QUOTES ON #মেয়েদের

#মেয়েদের quotes

Trending | Latest
10 MAR 2020 AT 20:58

কিছু গল্প অদূরেই রইলো পড়ে নয়ন মাঝে -
কিছু চোরাস্রোত পেরিয়েও জীবন বাঁচতে জানে...
অতীত বুকে মেখে কতো ঝরাবি নয়ন -
কিছু স্মৃতি থাক মননে, আগামীতে সাজুক মন....

-


25 JAN 2018 AT 9:27

বয়স তখন ২৩....
Graduation টা complete...মনে অনেক স্বপ্ন প্রথমে masters...তারপর PhD,চাকরী....
বাড়ির চাপ মেয়েদের এত পড়াশোনার কী দরকার বিয়ে করে সংসার সামলাও...☺️
মা বাবার চাইতে বেশি কাকীমা জেঠিমা দের আনাগোনা আমার বাড়িতে.... কেউ কেউ আবার পাত্র পক্ষের সাথে কথা বলে ছবি নিয়ে আসছে...রাতে মায়ের প্রশ্ন সে software engineer,কেউ আবার Govt.চাকরী করে,ভালো বেতন আমার কাকে পছন্দ আরো কত কী!!!!
কিন্তু আমি সবটাতেই "না"...বাড়িতে সবার সঙ্গে ঝামেলা লেগেই থাকত...একদিন প্রচণ্ড চাপে হ‍্যাঁ বলে দিয়েছিলাম...
মা বাবা খুব খুশি... ছেলের বাড়ীর সাথে যোগাযোগ করল...তারাও এল বিয়ে ঠিক হল তেমনি করেই বিয়ের দিনে বিয়ে হল...
সংসারে গেলাম সারাদিন কাজ রাতে স্বামীর সেবা যত্ন....এর মাঝে স্বপ্নগুলো কোথায় হারিয়ে গেল...ভুলে গেছিলাম আমিই সেই রুমকি যে কিনা masters করতে চেয়েছিল...চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে...বিয়ের সময় কেউ তাকে এইটাও জিজ্ঞাসা করেনি ছেলেটা পছন্দ কীনা....
দিনের পর দিন সে কষ্ট পাচ্ছে বিয়ের বন্ধন থেকে মুক্ত হতে চাইছে কিন্তু পারছেনা...তার হাসি খুশী মুখটা আজ বিষন্নতায় ডুবে আছে...
এটাই কী মেয়েদের জীবন হওয়া উচিৎ..!!যতদিন একটা মেয়ে mentally prepared না তাকে কেন বিয়ের বন্ধনে জড়ানো হয়??
মেয়েটির পছন্দসই ছেলের সাথে সে কেন বিয়ে করতে পারেনা??
Familyর decision ই শেষ কেন একটা মেয়ের ক্ষেত্রে?
নিজের মত করে মেয়েরা বাঁচতে পারেনা কেন😐!

-



মনের কি দোষ বলো,এতো কাড়াকাড়ির খেলা,,
বৈশাখের ঝড়ের মাঝেও,কমেনি ভিড়ের ঠেলা,,
শ্রাবণের ধারা জারি করেও,ধুয়ে যায়নি রঙ,,
বিবর্ণ শীতেও দুই নয়ন,আজও তোর জন্যই সেজেছে সং,,

-


17 APR 2018 AT 1:04

এ কেমন জীবন..!! যে জীবনে নিজের ইচ্ছে মতন মনখুলে ওড়ার কোনো সাধীনতা নাই, তবে কি সব নিয়মের বাঁধন শুধু মেয়েদের জন্য?

-


15 MAY 2021 AT 2:25

Paid Content

-



ওগো নারী,,তোমার জন্মের দায় তোমারই,,
যেইমাত্র তোমার জন্ম হল এ বিশ্ব সংসারে
তোমার মা বাবা কে সকলের সান্তনা "আহারে",,
যাহোক করে যখন তুমি একটু একটু করে বড় হও,, পরিবারের সবার উপদেশ,,"যাও একটু একটু করে,,বাড়ির কাজ শিখে নাও",
একইসাথে তোমার ভাইও যায় স্কুলে,,কতই তো অন্যায় করে সে নিজের ভুলে,,তবুও ভাইটা তোমার কেন পড়তে বসেনা,,
তার বোকা তোমার প্রাপ্য,, অথচ স্কুলে যে তুমি ফার্স্ট হয়েছ,,তা গণ্য,,
বয়স পেড়িয়ে যেই কুড়ি,,ওমনি নাকি তুমি বুড়ি,
তোমার সমস্ত সৌন্দর্য একটি পুরুষকে উজাড় করে দেবার জন্য,,
তাতেই তোমার এই নারী জন্ম ধন্য,,
কেন এত পয়সা খরচা,, কেন এত প্রস্তুতি,,
বিয়ের বাজের চড়া দামে তোমার নিলামই যে তোমার নিয়তি,,
কেন এত লেখাপড়ার দরকার,,
যখন বিয়েই তার জীবনের শেষ আধার,,
কেন তাকে স্বপ্ন দেখাও না,,তোমার আকাশ অনেক বড়,,তোমাকে এগিয়ে যেতে হবে,,
এই দেশ উন্নত হবেই তবে,,
আমি জানি আমি নারী,,আমাতেই সৃষ্টি,
আমাতেই ধ্বংস,,
আমাতেই মৃত্যু, আমাতেই প্রাণ,, তবুও কেন বার বার প্রমান করতে হয়,,আমার স্থান।।

-


27 JAN 2022 AT 16:55

#byapok_বিকেল

বুঝিনা মেয়েদের বোঝানো কঠিন।
বুঝিনা মেয়েদের বোঝা কঠিন।।

-