MD SAwon Islam   (শাওন ইসলাম)
169 Followers · 276 Following

read more
Joined 13 January 2020


read more
Joined 13 January 2020
21 AUG 2022 AT 8:06

বয়স যখন আঠাঁরো ছুঁই ছুঁই!

বয়স যখন আঠাঁরো ছুঁই ছুঁই,
আমি যেনো আমাতে আর নাই।
সারাক্ষণ উদাস মনে আকাশ পানে চাই।
কি যা নি কী হলো মনের অজানায়।

বয়স যখন আঠাঁরো ছুঁই ছুঁই।
এ বিষন্যতা কাকে বলো ক'ই।
চারদিকে উরে উরে ঘুরে বেড়াতে মন চায়।
কোন বাঁধার সীমা মানিতে নাহি চায়।

বয়স যখন আঠাঁরো ছুঁই ছুঁই।
আমি যেনো আমাতে আর নেই।
একাকী একলা খেয়ালে ভাবি,
একটা মনের মানুষ চাই।

-


21 AUG 2022 AT 7:48

Paid Content

-


29 JAN 2022 AT 21:20

Paid Content

-


28 NOV 2021 AT 21:14

কতোনা মায়া স্মৃতিতে গড়া,
আমাদের এই জীবন ধারা।

-


12 APR 2021 AT 8:24

হাতে আমার আজ কবরের মাটি,
এই কবরেই একদিন হবে জীবনের ইতি।
এ মাটি, আমার বাবা দাদাকে খেয়েছে,
আজকে সে আমাকে খাওয়ার অপেক্ষায় আছে।

-


24 MAR 2021 AT 20:18

পূর্নতা

-


16 JAN 2021 AT 21:26

সময় বলে দিবে!
কে আপন কে পর।

সম্পর্কে ব্যার্থতার কারণে,
ফাটল ধরে না।
সম্পর্কে ফাটল ধরে।
মিথ্যা অভিমান আর অভিযোগের কারণে।

কে বলেছে দূরে থাকলেও ভালোবাসা যায়না।
আসলে তারা ভালোবাসা কি সেটাই জানেনা।
আরে কিছু মানুষ তো সারাজীবন একসাথে থেকেও
ভালোবাসতে পারেনা।

-


14 JAN 2021 AT 10:02

আকাশের তাঁরাদের সবাই দেখে,
জমিনের মানুষকে ক'জন দেখতে পায়?
বাস্তবতা এটাই!
এই তাঁরা যখন আকাশ থেকে খসে পরে-
তখন জমিনে তার অস্তিত্বও খুঁজে পাওয়া যায়না।
তেমনি আমরা শুধু কল্পনার জীবন সাজাতে ছুটে চলি।
বাস্তবতাকে আমরা চার দেওয়ারে বন্ধি করার বৃথা চেষ্টা করে যাই।।

-


6 JAN 2021 AT 6:12

কিছু মানুষ ভাবে মুখ লুকিয়ে,
দুঃখ গুলোকেও লুকিয়ে নিতে পারবে।
আসলে সে তার দুঃখকে লুকায় না।
নিজেকে নিজের থেকে লুকোনোর বৃথা চেষ্টা করে।

-


4 JAN 2021 AT 21:19

কিছু কিছু মেয়েরা শুধু,
চোখ খোলা রেখে!
ফেইসবুকে ছবি দেয়।

কিন্তু তারা নিজেরা-ও জানেনা।
ছেলেদের বেশি আকর্ষণ করে।
মেয়েদের চোখ দু'টি।

যদি তারা জানতো!

-


Fetching MD SAwon Islam Quotes