অনিকেত কর   (📖✏অনিকেত কর)
63 Followers · 58 Following

"বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক,,,,"
Joined 6 October 2020


"বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক,,,,"
Joined 6 October 2020
14 OCT 2021 AT 21:49

~~•• নবমী নিশি ••~~
✒ ⚜ অনিকেত কর ⚜
এল যে নবমী নিশি,
কাল বিদায় নেবেন পার্বতী।
ষষ্ঠী থেকে নবমী আছে বেশ
পুজোর রেস,
কাল দশমীর হাতটি ধরে
পুজো হবেশেষ।
আবার আসবে মা তুমি একটি
বছর পরে,
আবার দিন গুনা হবে শুরু একটু একটু করে।
একটি বছরের প্রতিক্ষা মা গো শুধু
পাঁচটি দিনের ,
মা গো বুঝিনে তোমার এত তারা কীসের।
নবমী মানেই যে মা গো বিদায়ের সুর
মন কাঁদে,
আরোও তো কটি দিন মা থেকে যেতে পারতে ।
এই রজনী ভোর হলে তুমি পাড়ি দেবে মা কৈলাসে,
আবার একঘেয়ে জীবনে ফিরবে সবাই
কালকের পরে।

-


26 APR 2021 AT 15:20

☆ বৈশাখের দহন জ্বালা ☆
----✏অনিকেত কর
বৈশাখের এ দাবদাহ নিঃস্ব হোক,
ছত্র হাতে পথিক হাটে প্রখর এ রোদে ।
মানে না কো ছত্রের ছায়া এ দাবদাহে,
কপাল হতে স্বেদ মাটিতে লুটিয়ে পড়ে ।।
ফুরিয়ে যাক এই দহন জ্বালা,
আকাশ ফেটে নামুক বারিধারা।
এ দেহ পাক শীতলতার ছোঁয়া ,
মাটির বুকে ভরে দিয়ে বৃষ্টির অমৃত সুধা
মিটিয়ে দিক ধরার তৃষ্ণা ।।


-


19 DEC 2021 AT 21:57

একটা সময় মনে হয়েছিল স্কুল ব্যাগটি
সত্যি খুব ভারী । কিন্তু এখন
মনে হচ্ছে স্কুল ব্যাগটা তখন ভারী
ছিল ঠিকই কিন্তু জীবনটা
তো অনেক হালকা ছিল।
এখন হয় তো বা কলেজ ব্যাগ
খানা অনেক হালকা-পাতলা
বা না হলেও চলে, কিন্তু জীবনটা যে এখন
বড্ড ভারী হয়ে গেছে।

~~~~~🖌 অনিকেত কর

-


1 NOV 2021 AT 20:49

আদি থেকে অন্ত সবকিছুই যে ভ্রান্ত,
মিথ্যা অভিনয়ে দিন শেষে সবাই ক্লান্ত।

-


19 OCT 2021 AT 20:48

আজ যে কোজাগরী
পূর্ণিমা,
চাঁদের আলোয় আলোকিত ধরা।
রমণীগণ পায়ে লাগিয়ে
আলতা,
আঙিনায় দিয়েছে ধানের ছড়া আলপনা ।
মা লক্ষ্মী আসছেন আজ মর্ত্যের
ঘরে ঘরে,
অন্ধকার টা কে আলো করে।
গুছিয়ে দিও মা দুঃখ দুর্দশা যত
আছে,
বিনাশ করে দিও মা সমস্ত অশুভ শক্তি কে।
অলক্ষ্মী কে বিতাড়িত করে,
মা লক্ষ্মী আসুক প্রতিটি ঘরে ঘরে ।
--⚜⚜⚜✏অনিকেত কর

-


23 SEP 2021 AT 20:39

আগে যাদের সাথে রোজ একবার হলেও কথা না হলে ভালো লাগতো না,
এখন দিন যায় মাস পেরিয়ে যায় তবুও কথা হয় না, কারোর বা কাজের ব্যস্ততা তো কারোর বা ইচ্ছে থাকলেও ভেবে পায় না করব না করবনা।
আগে যাদের সাথে দেখা হলে কথা বলে শেষ হতো না মনে হতো
আরও কথা বলি,
এখন পাশদিয়ে হেটে গেলে অপরিচিতের মতো দু-এক কথা বলে হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা হয়।
সত্যি সময় আর পরিস্থিতি যে
কতটা পরিবর্তন হয়ে যায় চোখের পলকে সেটা ভাবনারও অতীত।
সময় অনেক কিছু যেমন দিয়ে যায় তেমনি অনেক কিছু আমাদের কাছ থেকে কেড়েও নেয়,,,,,,,,,,, 🙂🙂🙂

-


14 JUL 2021 AT 7:10

মাটিতে একটি বীজ বপন করার সাথে সাথে'ই
যেমন সে বিশাল মহিরুহে পরিণত হয়ে যায়
না ,তার মধ্যে ফুল ফল এসে যায় না তার জন্য
তাকে আগে অঙ্কুরিত হতে হবে ।
ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে
পরিচর্যা করতে হবে তবে'ই না সে
আগামীর ভাবী বট বৃক্ষ হবে ,,,,,,,,,,,,,,,,,,
আমাদের দেখা স্বপ্ন গুলো ও ঠিক সেই রকম । আজকের
দেখা স্বপ্ন টা যে আজ'ই পূর্ণতা
পাবে তা কিন্তু নয়। আগে স্বপ্নের বীজ টা রোপণ করতে হবে,
তার পর আত্মবিশ্বাস আর ভালোবাসা দিয়ে
তাকে পরিচর্যা করতে হবে তবে'ই না আজকের
স্বপ্ন কালকে বাস্তব হয়ে ধরা দেবে ,,,,,,,,,,,,

-


11 JUL 2021 AT 19:52

এই জগতে ভালোবাসা'ই একমাত্র বন্ধন ,
যার শেষে থাকে শুধুই মায়ার ক্রন্দন ।

-


29 JUN 2021 AT 8:27


ভালোবাসা গুলো পূর্ণতা পাক ।
একে অপরের সাথে থেকে ,
এ জীবনটা কেটে যাক ।।

-


28 JUN 2021 AT 21:24

সময় আর চিও ,
বদলাতে লাগে না এক মুহূর্ত।

-


Fetching অনিকেত কর Quotes