বয়স যখন আঠাঁরো ছুঁই ছুঁই!
বয়স যখন আঠাঁরো ছুঁই ছুঁই,
আমি যেনো আমাতে আর নাই।
সারাক্ষণ উদাস মনে আকাশ পানে চাই।
কি যা নি কী হলো মনের অজানায়।
বয়স যখন আঠাঁরো ছুঁই ছুঁই।
এ বিষন্যতা কাকে বলো ক'ই।
চারদিকে উরে উরে ঘুরে বেড়াতে মন চায়।
কোন বাঁধার সীমা মানিতে নাহি চায়।
বয়স যখন আঠাঁরো ছুঁই ছুঁই।
আমি যেনো আমাতে আর নেই।
একাকী একলা খেয়ালে ভাবি,
একটা মনের মানুষ চাই।-
হাতে আমার আজ কবরের মাটি,
এই কবরেই একদিন হবে জীবনের ইতি।
এ মাটি, আমার বাবা দাদাকে খেয়েছে,
আজকে সে আমাকে খাওয়ার অপেক্ষায় আছে।
-
সময় বলে দিবে!
কে আপন কে পর।
সম্পর্কে ব্যার্থতার কারণে,
ফাটল ধরে না।
সম্পর্কে ফাটল ধরে।
মিথ্যা অভিমান আর অভিযোগের কারণে।
কে বলেছে দূরে থাকলেও ভালোবাসা যায়না।
আসলে তারা ভালোবাসা কি সেটাই জানেনা।
আরে কিছু মানুষ তো সারাজীবন একসাথে থেকেও
ভালোবাসতে পারেনা।
-
আকাশের তাঁরাদের সবাই দেখে,
জমিনের মানুষকে ক'জন দেখতে পায়?
বাস্তবতা এটাই!
এই তাঁরা যখন আকাশ থেকে খসে পরে-
তখন জমিনে তার অস্তিত্বও খুঁজে পাওয়া যায়না।
তেমনি আমরা শুধু কল্পনার জীবন সাজাতে ছুটে চলি।
বাস্তবতাকে আমরা চার দেওয়ারে বন্ধি করার বৃথা চেষ্টা করে যাই।।
-
কিছু মানুষ ভাবে মুখ লুকিয়ে,
দুঃখ গুলোকেও লুকিয়ে নিতে পারবে।
আসলে সে তার দুঃখকে লুকায় না।
নিজেকে নিজের থেকে লুকোনোর বৃথা চেষ্টা করে।
-
কিছু কিছু মেয়েরা শুধু,
চোখ খোলা রেখে!
ফেইসবুকে ছবি দেয়।
কিন্তু তারা নিজেরা-ও জানেনা।
ছেলেদের বেশি আকর্ষণ করে।
মেয়েদের চোখ দু'টি।
যদি তারা জানতো!-