(দেবীর কবিতা)
9 Followers · 5 Following

নিরবতাই বুঝিয়ে অনেক কথার মানে❤
Joined 12 November 2022


নিরবতাই বুঝিয়ে অনেক কথার মানে❤
Joined 12 November 2022
14 DEC 2024 AT 12:56

বাঁচতে যে চাই প্রাণটি খুলে ,
বাঁচতে দাওগো মোরে -
কেন বার বার কর হা হা কার
চলে যাওনা বহু দূরে।
একলা আকাশ একলা বাতাস
একলা যে চাই সুখের নিঃশ্বাস।
একলা পথের পথিক হব,
মায়ার জাল যে ভুলেই যাব।
চাইনা তোমার সোনার প্রাসাদ
চাইনা তোমার গাড়ী- দর্পে দম্ভে ভরে থাক তুমি
এবার চললাম আমি।
যে দেশেতে ফুলের গন্ধে
হয় সব মাতোয়ারা-
শাঁখের আওয়াজে পূজোর ধ্বনিতে
প্রান হয় দিশাহারা ।
বলি থাকব একা সেই দেশেতে
আসবেনা কেউ আমার সাথে।
একা হতে চাই আমি যে এবার,
ভালো লাগে না আর যে আমার।
দর্প, দম্ভ ,ঈর্ষা,হিংসা নিয়ে যাও
তুমি তোমার দেশে ।
কর জোরে বলি , পায়ে পরে বলি,
ফিরে এসো না আর এ দেশে ।

-


17 AUG 2023 AT 21:05

বলি, শোনছ ও ভাই ফেরিওয়ালা -
হাসি আছে কি দিয়ে যা না ।
ওই আসল হাসির বড়ই অভাব -
তাই নকল হাসির হল স্বভাব।
আছে গো দিদি অনেক হাসি,
কোন হাসিই তুমি পাবে না বাশি।
এই হাসিতে মুক্তা ঝড়ে,
ওই হাসিতে সোনা -
হাজার হাসির মাঝেই পাবে
মধুর হাসির ছোঁয়া।
বলো না দিদি কোন হাসি চাই,
আছে সকল হাসি,
তোমার মনের মতো হবে
আমার সে কোন হাসি?
বলছি কি ভাই তোমায় জানাই
চাই যে এমন হাসি,
যে হাসিতে মন ভরে যায়
সেই ভুবন ভোলা হাসি।
তোমার কাছে যদি থাকে
এমন কোন হাসি -
ব্যাগ ভরে দাও আমায় তুমি
সেই প্রান জাগানো হাসি।
ভাবছি বসে ও দিদিভাই
বলি এমন হাসি কোথায় পাই ?
হাজার হাসি আছে কাছে
কিন্ত, এ হাসিত আমার নাই !!
বলছ কি ভাই ,সত্যি কি নাই?
কত আশায় এলাম আমি
এখন বলো হাসিই নাই ।







-


15 AUG 2023 AT 22:41

সোনায় গড়া দেশ গো মোদের
সোনায় গড়া দেশ -
এই দেশেতে শুরু মোদের
এই দেশেতেই শেষ।
এই দেশেরই মাটির বুকে
জন্মেছে কত বীর -
দেশের জন্য প্রান দিল তারা
প্রনাম জানাই হে শত বীর।
গর্বেতে বুক ভরে উঠে
মোরা ভারতের জনগন,
ভারত মায়ের সন্তান মোরা
তাই উল্লাসে মেতে ওঠে এ মন।
প্রনাম নিও মা গো তুমি
ভালো রেখো সবে -
ছোট ,বড় সুখি, দুঃখী
সবাই কে রেখো তোমার প্রানে।






-


15 AUG 2023 AT 22:41

সোনায় গড়া দেশ গো মোদের
সোনায় গড়া দেশ -
এই দেশেতে শুরু মোদের
এই দেশেতেই শেষ।
এই দেশেরই মাটির বুকে
জন্মেছে কত বীর -
দেশের জন্য প্রান দিল তারা
প্রনাম জানাই হে শত বীর।
গর্বেতে বুক ভরে উঠে
মোরা ভারতের জনগন,
ভারত মায়ের সন্তান মোরা
তাই উল্লাসে মেতে ওঠে এ মন।
প্রনাম নিও মা গো তুমি
ভালো রেখো সবে -
ছোট ,বড় সুখি, দুঃখী
সবাই কে রেখো তোমার প্রানে।






-


14 AUG 2023 AT 20:43

ভারত আমার ,আমার গর্ব -
আমার দেশ, আমার স্বর্গ,
দেশের মাটি, বড়ই খাঁটি।
দেশের জোয়ান, মোদের সাথী।
মোদের মাতা , ভারত মাতা,
কত ইতিহাস ,আছে গাঁথা।
ভারতবর্ষ ,মোদের প্রান -
ভারতের জন্য ,দেব বলিদান।
কত না বীর, হল শহীদ -
আজ অমর হল, তারা অধিক।
এই স্বাধীন দেশ, পেলাম মোরা,
তাই এত অবদান ,ভুলিনি মোরা।
দেখ আকাশে বাতাসে, আনন্দের ধারা,
এই স্বাধীনতার উৎসবে, মেতেছে ধরা।
এই শুভ দিনে ,চল সবে মিলে-
উল্লাসে মেতে উঠি ,
জাতপাত, ভুলে, দ্বিধা দ্বন্দ্ব ভুলে-
এই আজাদি উৎসবে মেতে উঠি।









