কাউকে ভালোবাসলে সব কিছু উজার করে ভালোবেসো না বন্ধু..
তোমার প্রতি তার কৌতুহল কিছুই থাকবে না..
তোমার প্রতি কিছুটা কৌতুহল থাকা দরকার..
তুমি তাকে করতে চাইবে সর্বসময়ের প্রিয়জন..
সে তোমায় সস্তা ভেবে,করে তুলবে তার দরকারের প্রয়োজন।
নিজেকে ভালোবাসো বন্ধু
ভালো থাকবো..❤️-
কিছু না হয় অসম্পূর্ণ থাক....
পারলে তুমি বুঝে নিও
চোখের ইশারায়,
সে যে তোমাতেই মুগ্ধ..!-
ভালোবেসে আগলে রেখো, ওগো প্রিয় তুমি
সারাজীবন থাকবো তোমার কথা দিলাম আমি..
আমার হৃদয় হোক তোমার,
তোমার হৃদয় আমার..
সোহাগের স্পর্শে সে কেবলই তোমার ♥️-
বাংলা মোর মাতৃভাষা,
বাংলা আমার প্রাণ..
বাংলাতেই বলি কথা,
একুশে স্বর্ণাক্ষরে থাকুক তোমার নাম।
-
অপেক্ষারত প্রেয়সী,মূহ্যমান..
ক্ষত হৃদয়ে তুমি আমার প্রাণ...
-
পিঠেপুলির গন্ধ..
খেজুর রসের স্বাদ..
হাল্কা চাদরে,
তোমার আমার অনুভব..❤️❤️-
থার্মোমিটার শুধুই দেহের নয়, হৃদয়ের উষ্ণতারও মাপকাঠি...❤️❤️
-
হৃদয় চেয়েছে..
তোমার উষ্ণ পরশ পেতে..
যে পরশ,কামনা সিক্ত হাতের স্পর্শ নয়,
আদর জড়ানো ভালোবাসা..❤️-
কেবলই তোমার ছবি..
যে ছবি অকারণে কাঁদায়..
আবার মনের মাঝে সেই মানুষটিকে নিয়েই উৎফুল্ল জাগায়...
ভালো থেকো তুমি ভালোবাসার বুকেতেই..-