QUOTES ON #মহাদেব

#মহাদেব quotes

Trending | Latest

নতুন যুগের সৃষ্টি
(চোখ রাখুন-
Caption-এ)

-


20 JUL 2020 AT 10:58

"ওম নমঃ শিবায়"

(Caption -এ চোখ রাখুন)

-


18 NOV 2021 AT 14:15

"সমাজ-সমুদ্রের বিষে বিষাক্ত এখন অথৈ জল,
তাতেই জমছে জেগে থাকা কিছু কোলাহল ,
যখন প্রলয় আসবে ঘরেঘরে,দেহ-ছাড়ার পরোয়ানা নিয়ে,
প্রলয়-নৃত্যে মগ্ন রুদ্র,গিলবে আবার হলাহল।।"

-


29 NOV 2021 AT 9:59

কান্না পেয়েও মানুষ হাসে, ক্ষত ঢাকে কাজল
আপনি এমনই... যার জন্য গোটা বিশ্ব পাগল।

🙏🏿শৌনক🙏🏿

-


20 MAY 2020 AT 14:18

বজ্রসম তার কঠিন দেহ,মন্ত্র নিহিত যার নাম,
বুক চিঁড়েছে প্রমান দিতে,তার বুকের মাঝে রাম।
চিরঞ্জীবী,অপার জ্ঞানী,ভক্তির ধারা, অন্তর্যামী,
মহাবলী,সংকটমোচম,রক্ষা করো,পৃথিবীর স্বামী।

-



জয় মৃত্যুঞ্জয়

ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবরধনম ।
উরভারুকবিভ বন্ধনান্মৃত্যৌমুশীয়মামৃতাত ।।



(ক্যাপশানে বাকি অংশ)

-


1 MAR 2022 AT 9:25

শিবের কাছে করি আমি একটিই প্রার্থনা, কখনো
য‍েনো অবলা পশুদের সাথে না করি অত্যাচারের খেলা।

-



অসময়ে অসহায়ের
করিও সাহায্যদান,
মহাদেবের আশিষ দেখো
তোমাতে সর্বদা করিবে বিরাজমান।

-


28 NOV 2019 AT 15:21

প্ৰেমৰ ক্ষেত্ৰত
কৃষ্ণতকৈ মহাদেৱ
মোৰ সদায় প্ৰিয় চৰিত্ৰৰ এজন !

-


22 FEB 2020 AT 0:14

🙏🏼 মহাদেব 🙏🏼

মাথায় জটা, ব্যাঘ্রচর্ম
পরিহিত তার সাজ,
দেবের দেব তিনি মহাদেব,
শিব,শম্ভু, শঙ্কর, নটরাজ ।

হাতে ডমুরবাঁধা ত্রিশূল,
শরীরে ভষ্ম ও রুদ্রাক্ষ,
সর্বক্ষণ থাকে তার শিষ্য
ভুত, প্রেত কিংবা যক্ষ ।

গলায় তার বাসুকীনাগ,
সাথে থাকে ভিডিঙি- নন্দী,
সমুদ্রমন্থনের বিষ খেয়ে
হয়েছে যিনি নীলকণ্ঠী ।

মাথায় মুকুটের ন্যায় যার
চন্দ্র বিরাজ করে রয়,
সেই মাথা থেকেই আবার
সদাই যে মা গঙ্গা বয় ।

-