Sujata's diary   (Sujata Roy)
28 Followers · 16 Following

read more
Joined 27 January 2021


read more
Joined 27 January 2021
YESTERDAY AT 9:08

সেই আমার প্রথম বিদ্যালয়

বছর দুয়েক নয় , কত দিন কত সময়
ঘড়ি কাঁটায় লাগে ঘন্টা কথা কয় ,
স্মৃতিগুলো মধুর; নতুন নতুন বিষয়
শিখিয়েছি,শিখেছি সেই আমার প্রথম বিদ্যালয়।।

শিশুদের কোমল হাসি , কান্না
তার মধ্যে আবদার অনন্য
নাচ, গান হৈ হুল্লোর
খেলার আর কত শত আঁকাআঁকি।।

অহরহ ব্যাথা দেয়, পুরানো স্মৃতি
ফেলে আসা পরিবার ;
মনের কোণে বিষাদে ভরে যায়
বিরহ সুর বাজে, আঁখি জলে থই।।

রঙমহল বদলে যাবে
পরিবর্তনের বার্তা আনবে
বদলে যাবে শহর নগর
শুধু আমার স্মৃতির পাতায় রয়ে যাবে-
সেই আমার প্রথম বিদ্যালয় ।।





-


27 AUG AT 14:20

ওয়াজিদা মেম

স্মৃতির পাতায় তোমার নাম থাকবে
তোমার শিক্ষা, তোমার সমর্পণ
সর্বদা বয়ে যাবে ফুলেরা ,
তোমার মায়ায় জড়িয়েছি আমরা।
তোমার নাম মনে রাখব;
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে
আমাদের মনের কৌটায়।।




-


16 AUG AT 9:10

তোমার মায়াতে মোহিত
তোমার ছায়াতে শান্তি বিরাজিত
তোমার বাণীতে আমার শত সংশয় হানি
তুমি আমার মায়াময় সে
অদৃশ্য রয়েও মনের কৌটার মণি

-


16 AUG AT 9:01

শিক্ষাগুরু
আদৌ আদৌ কথা বলা
অআকখ এক দুই পা চলা।।
ছোট্ট শিশু মোরা পাঠশালায় পড়ি
গুরুর কাছে হলো হাতে-খড়ি ।।
সুশিক্ষা ,ব্যবহার , আচরণে
আমাদের গড়ে তোলা।।


-


30 MAR AT 16:49

कुछ परिस्थितियों में
खुद को हाराना शिखा लिया
कुछ लोगों को हंसा कर
आंसू बहां दिया,
कुछ परिभाषा ऐसी
आंख से पड़ लिया।।

-


30 MAR AT 11:17

অযথা কথার পিঠে কথা
শুধু দুঃখ আর ব্যাথা
চুপচাপ থাক,
ন্যায় অন্যায়ের বিচার থাক।।
জীবন সময় সত্যের সন্ধানে
একদিন মিলবে জবাব অপমানের,
রহস্য উদঘাটন হবে
ছদ্মবেশী শয়তানের।।

-


30 MAR AT 10:41

কষ্টকে উড়িয়ে দিয়ে
ব্যথার সংহার কর ,
জয়কে হারিয়ে দিয়ে
পরাজয় আঁকড়ে ধর।
বন্দিদশা বিবেক কে
বুদ্ধি দিয়ে সংহার কর।।

-


17 MAR AT 17:07

ভালোবাসা সীমাহীন হয় আর এই সীমাহীন ভালোবাসা শুধু তোমার জন্য, আমি সুন্দরী, রূপবতী, গুণবতী নারী না হতে তোমার জন্য
কিন্তু রাগ, অভিমান,ভালোবাসার অধিকার শুধু 'আমার'।

-


16 MAR AT 11:24

ज़िंदगी के कुछ पल एसे गुजरती है
खुशियां फुल बनके बिखरते है।
उम्मीद के लहरें, अनजानी कुछ दायरा
कर रही है पहेंरे ।।

-


13 MAR AT 19:39

যখন দেখেছি আমার অধিকার আমার পাওনা
অন্য কেউ ভোগ করেছে ,
কিন্তু সবার কাছে আমাকে নিচু করেছে কারণে অকারণে।
তখন থেকেই নিজের অধিকার নিজেই কেড়ে নিতে শিখেছি।

-


Fetching Sujata's diary Quotes