কোথাও শান্ত, কোথাও তার দুর্গতি
একই নদীর বহুদূর ,
বইছে নিয়ে হাজার স্তুপ।
জলেতে লেখা অনেক ইতিহাস
স্বচ্ছ হওয়ায় মিলিয়েছে তার অবকাশ।-
নিজের মনের ভাব বা আসে পাশে ঘটে থাকা যে সমস্ত জিনিস নিজের লেখার মাধ্যমে ... read more
যে চেয়েছিল খোলা আকাশে উড়তে
আজ সে খাঁচায় বন্দি
ডাকছে তাকে খোলা হাওয়া
বুনছে সে ওড়ার ফন্ধি
বাধা তার আসছে যত
ঠোকর দিয়ে বুঝিয়েছে শত
নিজের লড়াই লড়বে আজ
চারিদিকে সব ঘুরছে ফন্দিবাজ
আজ না লড়লে, হবে না সে জয়ী
পিছু পা হলে, নিজের জন্য হবে সে দায়ী
নিজের জন্য নিজেকেই লড়তে হবে
উড়তে গেলে ওড়া শুরু করতে হবে।-
স্বার্থে সবাই বলছে কথা ।
স্বার্থ ফুরোলে কর্ম বৃথা ।
স্বার্থ চেনে ধন যেথা ,
টাকা ছাড়া স্বার্থ কোথা?
এযুগে ভালোবাসার নেইকো ঠাঁই
টাকা ফেললে ভালোবাসা কেনা যায়!
সম্পর্ক তুচ্ছ যেথা
একসঙ্গে থাকা, ভাবাই বৃথা।
-
উথাল-পাতাল হচ্ছে সারাক্ষণ
মোহ মায়া কিছুই না
শেষ নিঃশ্বাসটুকুতেই থেকে যা।
-
নিজের উপস্থিতি যেন অদৃশ্য !
নিজের মূল্য তৈরিতে কেন ব্যর্থ ?
সব বলিদান অন্যত্রে সামান্য...
অদৃশ্য ত্যাগে জীবন বিমূর্ত।
-
পথচলা যতটুকু,
আশা রেখেছি ততটুকু,
তার বেশি চাইছি না তোমায় ।
দূরে সরিয়ে দিও না কখনো আমায়।
আধারে... আধারে...
মন মেতেছে অন্য শহরে ,
ভুলতে কি পারবো তোমায় ?
কেন দেখা হয়েছিল তোমায় আমায়!
জানি কষ্ট হবে,
মন কেন মানছে না তবে ।
হেরে গিয়ে কাছে চায়,
কষ্ট পেয়েও তোমাকে যেন পাই।
-
সব দুঃখ উড়িয়েছি আকাশের মাঝে
খোলা হাওয়াকে আসতে দিয়েছি কাছে।
-
তোমার নামের ফুলগুলো
জমিয়ে রেখেছি যত্ন করে।
একসাথে কাটানো সময় যেন,
বন্দি হয়ে আছে আঁধার রাতে।
-