Subhajit Saha   (শুভজিৎ সাহা)
38 Followers · 3 Following

The Shadow
Joined 29 April 2019


The Shadow
Joined 29 April 2019
6 APR 2021 AT 21:28

প্রতিশ্রুতি ভেঙে যায়,
সময়ের সাথে রোজ।
আজকে যে ভীষণ প্রিয়,
কালকে নেবেনা খোঁজ।।

-


13 MAR 2021 AT 12:12

স্ট্রেস, ফাস্ট্রেশন ও অবসাদ,
ঘিরে ধরে মৃত্যু ফাঁদ।।

-


13 MAR 2021 AT 1:37

ডিপ্রেশন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়,
শুধু আত্মবিশ্বাসই পারে তাকে মৃত্যু থেকে ফিরিয়ে আনতে❣️

-


13 FEB 2021 AT 23:29

আবার আসিলে ফিরে,
সাথে নিয়ে লাঠি।
কেনো শুধু করো তুমি,
অন্যের পিছনে কাঠি।।

-


13 FEB 2021 AT 1:21

ডিপ্রেশনের সাগরে
গতি বাড়ায় আত্মহত্যার
প্ররোচনা...🙂

-


10 FEB 2021 AT 2:01

মনের মাঝে ডিপ্রেশন,
ঠোঁটের কোণে মিথ্যে হাসি।
নিজের ভাবনা বিসর্জনে,
জীবনকেই আর না ভালোবাসি।।

-


10 OCT 2020 AT 23:38

ডিপ্রেশন ব্যাপারটাই বেশিরভাগ লোকে মজার ছলে নিয়ে থাকে....
এটাকে বন্ধুরা ভাবে সিম্পথি নেওয়ার চেষ্টা, মা - বাবা ভাবে নাটকবাজি, পাড়া-পড়শিরা ভাবে ন্যাকামি.....
তাই খুশি না থাকলেও খুশি থাকার Acting টা খুব দরকারি, এমন কি বাড়ির লোক জনের সামনেও🙂

-


31 AUG 2020 AT 19:49

প্রথম বাঙালি ও ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি, ভারতরত্ন প্রনব মুখার্জি দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহনযোগ্যতার নিরিখে সর্বদাই শীর্ষে বিরাজমান। তার মতো বিদ্যান, সৎ, বিচক্ষণ ব্যক্তি খুব কমই আছে। ভারতের সংসদীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন প্রণব মুখার্জি। বিশ্বের দরবারে তিনি বাঙালি জাতির গর্ব।
R.I.P স্যার🙏

-


14 AUG 2020 AT 15:56

দুটো মানুষ, একে অপরকে পরিপুর্ণ করে তোলার অবিরত প্রচেষ্টার নাম ভালোবাসা .....

-


24 JUL 2020 AT 23:31

নিজ স্বার্থছাড়া অন্যের ভালোর জন্য আমরা যে কাজই করি সেটাই মহৎকাজ.....

-


Fetching Subhajit Saha Quotes