সময়ের স্রোতে শূন্যতা বড্ড বাড়ে ,
একাকীত্ত্ব গলা টিপে ধরে প্রতিরাতে ,,
সম্পর্ক শেষ হয় অজুহাতে ,,
বিছানার চাদর ফাঁস হয়ে অনেক জীবন কাড়ে !!
অনুভূতি নিয়ে খেলা বন্ধ হোখ ,,
আত্মঘাতীতে উদ্যত মানুষগুলো বাঁচুক নিজের মত করে ।
-সংযুক্তা ঘোষ-
ভাঙতে ভাঙতে এতোটা
ভেঙে যাবো ভাবিনি কোনদিন,
বেঁচে থাকাটাই কঠিন এখন
জানি না এই ভাবে কতোদিন।
চলে যাচ্ছি,হয়তো
ভুলে গেছো যদিও
পারলে এসো
নিয়ো খবর
না ফিরে আসার দেশে,
আমি যাচ্ছি চলে
হবে না জানি আর দেখা
কখনো।।-
বাঁচার ইচ্চেয় মরি,
নাকি মরার ভয়ে বাঁচি।।
নিশ্বাসটা বড্ড বেঈমানী করতে জানে,
কারণে অকারণে অভিমানটাও করতে সে পারে।।-
বাতাসে ডিপ্রেশনের গন্ধ ভাসে,
আর সুইসাইড সেই সৃষ্টিকে হারিয়ে
তাচ্ছিল্যে হাসে..।।
-
এক তুচ্ছ কারণে আমার মৃত্যু হবে।।
তুমি আমার লাশের পাশে বসবে কি জানি না..
সত্যিই জানি না!!-
প্রতি মুহূর্তে একটা প্রেম জন্ম নেয় আর প্রতি সেকেন্ডে বহু প্রেম মৃত্যু বরণ করে শুধু অবহেলার কারণে ।
-
সুইসাইডটা সেদিন আর করা হলো না,
তাই তো ছুঁতে পারি পার্থিব সব,
শুধু ছুঁতে পারি না নিজেকে,
নিজেকে খুঁজেও পাই না।
যদি তোমরাই খুঁজে না পেতে,আমায়!
চুপটি করে বসতে পেতাম নিশ্চিন্তে গাছের তলায়।-
Suicide isn't a solution...
Put a smile always on your face and fight back...!😊❤️-
সুইসাইড মানে হেরে যাওয়া, এটা বোঝা খুব দরকারি;
দুঃখ গুলো ভেতরে রেখে রোজ ফিরতে হবে বাড়ি ।।-