-


7 AUG 2023 AT 20:04

ডাক্তার, ডাক্তার -
নামজাদা ডাক্তার।
ভগবানের রূপ ভেবে
মান দেয় লোকে তার।
ডাক্তার ,ডাক্তার -
বড় বড় ডাক্তার,
নার্সিংহোমে দেখো
কত আছে ভালো ডাক্তার ।
ডাক্তার ,ডাক্তার -
অভাব আছে কত তার,
সরকারি হাসপাতালে
নেই ভালো কোন ডাক্তার।
ডাক্তার ,ডাক্তার -
তার কত ভালো চেম্বার।
বড়লোক যায় হেথা
গরিব করে হা হা কার।
ডাক্তার, ডাক্তার -
দেখো কত মজাদার,
টাকা কড়ি কেড়ে নিয়ে,
বাটি হাতে দেয় তার।
ডাক্তার, ডাক্তার -
গরিবের ডাক্তার।
টাকা হাতে নেই বলে -
বলে "স্যরি" বাঁচাতে পারিনি আর।

-


3 AUG 2023 AT 20:27

বলি কেমন আছো
মানব সমাজ ?
শুনেছি খুবই অসুস্থ!
স্বার্থের বশে নাকি
আজ সবি হলে ব্যস্ত ।
ঘরে ঘরে মারামারি
ঝগড়া আর দন্দ -
লোভের কারনে নাকি
আজ সবি হলে অন্ধ।
হিংসাতে ডুবে গিয়ে
ভালোবাসা ছাড়লে ,
অকারনে লাঞ্ছনায়
মার কোল হারালে!
দিনে দিনে সততা
নাকি বিলুপ্তির পথে -
চোর আর জোচ্চোর
নাকি বসেছে সিংহাসনে ?
ওরা ভগবান ভুলে নাকি
টাকার করে পূজা -
নারী নাকি ভোগের বস্তু
আচ্ছা কি হবে তার সাজা ?
সুস্থ হও, সুস্থ হও, হে মানব সমাজ-
আতুর হয়ে থেকো না তুমি
আবার সাজাতে হবে তো এ সমাজ।










-


30 JUL 2023 AT 20:46

মোর স্বপ্নের পাখী
আকাশে উড়িল,
যেন আকাশ খানা
সাজিয়া উঠিল।
দেখো প্রভাত পাখী
গাহিল গান-
যেন কুসুম কলিতে
আসিল প্রান।
ওই মেঘের আড়ালে
সূর্য্য হাসে -
যেন ব্যাঙ্গমা পেল
তার ব্যঙ্গমিকে পাশে।
দূর ধানের ক্ষেতে
ঝড়ছে সোনা,
ওই কৃষকের কোলে
গরুর ছানা।
কত মিষ্টি মধুর
স্নিগ্ধ সকাল-
যেন শালিকের জোড়া
দেয় সাক্ষী একাল।
মোর স্বপ্নের পাখী
মেলেছে ডানা ,
তার ওড়ার কারন
দিলো দুষ্টু বাহানা।



-


28 JUL 2023 AT 8:20

হালকা ভালোবাসার ছোঁয়া
ছুয়ে গেলো কেউ -
পাগলিনীর মনে এল
ভালোবাসার ঢেউ।
চুপিচুপি প্রেম চলে
খুবই গোপনে ,
কাছে এসে ভালোবাসে
খুবই আপনে।

-


23 JUL 2023 AT 7:52

কঠিন সময়ের কালচক্রে
কলঙ্ক লাগিল মাথায়।
কলঙ্কের বোঝা বড়ই ভারি
বড্ড ব্যথা যে প্রানে জাগায়।
কলঙ্কের বেশে চলছি পথে
যেন গ্রহণ লেগেছে নব প্রভাতে,
চারিদিক শুধু আধারে আধার
যেন সাথ ছুটিল নিজেরই ছায়ার।।
এত আধারের দেশে,
জানিনা কে হেসে,
বলিল আমার কানে
কলঙ্ক কি তুই একাই হয়েছিস?
ভেবে দেখরে তুই প্রানে।
কলঙ্কের বোঝা বইতে হয়েছিল
স্বয়ং শ্রী কৃষ্ণের "রাধার "-
কলঙ্কিনী রাধা আজো লোকে বলে
পুজা করে "শ্রী রাধার "
এত আধারের দেশে জানিনা কে এসে
আশার আলো দিলো -
আশার প্রদীপ জ্বালিয়ে দিয়ে
কে ছিল উনি, যে হারালো?
এই আশার আলোয় আবার উঠিলাম
প্রদীপ হাতে আবার চলিলাম
প্রদীপের শিখায় পথ দেখে ,
আমি আমার পথে আবার চলিলাম।

-


Fetching Quotes