Nibedita Mukherjee   (হেমন্তিকা..)
104 Followers · 100 Following

আমি কবি শুধু ই নিজের কাছে
Joined 8 January 2018


আমি কবি শুধু ই নিজের কাছে
Joined 8 January 2018
28 MAR AT 12:52

প্রায়োজনীয় প্রশ্নে,
অবান্তর নীরবতায় ,
কথা বললেই অসন্তুষ্ট
দেখানো আদিখ্যেতায়।
বেঁকিয়ে সাজানো ,
ব্যস্ত দায়িত্ব ,
পরিচিত বাক্যে,
অজুহাত তৈরী তো !
নতুন রাস্তায়
সুগন্ধ ভাসে ,
নতুন শুরু
স্বার্থের সুখে।
অবেলায় হঠাৎ
পুরাতন ভুল,
বন্ধ জানালায়
স্তব্ধ দুপুর।

-


14 MAR AT 8:23

কেমন আছো লাল রং -
রূপবতী বাহারে !
কেমন আছো নীল রং -
দিগন্তের অনন্ত জলিলে,
হলদে পাখির গোলাপী পাখা-
সুখ সমুদ্র পার,
তোমায় নিয়ে বুনেছি,
রূপকথার পাহাড়।
গেরুয়া আবির ! আকাশি আবির !
ভালবাসার চয়নে,
রঙ ফাগুনে সাজবে সবাই,
তোমাদের আহ্বানে...।।

-


14 MAR AT 8:09

তোমায় দিলেম গোলাপী আবির -
লাল , নীল, সবুজ -
তুমি আমার মন ফাগুনের শিমুল তলার সুখ।
তোমায় দিলেম গেরুয়া আবির -
হলদে রঙের পাখি,
তুমি তাহলে পলাশ রাঙা
রাজপুত্তুর নাকী...!!
তোমার জন্য বাসন্তী রঙে অভিমানী প্রহর -
রঙ ছুঁয়েছে সকাল ,,
কিন্তু ঘরে রঙহীন মন................।।

-


14 MAR AT 8:00

রঙ বরণ
ফাগুন সে যে রঙের স্রোতে,
নবীন কিশলয় ।
মন বাগিচা কিশোরী রূপী ,
মলয় পবন বয়।
প্রকৃতি আজি খুশি বড়োই -
বসন্ত জাগ্রত,
উৎসব মুখর প্রাণে তাই -
রঙ কে স্বাগত।।

রঙের উৎসবে মৈত্রী শুভেচ্ছা জানিয়ে ....
- নিবেদিতা মুখোপাধ্যায়

-


1 JAN AT 12:46

শুভ ইংরেজি নববর্ষ !!!

কর্ম থাকুক উদ্যম নিয়ে,
শক্তি বিরাজ করুক হৃদে ,
আনন্দ হোক নিত্য সঙ্গী,
সাফল্যের আহ্বানে....।।

আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সহ
নিবেদিতা মুখোপাধ্যায়

-


13 DEC 2024 AT 21:23

প্রাত্যহিক নৈকট্যে স্থিত যে তাকে দূরে সরানো কঠিন,
কিন্তু , তার চেয়েও অনেক বেশি কঠিন অন্তরে স্থিত কাউকে দূরে সরানো.... ।।

-


9 DEC 2024 AT 21:24

অনুভূতি

বিষন্ন বৈকালের গল্প ,
নিঝুম সন্ধ্যার ফিসফিস,
কুয়াশার ঘনঘটায় আবৃত রাত্তিরের শামিয়ানা -
ডাইনিং-এ ধোঁয়া ওঠা চিলি ফিস ।।
তুমি এখনো সীমানার বাহিরে,‌
পরিধিতে তুমুল উচাটন,
ভালো মানুষ হয়ে অশ্রু সিক্ত প্রতিদিন -
মনে পরে কিশোরীবেলার জন্মদিন।
অভিমানী মনটা অভিনয় শেখেনি ;
সত্য আঁকড়ে ব্যঙ্গের ঝটিকা ;
অন্যায় প্রতিবাদ আপোষ সহস্র -
তবু মিছে পথে এগিয়ে আসিনি।।

-


9 DEC 2024 AT 20:50

আরোও একটা নতুন বাতি জ্বলবে...

ফুরিয়ে এলো এ বয়সের বছরটিও
কত কিছু পেলাম আর কত কিছু হারালাম,
বয়স পথে চলতে কত নতুন মানুষের সাথে দেখা হল, আবার কত জনকে বিদায় জানালাম।
পাওয়া না পাওয়ার হিসেব করতে করতে আরও একটা ১০ই ডিসেম্বর চলে এলো.......।
সময় অভিজ্ঞতা দিল,
বন্ধুত্বের আসল রূপ,
সরলতা বঞ্চিত করলো,
জটিলতায় ভরপুর,
মুক্তির অপেক্ষায় প্রহর গোনা,
একলার পথ চলায় ক্রমে এগিয়ে যাওয়া...।।

-


13 OCT 2024 AT 9:39

ম্লান হলো শিউলি তলা ,
মুহ্যমান কাশের দোলা,
বিষন্ন ঢাকের সুরে,
বিদায়ের অশ্রু ঝরে।
মানিয়ে নেওয়ার রেওয়াজ মেনে,
শুভ বিজয়া হাসি মুখে ।।

ঈশ্বরী বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই
- নমস্কারান্তে নিবেদিতা মুখোপাধ্যায়

-


20 AUG 2024 AT 22:03

অপরাধীরা শাস্তি পেলে ,
মোদের লড়াই সত্যি হবে,
শরৎ শুধু ক্যালেন্ডারে,
দেবীর বোধণ প্রশ্নে রবে ।।

-


Fetching Nibedita Mukherjee Quotes