- লতু ও লতু, কোথায় মরলি?
- এই তো মা আর এক দান খেলেই যাচ্ছি (লতিকা উঠোনে কিতকিত খেলছে)।
- থাক,আসতে হবে না। এখানে দুটো তাল রেখেছিলাম কোথায় গেল সেগুলো? ওদের হাত পা গজালো নাকি?
- দাদা ওদুটো নিয়ে গেছে। বোধহয় ঝাপানের মেলায়।
- ভালো হয়েছে, আমারই ঝামেলা কমেছে। ভেবেছিলাম ছেলেটা তালের বড়া খেতে ভালোবাসে..
(রাত্তিরবেলায় লিলটু মেলা থেকে ফিরলো তার হাতে একটা রুটি সেঁকার জাল)
কিরে এখন তোর ফেরার সময় হল? আমার খিদে পায় না বুঝি?
- মা, এই নাও এটা তোমার জন্য।তাল দুটো বিক্রি করে ত্রিশ টাকা পেলাম আর আমার কাছে কিছু ছিল। তুমি নেকড়া দিয়ে রুটি সেঁকো আমার খুব কষ্ট হয়।-
প্রচণ্ড ভিড় মেলায়..
মিল অমিল আরও বেশি।
সবাই ব্যস্ত হয়ে চলছে আর চলছে..
থামছে না কেউ।
চলছে নীরব সার্কাস-ও..
কত রকমারি করতব হচ্ছে দেখানো,
হিংস্রদের খাঁচায় পুরে দেওয়া হচ্ছে খোঁচা।
করতালি দিচ্ছে জনতা।
বাড়ি ফিরছে সবাই..
এবার নিজেকে পুড়ছে খাঁচায়..
তারপর.. অদৃশ্য এক চাবুক বুকে পিঠে..
আবার এক সার্কাস শুরু হচ্ছে মেলায় ।।
সায়ন।।-
মানুহৰ মেলাত
আজি মানুহ বিচাৰিছোঁ
কিছুমান, যন্ত্ৰৰ সহায়ত চালিত নহয়,
নহয় কোনো টকাৰ আমোলাত,
বিচাৰিছোঁ আজি
মনৰ মানুহ ,
মানুহৰ মেলাত ,,।
ভৌতিক চহৰৰ, চৌখিন দুকানবোৰত
বিভিন্ন ৰঙৰ, ৰঙীন ফুলেৰে
সুসজ্জিত চৰিত্ৰবোৰত ,
আজি মানুহ বিচাৰিছোঁ,,,।
কৃত্ৰিম মুখা পিন্ধা নহয়,
নহয় কোনো বিলাসী আমোলা,,,,
বিচাৰিছোঁ মাথোঁ মনে মিলা,
মনৰ মনুহ,,,,
মানুহৰ মেলাত,,,,।
::- অনুৰাগ-
মেঘের বুঝি করলো হঠাৎ মনখারাপ!
সুখটুকু ময়ূরপঙ্খী চেপে,
দিলো মরণকূপে ঝাঁপ..
দুঃখটুকু গোল গোল ঘুরলো নাগরদোলায়,
মনের ভাঙা মেলায়..
-
গোধূলি বেলায়"
মেঘের মেলায়।
জেগেছে মনে প্রেমের আশা"
চেয়ে দেখি আকাশ জুড়ে
আজ তোমারি চোখের ভাষা।-
ওই যে দূরে মাঠের ধারে বসেছে আজ মেলা,
সেই কথাটাই সকাল থেকে বলছে আমায় প্যালা।
ওর কথাতেই ঠিক করেছি যাব বিকালবেলা
তাই দুপুরবেলা পড়াশুনায় হচ্ছে বড়ই হেলা..
ঘড়ির দিকে তাকিয়ে আছি, সময় কাটে না যে
মা বলে কি,"অধৈর্য কি ভাল ছেলের সাজে??"
কিন্তু আমি পারছি না যে করতে অপেক্ষা
রোদজ্বলা এই দুপুরবেলা রাস্তা পুরোই ফাঁকা।
একটু পরে এ পথেতেই হবে ভিড়ের আনাগোনা
সেই সঙ্গে আমিও যাব, সঙ্গ দেবে কাকা
সুযোগ পেলে তুমিও এসো, মেলায় হবে দেখা।।
-
উন্মাদনা ভীড়ের খেলা ভালো লাগার সৃষ্টি
নগরদোলা শহর বেলা প্রিয় মেলার দৃষ্টি ...-
ভাতের থালা আগলে বসে আছি সারাবেলা
ফেলে দিয়ে হাতের কাজ মেলা মেলা-
তোমার সাথে আমার প্রথম দেখা মেলাই
চোখাচোখি নিঃশব্দে
অজানা এক ভালোলাগা বুকটাতে
মনের মধ্যে রঙীন স্বপ্ন
শরীরে তার আলগা ছাঁপ
ব্যস্ততারঈ মধ্যে তুমি টানলে কাছে
ভয় যে জাগে মনের মাঝে
আলতো এক চুম্বনে,মেলার মধ্যে ঘোর যে কাটে
দুই আত্মায় এক নিঃশ্বাসেপ্রশ্বাসে-
চাওয়া-পাওয়া;
সে তো এক অদ্ভুত রকমের খেলা,
নিরাশার মাঝে যেন আকাঙ্ক্ষা জাগানোর বসেছে মেলা,
চাইলেই যে সব কিছু পাবে; তা নয়কো ঠিক,
বেশি প্রত্যাশা রাখা টাও যে বেঠিক,
অপ্রত্যাশিত ভাবনা জ্বালাবে নতুন আলো,
সবদিক দিয়ে ভারসাম্য ব্যপার টা বজায় থাকলে ভালো।।-