প্রতিশ্রুতি ভেঙে যায়,
সময়ের সাথে রোজ।
আজকে যে ভীষণ প্রিয়,
কালকে নেবেনা খোঁজ।।-
ডিপ্রেশন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়,
শুধু আত্মবিশ্বাসই পারে তাকে মৃত্যু থেকে ফিরিয়ে আনতে❣️-
আবার আসিলে ফিরে,
সাথে নিয়ে লাঠি।
কেনো শুধু করো তুমি,
অন্যের পিছনে কাঠি।।-
মনের মাঝে ডিপ্রেশন,
ঠোঁটের কোণে মিথ্যে হাসি।
নিজের ভাবনা বিসর্জনে,
জীবনকেই আর না ভালোবাসি।।-
ডিপ্রেশন ব্যাপারটাই বেশিরভাগ লোকে মজার ছলে নিয়ে থাকে....
এটাকে বন্ধুরা ভাবে সিম্পথি নেওয়ার চেষ্টা, মা - বাবা ভাবে নাটকবাজি, পাড়া-পড়শিরা ভাবে ন্যাকামি.....
তাই খুশি না থাকলেও খুশি থাকার Acting টা খুব দরকারি, এমন কি বাড়ির লোক জনের সামনেও🙂-
প্রথম বাঙালি ও ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি, ভারতরত্ন প্রনব মুখার্জি দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহনযোগ্যতার নিরিখে সর্বদাই শীর্ষে বিরাজমান। তার মতো বিদ্যান, সৎ, বিচক্ষণ ব্যক্তি খুব কমই আছে। ভারতের সংসদীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন প্রণব মুখার্জি। বিশ্বের দরবারে তিনি বাঙালি জাতির গর্ব।
R.I.P স্যার🙏-
দুটো মানুষ, একে অপরকে পরিপুর্ণ করে তোলার অবিরত প্রচেষ্টার নাম ভালোবাসা .....
-
নিজ স্বার্থছাড়া অন্যের ভালোর জন্য আমরা যে কাজই করি সেটাই মহৎকাজ.....
-