এনার শাস্তি চাই দাদা
-
লিখি আর আঁকি তাই নিজ হস্তে ।✍️
সারাদিন হাসিখুশী থাকার অভিনয়টা
অশ্রুবারি হয়ে ঝরে পড়ে রাতের আঁধারে ।
-
হৃদয়ের ক্ষুধা শেষ হয়
তার ভালবাসায়,
তবুও পাইনি সে প্রেম
খুঁজেছি শুধু উপায় ।-
ছোটবেলার রথ সাজানো খেলা,
স্মৃতির ভাঁজে দেয় হৃদয়কে দোলা ।
সঙ্গীদের নিয়ে সেই ছোট্ট রথ সাজানো,
আর ভাঙা টিন দিয়ে ঢাক বাজানো,
একজন সেই বানানো ছোট্ট রথ টানবে,
আর সকলে তার পিছে পিছে ছুটবে ।
ছোটবেলার সেই রথের খেলা দেখা,
এখনো রয়েছে স্মৃতিতে স্বর্ণাক্ষরে লেখা ।
সেই রথে ছিল না কোনো নিয়ম নীতি,
তাতে জড়িয়ে থাকতো শুধুই অনুভূতি ।-
ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে
সময় চলে অবিরত,
জীবনও এগিয়ে যায় মনে থাকুক
যতই গভীর ক্ষত ।
এভাবেই যেতে যেতে একদিন
ঘড়ির মতো থেমে যাবে জীবন,
শেষ হয়ে যাবে মনে পুষে রাখা
মনের যত অসমাপ্ত স্বপন ।-
তোমার শহর থেকে চলে যাবো
দূরে আরও অনেক দূরে,
যেখানে তোমার স্মৃতিগুলোও
দেখতে হবে নাকো ফিরে ।-
অনেক তো রাত হলো এখন পর ঘুমিয়ে,
জীবন্ত লাশ হয়ে কাল পুনরায় ফিরতে হবে শহরে ।
অনেক করেছিস অপেক্ষা মুঠোফোনের পাশে,
"আজ রাতে অন্তত যদি তার একটি মেসেজ আসে" ।
রোজ রাত পেরিয়ে দিন হয়,আঁধার কেটে আলো,
এখনো কী বল তোর অপেক্ষার অবসান হলো ?
দিন গিয়ে মাস হলো, মাস পেরিয়ে বছর,
ফিরলো কী সে ? বরং অবসাদে হোলি বিভোর ।
অনেক তো রাত হলো এখন পর ঘুমিয়ে,
ভাবনাগুলো সব কর বন্ধ চোখের দরজা নামিয়ে ।-