Purba Kundu   (Idealistic girl)
454 Followers · 411 Following

Like to write anything which comes in my mind....Whatever!
#B.tech student
Joined 21 April 2017


Like to write anything which comes in my mind....Whatever!
#B.tech student
Joined 21 April 2017
15 APR 2022 AT 7:23

নববর্ষের নতুন আলোয় উজ্জ্বল হোক জীবন ,
সুখ শান্তি বজায় থাকুক সুন্দর হোক মন ।।
গত বছরের দু:খ গুলো কালো মেঘে ঢাকুক ,
হাসি খুশি মিশে থাকুক ভালোবাসাটা বাড়ুক।।

পূর্বা কুন্ডু

-


12 MAY 2020 AT 0:38



অবাধ স্বপ্নের আনাগোনায়,জেগে রইলাম একা
মাঝ রাতে সেই নির্জনতায় খুঁজতে চাইছি তোমায়...

অবুঝ যখন মনের ভাব নিরব তখন ভাষা
নির্বাক মন পেতে চাইছে শুধুই তোমার বার্তা...







-


19 JUL 2018 AT 12:59

নারী কথা

দেড়শো বছর আগেও আমি ত্রিশূল ধরেই ছিলাম...
আজও আমি প্রয়োজনে ত্রিশূল ধরতে রাজী....
তখন আমি দূর্গা রূপে অসুর বধেছিলাম.....
আজও আমি নারী রূপে শয়তানদের বিনাশী....

দূর্বলতার প্রতিক ভেবে অত‍্যাচারীত হই আমরা...
রাগলে পরে আমরাই আবার চন্ডী,কালী,দূর্গা....
সহ‍্য শক্তি বেশি বলেই আমরা "নারী"....
কখনো কখনো আমরাই আবার অত‍্যাচারীতদের উপর ভারী!!!!

-


4 JUL 2018 AT 0:33

নবউষার আলোর কিরণে উজ্জিবিত মন...
আঁধার ঘুচিয়ে আলোক পথের দিশারী হোক এ জীবন....

-


3 JUL 2018 AT 16:44

বৃষ্টি তুমি

ঘনকালো মেঘে ঢাকা আমার তোমার আকাশ...
বৃষ্টিটা আজ আসবে তার অপেক্ষায় দুজনেই আজ....

পাশের ঘরের জানালাটা আজ বড্ড বেশি নড়ছে...
হালকা বাতাস আমায় তোমায় দুলিয়ে দিয়ে যাচ্ছে....

"বৃষ্টি তুমি" প্রেমিক মনের নিরব খুশির বার্তা...
চন্ঞল মন নির্বাক প্রানে দমকা হাওয়ার ঝট্কা...

তোমায় নিয়ে ভরছি আমার প্রতিটি ডাইরির পাতা...
তোমার ছন্দ,তোমার প্রেমে শূণ্য হৃদয় ঠাঁসা...





-


3 JUL 2018 AT 0:45

তুমি নারী

একটু সুখেই আড়াল কর সমস্ত দুঃখকষ্ট তাড়াতাড়ি,
চোখের জল আর হাসির মিশ্রনে জীবন কাটাও কারন তুমি "নারী"....
এই সমাজ তোমায় দুর্বল ভেবে অত‍্যাচার করে দিনরাত,
সহ‍্য শক্তির গুনে তুমি লড়াই কর বেঁচে থাকার....
ঘৃন্য পৃথিবী তোমার চোখের জলের মূল্য দেয়না সহজে...
সত্যি বলতে তুমিই পারো সব যুদ্ধে জিততে....
নও তুমি সামান্য, নও তুমি ক্ষুদ্র,নও তুমি সর্বদা অন‍্যায়ের প্রশ্রয়দাতা....
রাগলে তুমি কালী,ভয়ঙ্করী ত্রিশূলধারী মাতা...
এ অন্ধকার সমাজের চিন্তাধারার পরিবর্তন হোক দ্রুত,
এই কাজে নারী পুরুষ সবার সহযোগিতা কাম‍্য....

-


28 JUN 2018 AT 14:08

অলস দুপর,আবছা আলো,অনুভূতি গুলির ডানা মেলা আত্মপ্রকাশ....
কালো মেঘ,রিক্ত সম্পর্ক, হারিয়ে ফেলা অস্তিত্বের খোঁজে একা আমি....

-


18 JUN 2018 AT 0:14

কী????অধিকারবোধ!!!!
-কার প্রতি????আমার!!!!

Please দয়া করে দূরে থেকো যতদিন পর্যন্ত না আমি তোমার অধিকারবোধকে সম্মান জানাতে না পারি.....
জানোই তো মাঝে মাঝে আমি শুনতে নয় নিজের point টা রাখতেই বেশী আগ্ৰহী!!!!
বুঝে চল আমিও পাশে থাকব নাইলে "The door is open".....☺️

-


13 JUN 2018 AT 19:38

লেখালেখি টা তেমন হচ্ছেনা,
ছন্দরাও আর মিলতে চাইছেনা...
ভাষারা যেন হারিয়ে গেছে,
ভাবনারা যখন নিস্তব্ধতায় পাড়ি দিয়েছে....
কলমটা আজ গুঁটি গুঁটি পায়ে এগিয়ে,
কাগজের উপর আঁকিবুকি কাটছে.... শব্দরা আজ ভাঙনের স্রোতে, কোথায় যেন বিলীন হয়ে গেছে.....

-


13 JUN 2018 AT 19:09


কখনো আমার বিনিদ্র রাতের খোরাক,
কখনো আমার অসফল প্রয়াস...
কখনো আবার চূর্ণবিচূর্ণ স্বপ্ন,
কখনো বেঁচে থাকার আশ্বাস......

-


Fetching Purba Kundu Quotes