কবি :_ কবিতা লিখতে লিখতে দুঃখ ভোলা যায় , কিন্তু দুঃখ ভুলে গেলে কবিতা আর লেখা হয় না। (বিনয় মজুমদার )
শ্রোতা :_ কেনো ?
আমার মন:_ কারণ সুখে মানুষ শুধু আনন্দ করে আর দুঃখে মানুষ আত্বহারা হয়ে বুকের ব্যাথা লেখে , এই ব্যাথার প্রকাশ নেই গভীরতা আছে ।-
ভালো আছি বলা বাকি নেই ,
মুখে মস্তবড় হাসি , কারণ খারাপ বলতে নেই।
চোখ চমকে ওঠে , কারণ আশু বাইরে আসতে নেই।
বাকিটা লিখলে পোস্ট করা যাবে না ,
কারণ ভালো থাকা বাকি আজও।-
লেখালেখি এক্ষণ প্রায় বন্ধ,কাধেঁ জিবনপূর্তি দায়িত্ব
লেখা নিয়ে বসা কেমন যেনো সময়ের অপচয় হয়ে উঠেছে,
কর্তব্য নাজানি হটাৎ কখন ছন্ধকে গ্রাস করেছে,
সকাল থেকে রাত যেনো এক যন্ত্র চলে
লেখা লেখি যেনো অঞ্জলী দিতে হয়েছে জলে ,
তবুও হৃদয়ে ছন্ধ বাসা বাঁধে সময়ের বহু ক্ষণে ,
কিন্তু হটাৎ দেখি
কোথায় সে ভেসে গেছে কর্মের জোরালো স্রোতে,
ইচ্ছেতো হয় এক্ষণ লিখি বহু কথা ,
তৎক্ষনাৎ দেখি ডাক পড়েছে
ভাগ্য দিয়েছে বাঁধা,
তাই লেখালেখি এক্ষণ প্রায় বন্ধ,
কাধে যে ভাই জীবনপূর্তি দায়িত্ত্ব।।।
-
ফিরতে পথে যেতেই হবে , ওটাই আমার স্থান
মাঝপথে শুধু কিছু সুখের ব্যাবধান ,
হাঁসি কান্না সুখ দুঃখ সব নিয়েই জীবন ,
আসি বন্ধু সবাই সুখে থেকো তবে ।।।-
যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে ছবি আঁকি,
তীব্র বয়ে যাওয়া সময় স্রোতে
ভালোবাসার মুহূর্তের ছন্দে ভাসি ।
মাঝে মাঝে কল্পনা শক্তি দিয়ে ভবিষ্যতও আঁকি
তবুও শেষে সব এক হয়ে বর্তমান ফল সেই
শূন্যে থাকি।
তাইতো কবিতার মাঝেও শূন্য আঁকি ।।।-
যাওয়ার সময় প্রায় চলে এলো ,
তাই যেতেই যে হবে ,কিছু নেই আর করবার ।
সময়ের বেড়াজালে বন্দি তুমিও আর আমিও ,
সেই সময়ের অপেক্ষাতেই বন্ধু প্রিয়,
দেখা হবে আবার ।
-
যদি বিরহের ব্যথা
সইতে না পারো
কাউকে ভালোবেসো না হে প্রিয় ।
বিরহ হীন ভালোবাসা যে শুধুই,
উভয়ের একক
অভিনয়ের সমূহ ।।-
ফল তোমাকে সময় দেবে ,
সময় কলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে,
শুধু চেষ্টা করে যাও বন্ধু,
চেষ্টার জয় একদিন সবার হবে ।-
যার নামে সপ্তসুর বাঁধা ,
হৃদয়ে যার নাম দিয়ে গাঁথা,
যার পরিচয় আমার গর্বের কথা
সে আমার দেশ ,
আমার ভারতমাতা।।।-
রাখা রয়েছে এক কোণে,
স্বপ্ন গুলো রয়েছে আজও বন্দী,
চারিপাশে যখনই তাকাই
শুধু বেকারত্বের বিষাক্ত গণ্ডি ।।।-