QUOTES ON #সখ্যতা

#সখ্যতা quotes

Trending | Latest
1 JUL 2020 AT 16:39

মরণ পরে ইচ্ছা জনম
বাঁচিবার তরে
জীবন তরী ইচ্ছা হাওয়া
তব ভব ঘরে।
তব গানই সখ্যতা ইচ্ছা মালা
তব আদেশ বাণী বরণডালা।
লোভ যদি থাকে মোর
তব প্রেম রতন
স্বার্থ যদি সন্ধান
পাইবে মন যতন।

-


5 MAY 2020 AT 16:16

জাহির করা প্রেমে বঞ্চনা পেয়ে নিজেকে খোয়ায় পৃথিবী,
সখ্যতার প্রেম ফেরায় আলো, উদ্ভাসিত করে রবি-শশী..
( শুভজিৎ দেবনাথ )

-


29 MAR 2018 AT 12:21

মানুষ হয়ে জন্ম না নিলে,
হয়তোবা আমি শুকনো পাতা হতাম
বিচ্ছেদ বেদনায় নীল হয়ে খসে যেতে যেতে
নিশ্চয়ই কোন এক ধূলিকণা’র সাথে
খুব সখ্যতা হতো আমার

-


2 SEP 2020 AT 13:43

কফি হাউসের আড্ডা
গৌতম দেব
আজ খুব মনে পড়ে
কফি হাউসের সে আড্ডা,
মৌলিক সখ্যতা বিচিত্র কথা
হাসি কান্না ঠাট্টা।

শান্তির পেয়ালার প্রতিটি চুমুকে
ঘনীভূত সাহিত্যরস অবাধে নৃত্য করে
আবেগে দৌড়ায় হৃদয় একক দিশায়
বন্ধ কপাট মুক্ত করে করে।

হৃদয় তার গন্তব্য ছুঁয়ে আসে নির্দ্বিধায়
ফিরে দেখে, জমে ওঠেছে আড্ডা
মন হয়ে ওঠে বাউল
কফির চুমুকে আকাঙ্ক্ষা সব দমিত
শুধু সত্যের সন্ধান
শান্তি স্থাপনা ব্রত।

-


14 JUL 2020 AT 11:07

‘সখ্য’ ও তাঁর পর্যায় কলমে — মিঠুন লোধ।
""""'""""""'""""""
পাতা বদলানো সময় গড়ে একাধিক বন্ধুত্ব!
কিছু হিতৈষী মিছি-মিছি অদূরে থেকে যায় চিরকাল।
সব মিত্রতার, কি বর্ণনা সম্ভব❓
স্মৃতির পিঁজরায় যেন বন্দী থাকুক অনাদিকাল।
যেটি চকলেটের অর্ধাংশ-রাশি কেড়ে নিতে ব্যাস্ত।
গাছের ঝুলন্ত পাতায়ও একরাশ অতীত জুড়ে,
সে কত! পারস্পরিকতার আনাগোনা লেগেই আছে।
সে রূপকথাও কোনো অংশে কম না কি❓
তা তো আজও পূর্ণতা পাওয়া বাকি।
তরুতলে ফেলে আসা সেই দ্রব্য-খানি,
সে অনুভূতি এখনও মনে ঝড় তুলে দেয়।
সেই অন্তরঙ্গতা উধাও, নিঃশেষিত;
ডাক শুনে জেগে যাবে ঠিকই,
কারণ একই — অন্তরঙ্গতার পিছনে নেই যে যুক্তি।
থাকবে আবদার, প্রশ্ন নেই ‘আমার-তোমার’;
সবই যেন হৃদয়ের এপিঠ-ওপিঠ।
মান-অভিমান পরিত্যক্ত মিত্র-সুলভতাও,
জীবন-শিল্পীর অপূর্ব সৃষ্টিপর্বে বর্ণাঢ্য-বাহক।
তুষারাচ্ছন্ন থাকুক, সেই অভিনব দৃশ্য;
যেন সময় তাপে না হয় অদৃশ্য।
কৃষ্ণ-সুদামা-তুল্য সখ্যতাই ফ্রেমবন্দী হোক,
মানসপটে রয়ে যাক ‘মিত্রবরের’ নিত্যতা।







-


2 MAY 2024 AT 19:16

অতিরিক্ত maturity দেখাতে গিয়ে আমরা অনেক সময় কাছের মানুষের থেকে দূরে চলে যাই অথবা চিরতরে কাছের মানুষটিকে হারিয়ে ফেলি।

-


20 JAN 2024 AT 17:48

দক্ষতা বাড়াও গোপনে।
সখ্যতা বাড়াও মননে।

-