ইচ্ছে করে
ফেরেশতাদের কলমের কালি হই,
মানুষের আমলনামায় লেপ্টে রই ।
হয়তো ছুঁড়ে ফেলবে জাহান্নামে নয়তো
জান্নাতিদের বাড়ির দেওয়ালে-
জুবায়ের বিন নাসির
(জুবায়ের)
0 Followers 0 Following
Joined 8 May 2022
19 SEP 2024 AT 23:25
4 AUG 2024 AT 7:20
এই লাশ খুনিকে ছাড়া কবরে নামবে না,
আর এই লাশের জানাজা লাগে না ।-
26 JUL 2024 AT 2:56
মানুষের মাঝে মানুষ খুঁজি, যান্ত্রিকতার মাঝে সময়,
স্তব্ধতার মাঝে উচ্ছ্বাস দেখি, তোমার মাঝে আমায়-
17 JUL 2024 AT 18:12
যখন আমার কলমের কালি ফুরাবে কিন্তু আমি ফুরোবো না,
সেদিন রক্ত দিয়ে লিখে যাবো-
15 JUL 2024 AT 1:39
চারিদিকে রুচির দুর্ভিক্ষ, প্রশ্ন কিনে হাহাকার
কোটা সংস্কার করতে গিয়ে,
মেধাবীরা রাজাকার !-
13 JUL 2024 AT 0:43
সমাজের আগুন জ্বালাবে আমায় ?
মোমবাতি হবো আমি।
আগুন বুকে নিজে পুড়ে যাবো।
তবু আলো দিয়ে যাবো জানি।-
11 JUL 2024 AT 23:48
রক্তের ফোঁটার মূল্য দিতে যে কোটার সৃষ্টি, সেই কোটা সংস্কারে দেশের রক্তক্ষরণ
-
8 JUL 2024 AT 2:08
জন্ম আমায় পরাধীন করেছে, মৃত্যুই দিবে স্বাধীনতা, তাইতো স্বাধীনতা অর্জনে শহীদ হতে চাই
-
3 OCT 2022 AT 0:33
"টাকা মানুষকে মানুষ থাকতে দেয় না
কেউ হয় যন্ত্র কেউ আবার যান্ত্রিক"-