ঘরে ফিরে দেখি
ঘরে ফেরা বাকি,
নোনা জলে আঁখি
অবশেষে রাখি।।
-
*┋ম┋ন্দ┋হৃ┋দ┋য়┋*👇🏼👇🏼👇🏼
Project Head at #কলমপ্র... read more
শান্তিকামী যদি তুমি, তবে শর্ত রাখা কেনো?
জ্বলুক কঙ্কাল, পুড়তে দাও দেশ, হৃদয় জ্বলবেনা কখনও ।-
বুক ফাটেনা আর পৃথিবীর।
জ্বলেনা গভীরে তরল লাভা।
করেনা সাময়িক রোষে ক্রোধে
অসমায়িক অগ্ন্যুৎপাত।
ভুকম্পনে তরঙ্গ তোলে না দেহে,
গিরীর সিড়ি বেয়ে নামে না আর
খরস্রোতা জলপ্রপাত।
মাতঙ্গিনি সরীসৃপগুলিকে বাধা দেয়,
লুটোতে দেয় না সবটুকু
চাতকের মোহনায়।
অভাগী পৃথিবী আজ কৃপন হয়েছে,
রং মেখেছে সবুজ,
গড়াগরি খেয়েছে লালনের ঠিকানায়।
।। সায়ন্ত ।।-
ফেলে আসা ডাকনাম টি,
আজও কি সেই মাটির দাওয়ায়
লেখা আছে?
বাউল, সাধক , যাযাবর তোমাদের
আমি ঠিকানা দেবো,
দেখে আসবে ওই গাঁয়ের শেষে?
- সায়ন্ত বণিক-
পরের জন্মে ডাইরি হইয়ো, আমি হবো আবেগী কলম, মনে থাকবে?
- সায়ন🦋-
তুমি ঠিক কতটা দূরে.. বলতে পারবো না..
তবে তোমাকে রোজ দেখি ওই প্রান্তরে দাড়িয়ে।
আকাশ ধরতি ছুয়েছে যেখানে,
সেই দিগন্তে তুমিও দাড়িয়ে থাকো রোজ,
হাতছানি দাও আমায়..
আমি ছুটে যাই
অনেক টা পথ
ক্লান্ত হয়ে পড়ি।
দৃষ্টিতে দূরত্ব রোজ সমান
তবে দৌড়চ্ছি সেটা মিথ্যে নয়।।
।।সায়ন।।-