হিরক রাজার তখনও ভাঙেনি ঘুম,
তখন প্রথম প্রহর,
ভূতের রাজা দুই হাত নেড়ে গুপী-বাঘাকে কাছে ডাকেন।
"গুপী-বাঘা, গুপী-বাঘা, ভয় নেই, ভয় নেই,
আজ একটা বড়দিন, কাছে আয়, কাছে আয়!"
"আজ কী দিন?", জিজ্ঞেস করে দুজনেই।
"আজ রায়বাবুর জন্মদিন, জন্মদিন..!",
গুপী-বাঘা ফুর্তিতে হাত তালি দিয়ে ওঠে!
১০৪তম জন্মদিনে সশ্রদ্ধ প্রনাম..💐🙏
(শুভজিৎ দেবনাথ)-
We all are just more or less 80 percent. No one is 100 percent and perfect..
To find that missing 20-40 percent we leave someone who is 80 percent and choose someone who is even lacking 20 percent and expecting 100% from them. That's why we could never get happy and completed. The reality is being together we can make 100 percent. So try to be perfect being and working together. Be happy, be loved..-
What we are & what we'll be,
Totally depends on our choice.
Lets make the choice better..-
There's nothing in the world that we can't try, and trying with everything in the grasp for something of our choice, doesn't get deprived from gaining results.
-
Believing in God, myths, rituals and
positivity doesn't degrade your position
and not believing in any of it
doesn't raise your standards
in the society!-
পবিত্র রাখির বন্ধনে সজ্জিত,
অনন্ত দিগন্তে চমৎকার এক পূর্ণিমা,
সেই আলো-আধারে ছেয়ে দিনের স্বচ্ছলতা।
উজ্জ্বল সূর্য, মিটমিটে নক্ষত্রের সাথী,
জোৎস্নার উৎস চাঁদ,
উৎসব, পার্বণে রঙিন আনন্দের রাখি,
কৈশোর আনন্দে রাঙা বাংলার অপরূপ সাজ।-
সেই আলো-আধারের জনশূন্য পথে,
অক্লান্ত মনের জোর ভেসে ওঠে বিশ্বাসে।
সকাল গড়িয়ে বিকেল হয়ে চলেছে,
রাস্তা এখনো বহুদূর,
ইচ্ছেগুলোর সঙ্গী হয়ে চোখদুটো চেয়ে দেখে,
দূর সীমানায় মিশেছে আকাশ অনন্ত সরণীর সাথে।।
(শুভজিৎ দেবনাথ)
-
যোগ্য ভালোবাসা পাক ওদের হাসিমাখা মুখ,
গতিহীন সমাজের নিষ্ঠুরতার অবসান ঘটুক।
কোমল মনের এগিয়ে চলার সাথী হোক করুণা,
শ্রম বন্ধ হয়ে,
শিক্ষা ও জ্ঞানের সহায়তায় পরিপূর্ণ হোক ওদের মনবাসনা।-
হৃদয়ে জেগে ওঠে একরাশ অনুভূতি,
বিরহ মেটাতে প্রেম পায় অনুমতি।
কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি,
চোখদুটো জানালার সামনে উঁকি দেয়,
সাথী হয়েছে মনটা,
স্নিগ্ধ হিমেল হাওয়া ছুঁয়ে যায়।।-
স্বল্প সময়ে প্রকৃত প্রেম অস্তিত্বহারা,
স্নিগ্ধ আবেগের ছোঁয়ায় ফুটেছে হাসনুহানা।
আলো-আধারে ছেয়ে সুন্দর সেই ফুলখানা,
সুখ-দুঃখ ভুলিয়ে,
আচমকা মুক্তির আনন্দে হয়ে ওঠে আত্মহারা।-