বুজলে প্রিয় ,
তোমার ব্যাস্ততা, আমাকে আমার সময়ের দাম বুঝিয়ে দেয় ...-
জানিস তো :
আমি, জীবন অধ্যায়ে তোর পাতা গুলো এখনো আগের মতোই যত্ন সহকারে উল্টাই ..
কারণ সেইখানে তো কোনো Recycle Bin এর option নেই , ভয় লাগে যেন তা একেবারের মতো মুছে না যায় :)-
কোনোদিন আকাশের পানে চেয়ে হটাৎ যদি মনে পড়ে আমার কথা ;
যদি মনে পড়ে হাতে হাত রেখে সেই সূর্যাস্ত দেখার কথা ,
মনে পড়ে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত পাশে থাকার প্রতিশ্রুতির কথা ....
তবে মনে রেখো সে এখনো তোমায় ততটাই চায় ; শুধু তুমি অন্য কারোর ভেবে প্রকাশ করতে পারে না :)-
Tum jab the ,
Sare raat sapne me hi bit jata the ;
Ab O raat ,
khud hi Subah Ka Intezar karta hai ...-
Ji Bhar Ke Dekh Lo
aur Kabhi mauka Nahin milega ;
Main mot ke talas me hoon
Kabhi vi bahoon me kaid karlega-
“ Kabhi mauka nahin mila bolne ka
to Tum Soch loge Mohabbat Nahin Karta Tha ;
Dekhte Dekhte umidh,umar sab chala gaya
Firbhi mauka nahi mila ”-
“ সূর্যের কিরণে নাম লিখে দেওয়ার ক্ষমতা আমার নেই ,
ক্ষমতা নেই মনের কথা উজার করে বলার ;
পর্ণমোচী বৃক্ষের মত একদিন সব পাতা ঝরিয়ে ফেলতে চাই তোর উঠানে ;
কোকিল কন্ঠের মত ক্ষুদ্র সম্মতি সন্ধানে ”-
“ মতামত ছিল ভিন্ন ;
মতভেদের জন্য হারাতে হয় বাপুজির সংস্পর্শ
লক্ষ্য ছিল সমান ;
কিছু বিদেশী শক্তির সহায়তায় স্বাধীন দেশ প্রতিষ্ঠা জাতীয়তাবাদ ছিল তীব্র ;
যা দিয়ে মানুষের চেতনা লাভ করা যায়
ভগবান এর মৃত্যু হয় না তার একনিষ্ঠ প্রমাণ যিনি
যিনি আমাদের মধ্যে না থাকলে
আমরা তাকে অনুভব করতে পারি
তার মতামত , চিন্তাধারা ও দেশপ্রেম দিয়ে .... ”
❤️ শুভ জন্মদিন ভগবান ❤️-
“ স্বপ্নগুলো এখনো আমার উঠানে ঘুরে বেড়ায় ;
ভোর সকালে ঘুম ভাঙিয়ে সে হয় আমার গল্পসঙ্গী ,
লোডশেডিং এর অন্ধকারে জোনাকিরাও স্বপ্নের শিরোনাম রচনা করে ;
মধ্যরাতে কালপুরুষ হতে চায় আমার স্বপ্নের অংশীদার । ”-