QUOTES ON #শাশুড়ি

#শাশুড়ি quotes

Trending | Latest
10 MAY 2020 AT 9:38

ডিয়ার হবু শাশুড়ি মা দের উদ্দেশ্যে

হবু শাশুড়ি মা,তুমিও তো এক সময় মেয়ে ছিলে,একটা মেয়েকে কত কিছুর মধ্যে দিয়ে বড়ো হতে হয় তা তো তুমি জানোই।
তাই,কিছু ভুল করলে নাহয় শাসন করে শিখিয়ে দিও,তবু খোঁটা দিয়ে বলো না যে বাপের বাড়িতে কিছু শেখায় নি।
নিজের মেয়ের মত শাসন,আদর,ভালোবাসা দিয়ে আগলে রাখবে আমায়।তোমার পাশে সব সময় থাকবো আমি।
শাশুড়ি মা সাজার আগে একটু মনে করো তুমিও মেয়ে,তুমিও তো মা
তোমার সন্তানের কষ্ট তোমারও তো কষ্ট হয়

-



প্রিয় কাকিমা আর জ্যাঠিমারা -
পরের মেয়ে বিয়ে করে আসলে বাড়ির ঝি,
আর নিজের মেয়ে ঘরের রানী
এই চিন্তাটা বদলান-
পরের মেয়েটাকে নিজের মেয়ে করেনিননা
তখন দেখবেন আপনার নিজের মেয়েটাকেও
কেউ আপন করে নিয়েছে-

মানুষিকতা বদলান সম্পর্কটা না।

-


3 APR 2021 AT 15:15

যেমন শাশুড়ি তেমন বউ
কী এবার কইবে কও!

-


19 JUN 2018 AT 21:42

জামাই রাজা

মণ্ডা মিঠাই চাই না মাগো
শুনছো কি মন দিয়ে ,
বুক ভরা ভালোবাসাটুকু
জানিও দুহাত বাড়িয়ে ।

নাই বা হলাম তোমার পেটে
কিন্তু কোল তো পেতে পারি ,
খিলখিলিয়ে ফোটাবো হাসি
যতই করে রাখো মুখ ভার' ই ।

দুহাত ভরে নাই বা নিলাম
ইলিশ আর রসগোল্লার হাঁড়ি ,
তুমি কি আর পর মাগো -
যতই হোক শ্বশুরবাড়ি ।

মেয়ে তো তোমার অম্ল মধুর
মায়ের গুণ তো পায়নি -
না না মাগো নিন্দে করছি না ,
যা পেয়েছি , তার বেশি তো আর চাইনি !

বলবো তবু ,দৌড়ে এসো পাখা হাতে করে -
জামাই কি আর হয় গো নিজের তনয় ?
দেখি তো পাখাটা , একটু বাতাস করি তোমায় ,
গরম পড়েছে বলে করছি,ভেবোনা এটা আমার বিনয়!

চিংড়ি মাছের মালাইকারি , পাবদা মাছের ঝাল,
নাই বা খেলাম লুচি,সুজি,গরম ছোলার ডাল,
এক কোলে দাও মেয়েকে আদর,অন্যটা যে শূন্য -
রাখবো নাকি মাথাটা আজ , হয়ে যাবে পূর্ণ ।

আবার বলি, নই কো তোমার,পরের ছেলে আমি,
পড়ো যদি বিপত্তিতে তখন না হয় ডাকলে ,
সুখের সময় মেয়েকে ডেকো, আমি নাকি কাঁদাই শুধু?
দেখো যদি হাসি ফোটে তার মুখে, তোমার সাথে থাকলে ।

সব কথারই শেষ কথা হয়, এটারও আজ বলি -
পারবে না মোরে করতে আপন,কর যে কৌশলই,
দূরে দূরে থাকবো আমি , যাবে সময় বয়ে,
তোমার যষ্টি ও তোমার কন্যার রক্ষাকবচ হয়ে ।

-


10 OCT 2020 AT 15:31

সিঁদুরটা পড়ার পর
থেকে দেখছি
বাপ কাকার বয়সী লোকে রাও😳
বৌদি বলে ডাকছে যে...🙄😱😠
স্পেশালি শ্বশুরবাড়ি
চত্বরে...। -অরুণ

-