রঙিন তুমি রঙের নেশায় ঠোঁট ছোঁয়ালে লিপস্টিকে
সাদাকালো দুনিয়ায় বর্ণান্ধ আমি রঙ ছুঁলোনা আমার চোখে
-
যদি তারে ডাক দাও
না পাও যদি তার দেখা
বুঝে নিও তোমার সাথে
ঘনিয়েছে তার আনাগোনা ।।-
কিছু ছবি এঁকেছি জোৎস্না রঙে ধূসর মেঘের ক্যানভাসে।
কিছু শব্দ সাজিয়ছি, চাঁদের কলঙ্কের গায়ে বিষণ্ণ আকাশে।-
আঁধার, একলা কোণ, মনের খুব কাছে
গোধূলির আলো, আড়ালে রয়েছে, সাদা কালোর মাঝে ll-
সাদাকালো ছবি
সাদাকালো ছবি জুড়ে রঙিন স্মৃতিদের ভিড়,
বাদলা দিনে পথ হারিয়ে অনুরাগ হয়েছে নিবিড়।
সারি সারি বেঞ্চ ও ল্যাম্পপোস্টের বাহার,
ছাতার নীচে দুটি মন কথা শুনছে কাহার?
বৃষ্টিভেজা সড়কে রয় নিস্তব্ধতার প্রশ্বাস,
শ্রান্ত বাতাস আঁকে ঢেউ সাগর তীরের নিঃশ্বাস।-
তোর কাজলের কালো রঙে,
দেখেছিলেম আমার রূপ,
সাদাকালো প্রেমে ছেয়ে যাবে চারিদিক,
অক্ষত আমাদের প্রেমের ধূপ।-
জমকালো রঙের দুনিয়ায় ,
আমি ভীষণ সাদা কালো ।
বেচারা ওই রঙের নেশায় ,
অভাগা প্রেম পালালো ।-
তোর দরজায় ঘুণ লেগেছে,
আমার তালায় জং;
হয়েছি আজ সাদাকালো,
মিলিয়েছে সব রং।
ঘুমোতে যাওয়ার আগে,
ডাকিস আমায় ডাকনামে।
কান পাতিস, সাড়া দেবো
"তুই" বলে, আমার শেষ ঘুমে।।-
চামড়ার রং সাদা বলে, কর সৌন্দর্য্যের বড়াই;
কালো চামড়াকে লাঞ্ছনা না করে, আগে কর নিজের মানসিকতা পরিবর্তনের লড়াই।-
নদী রে তুই পাগলপারা
পঙ্কিল করলো তোর গর্ভ যারা
তাদের তো তুই দিসনি সাজা
কেন রে নদী চুপ করে তুই
এবার গর্জে উঠুক তোর ঢেউ,
জানান দে তুই যাসনি মরে।
কিন্তু তুই তো বেখেয়ালি,পাগলপারা।
-