা
আজ শুধু নিরাশা।।
সুখের পাখি উড়ে যাবে জানি
সুখ আর আসবে না,
মন আর বাঁধবে না
নিরাশার মাঝে দুঃখ দেবে আমায় যন্ত্রণা।।-