-
পুরোনো শ্যাওলার স্তূপ । পা পিছলোতে গিয়ে মনে পড়ে,এ তো দীর্ঘদিনের অভ্যাস ।
আমাদের নিঃশ্বাসের ওপর হেসে ওঠে চুন-খসা দেওয়াল ।
কিশোরীর শীতল হাতে বিঁধিয়ে দেওয়া প্রতিশ্রুতি,
সকালে উঠোন ঝাঁট দেওয়ার সাথেই দূর হয়ে যায় ।
ভাতের গন্ধে অভিশাপ লেগে থাকে ।
দুয়োরে কিছু শুকনো আশ্বাস, চালের রঙে মিশ খায় না ।
কয়েকটা মড়া চিৎ হয়ে থাকে । ওদের গা থেকে লোভের গন্ধ ছিটে আসছে ।
মুক্তির লোভ ; সামলাতে না পেরে খাটিয়ায় পা তুলে দেয় ।
চড়া দামে শান্তি কেনাবেচা করে ডোমের দল ।
চারিদিকে ছড়িয়ে থাকে ধূপকাঠি,এক আধলা খই, ছেড়া সুতোয় কয়েকটা রজনীগন্ধা ; তুলে নিয়ে যায় হাড় লিকলিকে ছেলের দল ।
আজ তিনদিন পর ওদের বাড়িতে ভাত রান্না হবে ।
- শাশ্বতী 🍂
-
पता नहीं
हम कौन से भगवान पर विश्वास करते हैं,
लोभ में आकर,
हम मंदिर भी बदल डालते हैं!
জানিনা
কোন ভগবান কে বিশ্বাস করি,
লোভে পরে আমি,
মন্দির ও বদলে ফেলি!-
সপোনবোৰ যদি বাস্তৱত পৰিণত নহয় তেন্তে হতাশা বাঢ়ে। আনহাতে...
সপোনবোৰ সহজে বাস্তৱত পৰিণত হ'লেও আশাৰ অন্ত নপৰে ক্ৰমাৎ বাঢ়িহে যায়..।-
ইচ্ছা বোৰ যদি পূৰ নহয় তেনে ক্ষোভ বাহে,
আনহাতে ....
ইচ্ছাবোৰ সহজে পূৰ হ'লেও লোভ বাহে ।-
১০০ মিটারের বাইরে থেকে,
কেউ যদি আপনার কোনো জিনিসে লোভ দেয় তাহলে তা কার্যকর হবে না।-
জানালার ধারে বসে আছি,,,
মাছরাঙা🦜 টাকে বেশ কয়েকদিন পুকুরের উপর কেবিল লাইনের তারে বসে থাকতে দেখা যায়নি। প্রকৃতি শান্ত স্নিগ্ধ ভাবে বয়ে চলেছে ,মানব প্রাণীর কোনো ঝঞ্ঝাট নেই। চারিদিকে লক ডাউন চলছে। হঠাৎ আবারও মাছ রঙাটাকে দেখলাম,মাছ ধরার পানে চাহিয়া আছে । তারপর নিজের লোভ লালসাকে সামলাতে না পেরে জলে ঝাঁপ দিয়ে মাছ শিকার করে উড়ে🕊️ গেলো। সেই মাছরাঙা কে দেখে আমার মনে হলো,,,
ঠিক তেমনই সমাজের উচ্চ শ্রেণীর ক্ষমতাশীল মানুষজন ,সমাজের অসহয় নিম্নশ্রেণীর মানুষজনদের উপর সুযোগ বুঝে তাদের ক্ষমতা প্রয়োগ করে, তাদেরকে শোষণ করে বেশ রাজভোগ বিলাসী পূর্ণ জীবন যাপন করছে।-
যারা সত্যি ভালোবাসে, তারা কখনো ভালোবাসার দাবি করে না।
যে ভালোবাসায় দাবি দাওয়া বেশি থাকে তা ভালেবাসা না চাওয়া বা লালসা।
ভালোবাসার মুল চাওয়া হলো ,ভালো থাকুক ভালেবাসা।
(মিলিয়ে দেখে নিবেন জীবনের সঙে)
-
বিছৰা মতে সকলো নাই পোৱা বাবে আশা বাঢ়ে
আনহাতে .....
বিছৰা মতে সকলো পালে গৰ্ব বাঢ়ে-