ɎȺsħ ŦȺɏȺƀ   (𝓣𝓪𝔂𝓪𝓫)
45 Followers · 56 Following

read more
Joined 30 November 2020


read more
Joined 30 November 2020
3 JUL 2022 AT 22:02

তুমি তোমার তুমিতেই খুশী থেকো
আমি থাকি আমার আমি নিয়ে,
সময়ে বুঝে নিও কি ছিল তোমার-আমার মধ্যখানে।

-


23 MAY 2022 AT 8:54

If you respect, you are respected.

-


21 MAY 2022 AT 18:29

আমি আসছি
উনি যাচ্ছেন ।
আবার আমি যাবো
তো অন্যজন আসবে ।

এটাই পৃথিবীর রুল
কিন্তু তুমি মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছো,
এটাই তোমার ভুল।

ধুর ভাল্লাগে না কিছু
এতে আমার কি দোষ,
কারণ তুমি নিজেই নিজের প্যান্টে করছো হিসু।

-


19 MAY 2022 AT 22:25

ভেবেছিলাম ১,
কিন্তু ১ না ওটা ২ হবে ।

-


16 APR 2022 AT 15:16

অন্যের ইতিহাস পড়তে গেলে তুমি নিজেই ইতিহাস থেকে বঞ্চিত হবে, তাই ভূগোল - টাই দেখার চেষ্টা করো। মাঝে মধ্যে দু - একটা অঙ্ক করলেও করতে পারো, পাশে নিজের ভাষার শ্রী বৃদ্ধি সাধনের জন্য Language টা একটু পড়ো । আর যেহেতু Modern যুগ তাই বিজ্ঞানের ছোঁয়ায় জ্ঞানের পরিধি বরাবর ঘুরো।


Benefits: লাভ বলতে গেলে লোকে তোমাকে পাগল বলে আখ্যায়িত করে সমাজের বাকিদের থেকে আলাদা ভাবে স্থান দেবে আর S for Success পেলে দেখবে তোমায় শীর্ষে।

-


26 DEC 2021 AT 9:33

বুঝলে তুমি দোষী না বুঝলে আমি,
আর দুজনেই বুঝলে সমস্যার নিষ্পত্তি ঘটবে এটাও আমি জানি ।

-


23 DEC 2021 AT 21:30

হ্যাঁ, এটা ঠিক যে
আমার গায়ে নিকোটিনের গন্ধ,
কিন্তু তোমার গায়ে যে পরপুরুষের।

-


23 DEC 2021 AT 20:00

দেখে যেন মনে হয় সে ভাঁজা ডিমটাও উল্টে খেতে জানে না।
ও বাবা..... পরে দেখি সে এমন উল্টানো উল্টালো
শেষে ডিমের অস্থিতটাই পুরো বিলীন হয়ে গেলো।

-


23 DEC 2021 AT 17:44

আজ হয়তো আমি বুঝেছি, কাল তুমিও বুঝবে
হ্যাঁ, ঠিক সেদিনই আমায় খুঁজবে।

-


21 DEC 2021 AT 7:33

Your Action is my Reaction.

-


Fetching ɎȺsħ ŦȺɏȺƀ Quotes