Megh Paul  
12 Followers · 20 Following

Joined 26 March 2019


Joined 26 March 2019
28 DEC 2021 AT 23:15

প্রতি দিন একটি message-এর অপেক্ষায়
রাত জাগতো সারাক্ষণ,
সে সব বহু পুরোনো কথা
তখন আমায় খুব ভালোবাসতো একজন....

-


4 DEC 2021 AT 9:26

ইচ্ছে ছিল, কোনো এক শিশির ভেজা সকালে
তোমার হাতটি ধরে হাঁটবো শিশির ভেজা ঘাসের মধ্যে...
ইচ্ছে ছিল, রাতের চাঁদটা দুজন মিলে দেখবো পাশে বসে;
জ্যোৎস্না রাতের আলো মাখবো তোমার গাঁয়ে।।
ইচ্ছে ছিল, ব্যস্ত এই শহরে তোমায় নিয়ে স্বপ্ন সাজাবো;
হারাবো নিজকে তোমার ঐ ভালোবাসার শহরে।
ইচ্ছে ছিল, তোমাকে নিয়ে লিখবো হাজারো কবিতা;
কিছু কাব্য হবে একান্তই তোমায় নিয়ে লিখা;
ইচ্ছে ছিল, ইচ্ছেগুলো পূর্ণ করবো দুজন মিলে;
অথচ, ইচ্ছে গুলোই থেকে গেলো; অপূর্ণতা নিয়ে।।

-


3 DEC 2021 AT 20:29

দেখতে দেখতে কাটলো বেলা,
আয়ু হারালো দৃষ্টি-কায়...
সময় চাকার পিষ্টনিতে
বর্তমান আজ মৃতপ্রায়!!!!
কাল আসছে নতুন সময়,
নতুন স্বপ্ন নতুন আশা‌।
নতুন কথার ডালি সাজিয়ে
আসছে নতুন ভালোবাসা।।
আজ তন্দ্রাবিহীন যুগল আঁখি,
ঝাপসা নজর, দেখিতে না পায়।
ভরসা বিশ্বাসের খেলা অনেক হলো
বন্ধু!!!!! এবার চিরবিদায়!!!!

-


25 OCT 2021 AT 19:38

অভিমান শেষে যদি দেখো
কেবলই শূণ্যতা তোমার আশেপাশে;
তবে অনুরাগ পুষে ভেবে নিও
আমি অবশ্যই আছি তোমার খুবই নিকটে....

-


8 OCT 2021 AT 8:13

নিভৃতে কোনো মধ্যরাত্রে হঠাৎ তোমার আবির্ভাব,
ঘুমের দেশেই হাঁটছি আমি মুঠো ধরে তোমার হাত;
এক পলকেই তাকিয়ে আছি মুচকি হাসি হেসে,
সত্যি জানি নয়তো কিছুই, আছি ঘুমের দেশে.....

-


6 OCT 2021 AT 22:06

মনের মাঝে শুধুই তুমি,
বাঁধানো সুখের বাগান,
সাজিয়ে গুছিয়ে রাখবো যে তা
রেখে বাজি নিজের প্রাণ।
দুষ্ট মিষ্টি স্মৃতি নিয়ে
কাটাবো আমরণ,
তোমার মাঝেই হারাতে রাজি
তোমাতেই মোর বিচরণ।
যদি কেউ অনেক সুখের গল্প সাজিয়ে
দরজায় করা নাড়ে,
আকাশ ভরা অনেক তারাদের নিয়ে এসে,
ছুয়ে দিতে বলে কয়েক দণ্ড সময়!!!!
আমি তখনও বলবো,
আমি তোমাকেই চাই।
অনেক প্রিয় ঝাল মুরি,
ফুচকা কিংবা ফুল বেলী
সব কিছুকে পাশ কাটিয়ে-
নিরামিষভোজী হতে হলেও,
পাশে তোমাকে চাই।
জীবন তরীর মাঝ সমুদ্রে,
ঢেউ যদি কভু আসে,
দুজন মিলে পাড়ি দেবো,
আমরা মিলে মিশে।
হাসবে তুমি, দেখবো আমি
মুচকি মুচকি হেসে,
সুখের পথের পথিক হয়ে,
যাবো ভালোবেসে।
থেকো পাশে হাতটি ধরে,
মন পাঁজরে রেখো।
সারা জীবন আপন ভেবে,
আমার হয়ে থেকো।
ভালোবাসার অপর নাম,
তোমার নামেই লিখে নিলাম,
মুক্ত আকাশের চিলেকোঠায়
স্বর্ণাক্ষরে গেঁথে দিলাম।।

-


28 AUG 2021 AT 21:41

মেঘের দুপুর নিঃসঙ্গতায় পরিপূর্ণ,
মেঘলা দুপুরেও বড্ড একা;
শত প্রহর যায় ফুরিয়ে,
পায় না তবু তার দেখা;
অভিমানের দেওয়াল উঠে বারে শুধু দহন,
ভালোবাসা কেন এমন??
মন খারাপেরই কারণ.....😞😞

-


26 AUG 2021 AT 8:52

সন্ধ্যা নামার ঠিক আগে,
ওই সোনালী বিকেল শেষে;
শুধু শক্ত করে হাতটা ধরো,
একসাথে হারিয়ে যাবো অচেনা দেশে...👫👫

একটা বিকেল হোক না আদুরে,
হোক না একটু সোহাগী;
এই আলো -আঁধারী মায়াবী পরিবেশে,
হোক না মন একটু প্রেম-বিরাগী...😍😍

-


2 AUG 2021 AT 0:18

হিসেবটা যেন আজ বড্ড এলোমেলো,
মেঘও আজ কেমন যেন দিশাহারা;
যে বৃষ্টিকে জড়িয়ে ধরে একপশলা ভিজেছিলাম,
আজ সেই বৃষ্টিই করেছে মোরে ছন্নছাড়া....

-


21 JUL 2021 AT 22:52

একাকীত্ব কি শুধু কষ্ট-ই দেয়,
জীবনের প্রতিটি বাঁকে???
ভুল করেও তো ফুল ফুটতে পারে,
কখোনো কোনো অনামিকার ডাকে.....

-


Fetching Megh Paul Quotes