মায়ের পায়ের সেই রক্তজবা আজ,কোথায় পাব মন বল?
সে যে রক্ত ধারায় বয়ে গেছে আজ,মোর উঠান জুড়ে জল।
মাগো আজও যে তুই নগ্ন! মা কেন তুই কাপড় পরিস নি?
সন্তানের সামনে দাঁড়িয়ে ,কেন মা দেহে কাপড় ধরিস নি?
করুণাময়ী দিগম্বরী পাগলিনী,মোদের আগলে রাখিস বুকে,
আনন্দময়ী মা মোদের,ক্রোধ ভেঙে হাসি ফুটুক তোর মুখে।
কেউ কালো যে চাই না মাগো,সবাই তোকে অন্য রূপে চাই,
রাতের কালোয় বিলীন হয়ে,তবে তুই দেবী চন্ডী রূপে আয়।-
মা...মনভোলা এক পথিক আমি..,
সবই জানিস মা তুই,অন্তর্যামী..,
নিখোঁজ হলে পথ দেখাস মা আমায়,
ভক্তিভরে মা,মা বলে ডাকবো আমি।।-
কালি রূপে মা ভয়ঙ্করী,কাটা হস্তের কোমরবন্ধনী,
গলায় অসুরের ধরহীন মুণ্ড মালা,
খড়গ হস্তে বিনাশিনি,রক্ত চুষে বিষ নামান মা,
তার পূজায় দেবতারা সাজান ডালা,
ওরে পাগল তোরা,মাকে কেউ বুঝলি না আজও,
মা যে বিশাল ওই করুণার সাগরসম,
তিনি সন্তানসম পশুর বলি চাননি কখনো,
পশ্চাদে মোদের ভালোবাসা চেয়েছেন অসম।
মা যে আজও কাঁদেন বসে,দোটানায় পড়েছে মায়ের মন,
সন্তান হয়ে আমরা মায়ের,সন্তান মারছি অজস্র জন।।-
🌺
নিজের কন্যা রূপে শ্যামবর্না
এবার ঘরে এলে ,
টিটকারি নয়, বরন কোরো ,
প্রদীপশিখা জ্বেলে ।।-
রাজকুমারী শ্যামা
আর বিদেশি বণিক ব্রজসেন
আজ বরং তাদের বিচিত্র প্রেমকাহিনী শোনাই
শোনাই কেমন করে ইন্দ্রমণির হার বাঁধল তাদের এক করে
তবে তার আগে যার কথা না বললেই নয়
সে হলো উত্তীয়
শ্যামার ধ্যানে মগ্ন-তাপস ।
যাকে ভালোবাসার চরম দাম দিতে হয়েছিল ।
ব্রজসেন তখন রাজার কারাগারে বন্দি
মিথ্যে চুরির দায়ে ।
শ্যামাকে কষ্ট পেতে দেখে এগিয়ে এসেছিল উত্তীয়
দোষ নিজের উপর নিয়ে....
প্রাণ দিলো ।
হ্যাঁ, প্রাণ দিলো সে রাজপ্রহরীর হাতে ।....
নাঃ, শ্যামা আর ব্রজসেনের কথা বলি,
অমন কত উত্তীয় কত প্রাণ দিচ্ছে রোজ,
ওসব হিসাব রেখে কি হবে,
এবার তবে আসল গল্পে ফেরা যাক ।।
-
তোর মহিমা তো মা ত্রিবিধ লোকে
কম বেশি কিছু জানে,
কিন্তু আমি যে মা তোর মাঝে
অন্য রূপ খুঁজি মনে মনে।-
দীপাবলির আলোকে আজ
উদ্ভাসিত হয়ে উঠবে চারদিক ,
জ্বলে উঠবে হাজারো সহস্র দ্বীপ ।
আলোকের এই ঝর্ণাধারায়
দূর হয়ে যাবে সকল অন্ধকার ,
এই মাহেন্দ্রক্ষণে আবির্ভাব ঘটবে
মঙ্গলময়ী শ্যামা মা'র ।
দীপাবলির এই আলোর উৎসবে
মেতে উঠবো সবাই,
প্রার্থনা শুধু সকলেই যেন
মঙ্গল আলোয় আলোকিত হই
✒✒--অনিকেত কর ⚜⚜
🪔🪔🪔🪔🪔🪔-
মা তো আমার আসছে আবার ওই শ্যামা মায়ের রূপে,
আনন্দ আর উল্লাসে উঠবে আবার প্রাণের শহর মেতে-
আমি ভালো হতে চাইনা রে মা
একটু ভালো রাখিস,
তোর ইচ্ছে শক্তির দাম তো অনেক
পারলে ভালো রাখিস।-