মন খুলে বলছি।।
~~~~~~~~~~~~~
গল্পের ছলে নিজের অব্যক্ত কথা লিখলাম। ক্যাপশন এ চোখ রাখো...-
#১.হ্যাঁ ঠিক বলেছিস
আমি সেই বেকার ছেলেটা
যার বুকপকেটে তুই খিলখিল হাসি জমা রাখতিস।
যার ঘামে ভিজতিস। সোহাগের গন্ধ মাখতিস রোজ।
যার চোখে স্বপ্ন হয়ে ভর করতিস।
যার ভেজা চুল বিন্দু বিন্দু ঘামে ফাঁকা ওয়ালেট ভরতিস।
যার ছেঁড়া স্বপ্ন গুলো ভালোবাসায় বুনতিস।
আর.....-
আমাদের দেশের শক্তি মিলিয়ে গেছে
নেতা মন্ত্রীর গায়ে।
তাই, স্বপ্ন গুলো, হচ্ছে ধুলো পুঁজিবাদীর পায়ে।
-
সমাজ সমর্থন তাকেই করে ,
সফলতা যে অর্জন করতে পারে ।
উদাহরণ স্বরূপ :-
মহাভারতে আজও কর্ণ ব্যার্থ ,
আর ভারতে,
তুমি শূন্য,
যদি উপস্থিত থাকে
আজও তোমার বেকারত্ব ।।।-
আচ্ছা অপেক্ষা করা টা কী ভালোবাসা নয়?
কোনো এক বেকার ছেলের পাশে দাঁড়ানো টা কী ভালোবাসা নয়?
কোনো এক জনের জন্য পুরো বাড়ীর সবার সঙ্গে লড়ে নেওয়া টা কী ভালোবাসা নয়?
একাকীত্বের মাঝে কাউকে আপন করে ভাবা টা কী ভালোবাসা নয়?
এই সব ঠিক ভুল প্রশ্নের মাঝেও কাউকে আপন করার ইচ্ছে,কাছে পাওয়ার ইচ্ছেটাই ভালোবাসা।
যা বেঁচে আছে, আর ভবিষ্যতেও থাকবে।-
কি করব কি যে হবে
ভেবেই মরে চিত্ত;
কিন্তু গায়ে তকমা আছে
বেকার মধ্যবিত্ত।-
# #বেকার ছেলে # #
*সময়টা এখন খুবই ভালো-
*ব্যাস্ত শুধুই তোর আলো--
*মনটা আজ খুবই মানান-
*তোর সাথেই বেমানান--
*কষ্ট মোর সাথে আছে-
*মনটা শুধুই তোর কাছে--
*জীবনটা না হয় এইভাবেই-
*কাটাবো আমার স্বভাবেই--
*একটা ছেড়ে একটা পাবি-
*তোর কাছে আমার এটাই দাবি--
*তেমন কিছু চাইনি আমি-
* ব্যাবহারটা শুধুই তোর কাছে দামি--
*দেখা করাটায় মনে হয় আমাদের সব শেষ-
*হয়েও হইলো না মোদের সম্পর্কের শেষ--
#বড্ডই বেকার মোদের সম্পর্ক #
-:পাগলা (সাগর):-
কবি:পরিচিত:-সাগর কুন্ডু
-