কিছু মানুষ এত্ত মিথ্যেবাদী হয়,
তার ঘনিষ্ঠ মানুষও ঠিক বুঝতে পারেনা,
ঠিক কোনটা কূটনীতি
আর কোনটা প্রেমনীতি।
আসলে;ছলা-কলা তো সবার দ্বারা হয়না,
কথায় আছেনা; অতি চালাকির গলায় দড়ি,
আর অতি ন্যাকামির ভন্ড ঘড়ি।
-
কবিতার নামে কালি লিখছো
সবাই জানে তুমি চাটুকার,
রাজার রাজ্যের কবি তুমি
চলুক তোমার জয়জয়কার।
-
মুখে মুখে আজ ঘুরছে ঈশ্বর তত্ত্ব
পরণে ধর্মের বেশ,
আসল ধর্ম কিন্তু উধাও সেখানে
ভন্ডতে ভরেছে দেশ।-
মুখে মুখে আজ ঘুরছে ঈশ্বর তত্ত্ব
পরণে ধর্মের বেশ,
আসল ধর্ম কিন্তু উধাও সেখানে
ভন্ডতে ভরেছে দেশ।-
নাস্তিক ভাবে সবকিছুই সম্ভব বিজ্ঞানের জন্য,
আস্তিক তখন বলে ঈশ্বর( আল্লা, ভগবান, গড) তুমি ধন্য,
নাস্তিক আর আস্তিক কখনোই করে না সমাজের মন্দ।
যারা এই দুইয়ের সাথে অবিরত নিজ স্বার্থে বাঁধিয়ে দ্বন্দ্ব
আপন মুনাফা লুটতে ব্যস্ত তারাই তো আসল সমাজ বিরোধী ভন্ড।
শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়,চলুন মানুষ চেনার পাঠ করি দুদন্ড।-
যখন তাদের মতের লোক বিচারে বেকসুর খালাস পাবে---"মানবতার জয়, সত্যের জয় বলে চিল্লিয়ে কানের পোকা বের করে দেবে!"
যখন তাদের মতের লোক বিচারে দোষী সাব্যস্ত হবে---" কোর্ট দালাল, বিচারপতি দালাল!সবাই কে কিনে নিয়েছে! বলে বিড় বিড় করতে থাকবে!"
ভালোকরে নিউজ গুলো দেখলে আপনি এই প্যাটার্ন টা বুঝতে পারবেন।।-
প্রয়োজনে প্রিয়জনকেও পর হতে হয়
অদরকারী কথার পৃষ্ঠে কথা চড়ে যায়।
ব্যবহারে বোঝা যায় কার কতো শিক্ষা
ধর্মের নামে ভন্ড সেজে নিতে হচ্ছে দীক্ষা।
স্বার্থপর মানুষজন চায় আবার সৎ দোসর
আপদে-বিপদে পাওয়া যায়না আর তারাই বলছে "আমার কি কসুর?"
হুঁঃ, ধিক্কার জানাই অমন এক নিকৃষ্ট চরিত্রকে,
যে চরিত্রে আছে শুধু ভড়ং, বিদায় জানায় সততাকে।
প্রেমের নামে চলছে শুধুই কামের অনুশীলন,
আবার, বিয়ের আগে তারাই করে ভার্জিনিটির কদর।
বিষাক্ততার প্রবেশ ঘটেছে প্রত্যেকের কর্মকান্ডে
ভালো কিছু দেখলেই শিটকোয় নাক, বিবাদ করে অশুভর আরম্ভে ।
চলছে এটাই, চলবে এটাই, বদলাবেনা কেউই,
যতক্ষণ না নিজে হবে পরিবর্তিত, হবে না ব্যর্থ কবি।।-
কল্পনাপুরীর অদূরে একটি গ্রাম
বাস্তবনগর তার নাম,
ওখানে আজও ওরা অবহেলিত
কোনো বাবুরাই ওদের খোঁজ রাখেনি তো।
ভোট এলেই নেমে পড়ে সবাই ভন্ডামির আসরে
তাই আজ যেন ভোট আর ভন্ড দুটো কথা মিলে গেছে অক্ষরে অক্ষরে।
ভোটের বাঁশি বাজলেই এসে হাজির হয় সমস্ত কেউকেটার দল,
রাজনীতির ময়দানে তাই আজ fair play কথাটাই বিরল।
বিবেক আজ লুপ্ত প্রায়
এখন তো সত্য বলাই দায়।
এই বুঝি কোপটা এসে পড়লো আমার ঘাড়ে,
তাই তো ভন্ডামির আখড়া যত সব ওদের মন জুড়ে।
কল্পনাপুরী অনেক প্রতিশ্রুতি পেয়েছে;
আর বাস্তবনগর দাঁড়িয়ে সেটাকে মিথ্যে হতে দেখেছে।
ওরা আজও খেতে পায়না,
তাতে অবশ্য ভোট বাবুদের কিচ্ছু যায় আসে না।
সরকার আসে,সরকার যায়,
আর ওরা কেবলই প্রতিশ্রুতি পায়।
-
মন নেই ভালো , জানিনা আমার এ কি হলো, আজ পাশে নেই তুমি,
অশ্রু শ্রাবণে ভাসি আমি।
তোমায় ভেবে ছিলাম আপন, আমার কাছে করেছো সব গোপন,
ভেঙেছো আমার ভালবাসার স্বপন।
তুমি তো ফিরে আসোনা, আমিতো হাঁসি,
মনটা শালা আর হাসেনা।
বিচার করিনি তোমার ভালো-মন্দ, তোমার প্রেমে হয়েছিলাম অন্ধ,
করেছিলাম সবার জন্য মনের দার বন্ধ, করেছি অনেক মনের সাথে দ্বন্দ্ব,
বুঝেছি আজ তুমি ছিলে প্রেমিকা ভন্ড ।।-