Gopal Roy   (@penpad20)
16 Followers · 1 Following

Joined 30 August 2019


Joined 30 August 2019
16 SEP 2023 AT 15:10

মর্তলোকে পূজো নিতে যদি আসো তুমি মা,
মানুষরুপী অসুরগুলোকে তুমি করিও না ক্ষমা।

-


31 DEC 2022 AT 19:25

দিন, মাস, বছর বদলাছে,
বদলাছে যুগের পর যুগ।
সমাজেরও উচিত বদলে ফেলা,
হিংসা, বর্বরতার জঘন্য অসুখ।
Happy new years

-


19 AUG 2020 AT 11:28

" যেমন ঘরের মধ্যে বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা কে সাধারণ ভাবে দেখতে না পাওয়া গেলেও টর্চের আলোতে তার উপস্থিতি স্পষ্ট অনুভব করতে পারা যায় সেইরূপ আমদের মনের মধ্যে যে পরমেশ্বর ( ভগবান, আল্লাহ, গড্) বিদ্যমান আছেন সেটা আমরা সাধারণ ভাবে দেখতে না পেলেও তার উপস্থিতি আমরা তখনি অনুভব করতে পারবো যখন আমাদের মনের মধ্যে কোনও দিব্য শক্তির প্রকাশ ঘটবে।"

-


15 AUG 2020 AT 9:04

কাগজে কলমে স্বাধীনতা পেলেও
হয়নি আমরা প্রকৃত স্বাধীন।
আমলা তন্ত্রের পরাধীনতায়
ধুঁকে ধুঁকে মোদের কাটছে দিন।

-


12 AUG 2020 AT 15:19

"জীবনে যদি সুখী হতে চাও তাহলে অঙ্গ (শরীর) অার সঙ্গ (বন্ধু) এই দুটো জিনিস যেন সব সময় ভালো থাকে তার খেয়াল রাখবে।"

-


8 AUG 2020 AT 11:13

"দুধের মধ্যে দইয়ের সাজা না মিশালে যেমন দই জমে না ঠিক তেমনি মনের মধ্যে ইচ্ছা শক্তির প্রয়োগ না করলে জীবনে সফল হওয়া যায় না।"

-


5 AUG 2020 AT 11:36

"পাথর কে যদি পাথরের উপর ছুঁড়া হয় তাহলে সেটা ছিটকে যাবে কিন্তু নরম কাদা মাটিতে ছুঁড়লে সেটা ছিটকে না গিয়ে আটকে থাকবে। মানে কথা হলো কি, তুমি যদি ভালো হও তাহলে খারাপ ব্যাক্তিও তোমার কাছে ভালো হয়ে থাকতে চাইবে।"

-


27 JUL 2020 AT 5:04

"যেমন রত্নের মূল্য তার আকার বা আয়তনের থেকেও তার স্বচ্ছতা কতটা তার উপর নির্ভর করে, ঠিক তেমনি কোনও মানুষের মূল্যায়ন তার টাকা পয়সা কিম্বা ধন সম্পতির থেকেও তার সততার মধ্যে কতটা স্বচ্ছতা আছে তার উপর নির্ভর করে। তাই অহংকার যদি করতেই হয় তাহলে সেটা সততার করুন, টাকা পয়সা কিম্বা ধন সম্পত্তির নয়।"

-


24 JUL 2020 AT 15:25

"যেমন ভূপৃষ্টের উপরে জমে থাকা জল অস্বচ্ছ, অপানীয় হলেও যখন সেই জল ভূগর্ভে চলে যায় তখন সেটা স্বচ্ছ এবং পানীয় হয়ে উঠে ঠিক তেমনি তোমার জীবনের লক্ষ্য বা স্বপ্ন সফল এবং সার্থক হয়ে উঠবে যদি তুমি তোমার লক্ষ্য বা স্বপ্ন কে মনের মধ্যে জমা না রেখে, মনের গভীরে নিয়ে গিয়ে চিন্তন করো।"

-


23 JUL 2020 AT 9:53

"জীবনে সমস্যা যায় হোক না কেন সেই সমস্যা গুলো কে তুমি যত ছোটো করে দেখবে, সমাধান তত সহজ হবে।"

-


Fetching Gopal Roy Quotes