এনাক্ষী Bhattacharjee   (বকুল)
50 Followers · 29 Following

read more
Joined 1 February 2019


read more
Joined 1 February 2019

আজ সকালটা বেশ অন্যরকম,,
কোনো কর্মব্যস্ততা নেই,,
কোনো তারাহুড়ো নেই,,
পুরোনো অবসরে ভরা সময়,,

-



সুখের ঠিকানা সবার কাছে,,সমান হয়না,,
কারুর কাছে অনেক টাকা থাকা মানেই সুখ,
কারুর কাছে অনেক গয়না,,কেউ আবার ভালোবাসার কাঙাল,,কেউ আবার যৌনতা কামী,,
কেউ চায় বিদেশ যেতে,কেউ চায় প্রচুর খাবার খেতে,,
সুখের ঠিকানা এক এক মনে এক এক রকম ভাবে দাগ কাটে,,
কিন্ত বেশির ভাগ সময়ই তা আমরা করে থাকি,, অন্য কে হিংসা অনুভব করানোর জন্য,,
কেউ কি মনের কথা শুনি,,
শুনলে আমাদের এই পৃথিবী পাল্টে যেতো

-



ভাগ্যের কি নিদারুন পরিহাস হায়,,,
মৃত্যু যখন মানুষে চায়,,
তখন মৃত্যু ধরা না দেয়,,
মানুষ যখন মৃত্যু থেকে পালায়,,
চরম পরিণতি তখন সামনে এসে দাঁড়ায়,,
ভাগ্যের কি পরিহাস হায়।।।

-



শুয়োপোকা গায়ে কাঁটা ছড়াবে,,
প্রজাপতি বিয়ের সানাই বাজাবে।
একই অঙ্গে দুই রূপই প্রকাশ পায়
যখন সময় এসে পাশে দাঁড়ায়।

-



রূপে শুধু আঁখি ভোলে,,
গুনতে হৃদয় গলে।।

-



Smartness-র পরিচয় পোশাকে হয় না,, smartness-র পরিচয় আচরণে হয়,, পরিস্থিতিকে সামাল দেওয়ার মধ্যে দিয়ে তার পরিচয় পাওয়া যায়।

-



তুমি বিষ পান করা শিখিয়ে দিয়েছো,,
তাই বিষাক্ততে ভয় নেই,,
তুমি আগুনের পথে চলা শিখিয়েছো,
তাই পুড়ে যাবার ভয় নেই,,
ভয় হয়,,এই শিক্ষা ভুলে যাবার,,
তুমি এই শিক্ষা দিয়ো বার বার

-



সমস্যা টা হলো,, আমি আহা! উহু! করে sympathy বা attention seek করতে পারি না,, তাই আমার ব্যথা টা কারুর চোখে পরে না

-



আমি আমার মতো,, অন্যকে নকল করাটা আমার পোশায় না।
সবাই আমাকে নকল করে,,আমি না।

-



বদলে গেছে,,পুরোনো সভাবগুলো,,
বদলে গেছে,,পুরোনো অভাবগুলো,,
নতুন হওয়া,, বয়ে চলেছে দিনভর,,
নক্ষত্র পতনের পথে চলেছি আরো একবার,,
আরো একবার আগন্তুকের অপেক্ষা,
আরো একবার অপেক্ষা,, চরম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে হিয়া,,,
তবে কি কফিনের শেষ পেরেক টা লাগতে চলেছে,,যুগের পরে।।

-


Fetching এনাক্ষী Bhattacharjee Quotes