স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙ্গে গেলে!
মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরিয়ে গেলে!
মন ভেঙে যায়
বিশ্বাস ভেঙে গেলে!
বিশ্বাস হারিয়ে যায়
আশা ভেঙে গেলে!
আর আশা ফুরিয়ে যায়
শ্বাস বন্ধ হয়ে গেলে!-
"অতীতের ম্মৃতির বোঝা
যতদিন যায় বাড়তেই থাকে,
আর ভবিষ্যৎ ডুব দেয়
অতীতের অন্ধকারে"!— % &-
তোমার অনেক আপনজনের ভীড়ে
হারিয়ে গেছি আমি,
হয়তো অবহেলায় নয়তো অনাদরে
পারবে কি আমায় কোনদিন চিনতে,
এই ব্যস্ত কঠিন শহরে।-
মেঘ জমেছে মনের মাঝে
জমেছে হাজার ধুলো,
'অশ্রু' বন্যায় ভেসে যাক
শুকনো আবেগ গুলো।।-
তুমি কি আমাকে জানো না?
যদিও নিজেকে মেলে ধরতে
পারিনি তোমার তরে।
প্রজাপতি রঙে রাঙাতে পারিনি
তোমার মনের সিন্দুক।
তুমি তো জানো না
আজকাল তোমায় ভালোবাসি
আরও অনেক বেশি।
যদিও নিজেকে সামলে নিয়ে
যায়না তোমার পাশাপাশি।
তবু ও তো ইচ্ছে করে
নিতে তোমার মনের খোঁজ।-
যে পথে তোমার সাথে
রোজ হোত দেখা,
সেই পথে আজ
আমি আছি শুধু একা।
যে মনে ছিলে তুমি
ছিলনা আর কেউ,
সে মনে আজ
শুধু বেদনার ঢেউ।
যে চোখে প্রতিরাতে
স্বপ্ন তুমি ছিলে,
সে দু'টি চোঁখ আজ
ভাসে শুধু জলে।-
এমন কেন হয় ?
কেউ কি বলতে পার আমায়
প্রিয়জনেরা কেন দুরে সরে যায়,
চলে যায় না ফেরার দেশে,
সপ্নভাঙা-স্মৃতি দিয়ে এই নির্মম দুনিয়ায়,
সপ্ন সাজিয়ে মনে শত আসার আয়োজন,
"করে যায় সব খেলা সাঙ্গ
মন করে যায় অবসন্ন,
তুমি তাতে কি প্রশন্ন"!-
"অনেক ভাবি"
ভবিষ্যত টাকে বদলে নেবো আমি
ভবিষ্যতের চেয়ে বর্তমানটা যে দামি,
"অতীত টাকে ভুলে গিয়ে
তিন শব্দে বদলে গেছি আমি"।-