ফিরে আসার ইচ্ছে যদি থাকে,
কাঁধটা ছুঁয়ে হাতটা রাখিস হাতে.....-
উড়নচণ্ডী @ বৈশাখী
(©সর্বনাশিনী)
49 Followers · 18 Following
অপ্রকাশিত
Joined 17 May 2019
6 OCT 2021 AT 17:55
ছাতিম ফুলের পাপড়ি ছুঁয়ে বলছি ভালোবাসি,
কেউ না জানুক, তুই তো জানিস অপেক্ষাতে আছি.....-
27 AUG 2021 AT 13:20
জীবন যখন কচুর পাতায় বৃষ্টি টলমল,
আঙুল ছুঁয়ে সোহাগ বলে পাহাড় যাবো চল....-
9 AUG 2021 AT 18:47
ভিতর মনে সবাই দুঃখী, কাঁদতে সবাই পারেনা।
চোখের জল যে জোনাক পোকা, রাত্রি ছাড়া আসেনা....-
29 JUL 2021 AT 18:12
অবহেলা নিয়ে যার অভিযোগ নেই,
সব্বাই ছেড়ে গেলেও, থাকে শুধু সেই....-
29 JUL 2021 AT 15:52
আকাশ করেছে মুখভার, আজ মেঘেদের সাথে আড়ি,
অভিযোগগুলো বৃষ্টি ভিজিয়ে তুমি ফিরে এসো বাড়ি।-
17 JUL 2021 AT 13:55
রক্ত-মাংস শরীর নিয়ে ঘর বাঁধে দুজন,
অভিমানের ও ভাষা থাকে,সেটা বোঝে ক'জন?-