I heard 40000 children died for hunger every day.. but still people thanks God!
-
Also a job. Where we work on our thoughts. And many of us do overtime!
-
তাবিজ, মাদুলি, পাথর কে আকড়ে ধরে মানুষ,
নিজের ওপর বিশ্বাস নেই তার, হারিয়েছে সে হুশ।
সবারই জীবনে আছে কষ্ট নাওনি তার খোঁজ।
মানতে চাও না নিজের ভূল, প্রকৃতি নিঃশব্দে তোমাকে বলে তুমি এতটা নির্বোধ।
চটজলদি উঁচুতে ওঠার রাস্তা,হয়না কখনও সস্তা।
যদি তুমি গ্রহন কর আদিম কুসংস্কারের দাসত্ব,
তবে তুমি ভুলেছ স্বাধীন হওয়ার মহত্ব।-
কোনো পুরুষ ততক্ষণ স্বাধীন নয় যতক্ষন না সে নিজের ওপর নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রন স্থাপন করতে পারেছে।
___ এপিক্টাস( গ্রীক দার্শনিক )-
পৃথিবীতে নাকি মোট 4200 ধর্ম আছে। প্রত্যেকেই বলে আমার ধর্মটাই ঠিক এবং আমারটা না মানলে মরার পর খবর আছে! এখন উপরে কে বসে আছে কে জানে! যদি 4200 জনের আরাধণা করি তাহলে মিনিটে কটা প্রার্থনা করতে হবে?
-
I ask myself Do I need a wife as a lover or
Do I need a friend as a wife.-
কত কালের বিবর্তনে হয়েছ তুমি শ্রেষ্ঠ জীব,
পরিবর্তন তো তোমারই হাতে, কেন হৃদয়ে রোপন কর অলৌকিক শক্তির বীজ-
যখন দেখলাম মহান সৃষ্টিকর্তা পিপাসা নিবারণের জন্য বড় বড় সাগর সৃষ্টি করলেন।তারপর হঠাৎ মিচকে হেসে তাতে একটু লবন ফেলে দিলেন!
-
চাঁদের মতোই নিঃসঙ্গ আমি,
রয়েছে কেবল আশার আলো।
প্রতি রাতে নিজেকে বলি,
কাল আরও একটু সবার থেকে এগিয়ে চল-