দিতে পারিনি কিছুই ...
পেয়েছি শুধু একমুঠো অম্লান হাসি ...
( নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মাধ্যমিক ব্যাচ 2019 এর ক্ষুদ্র প্রয়াস...)
----বাকিটা caption এ------
আবেগের পথে না হেঁটে তোমরা
বিবেকের কথা শুনো ,
দেখো জীবনের পথটা সুগম হবে
মন থেকে কথাটা মেনো ।
আবেগের স্রোতে ভাসিয়ে নিজেকে
পাওয়া যায় না সুফল ,
বিবেকের ডাকে সাড়া দিয়ে দেখো
কিছুই যাবেনা বিফল ।
চিহ্নিত করো শ্রেষ্ঠ নিজেকে,সেটা
আবেগের বশে নয় ,
বিবেকের ডাকে সাড়া দিয়ে দেখো
সে হবে তোমারি জয়।-
আজি নতুন করে সকলে উদ্যোগ নাও
কিছু নতুন করার লাগি ,
মুছে ফেলো মনের হিংসা বিবাদ সবে
তাতে বিবেক উঠিবে জাগি ।-
আমি বিবেক নিয়ে কিছু বলবনা।
কারণ, আজ দিনটা আলাদা কি?
রোজ তো আর এসব মেনে চলবো না,
আমি তেনার বলা, বিবেকের কথা বলবো না।
আমি গরিবদের তাড়িয়ে দেবো,
ভিক্ষুকদের এড়িয়ে যাবো সুযোগ পেলে,
কই কোনো সহানুভূতি তো দেখাবো না,
সেই কারণেই আজও আমি বিবেকের কথা বলবো না।
আমি কাল আবার সকালে উঠে, অন্য ধর্মকে খুন করবো,
ওসব মানব ধর্ম-টর্ম মানবোনা,
তাই আমি আজও ঠিক বিবেকের কথা বলবো না।
আমি বদলের বড়ো বড়ো বুলি আওড়াবো
তবু চাকা ঘোরাতে এগিয়ে এসে, নিজে পথে নামবো না,
কি বলুন তো? ওই জন্যই আমি বিবেকের কথা বলবো না।
আমার ঠাণ্ডা ঘরে ফোনের ছবি, আমি প্রেমিক হবো, হবো কবি,
আমি স্ট্যাটাস দেবো হাজার হাজার,
নিজেকে যুবশক্তি বলতেও থামবো না,
থাক বাবা! আমি আর বিবেকের কথা বলবো না।
আমি বদ্ধ নালার প্লাস্টিক হবো, বইতে দেবনা জল,
আমি পতাকায় থাকা চাকা হবো না, ভোগ করবো পরিবর্তনের ফল,
আমি বুক বাজিয়ে হলফ করে,
' ভারতবাসী আমার প্রাণ ... ভারতের কল্যাণ, আমার কল্যাণ ' - বলতে পারবোনা,
ঠিক সেই কারণেই আজও আমি গাল ভরা হাসি নিয়ে, বিবেকের কথা বলবো না।-
বিবেক নামের পলতে দিয়ে জ্ঞানের প্রদীপ জ্বলছে দেখো।
আদর্শের দারুন আনন্দ নিয়ে বিলের মত বাঁচতে শেখো…
-
যদি পাওয়া যেতো কিনতে "বিবেক"
মানব জীবনের ..এই...."বাজারে,,
তাহলে দিতাম কিনে
ওই বিবেকহীন মানুষ গুলোকে
কোনো মূল্যের তোয়াক্কা না করে।-
হৃদয়ের আনন্দ তুমি,
বিবেকের চেতনা,
বিশ্বমাঝে খ্যাত তুমি-
হে স্বামীজি নাও মোর অর্চনা।
যুবাদের আদর্শ ওগো,
হে ভারতভূমির বীর সন্তান -
সমগ্র বিশ্বকে পথ দেখালে-
প্রত্যক্ষ করালে ভারতবর্ষের দর্শন।
-
বিবেক তুমি জেগে থাকো
অন্তরে অন্তরে।
প্রকাশ হোক চেতনা
যে থাকে নিরন্তরে।-
তোমার মাঝেই অনন্তের বাস,
সকল শক্তি তোমার মাঝেই আছে,
পথ চলাতে আনন্দ নাও খুঁজে
চেয়ো নাকো কখনো পিছে।
বোলো নাকো পারবে না তুমি,
একদিনে সাফল্য আসে না,
আপ্রাণ চেষ্টা করে দেখো
মিলবে তোমার সাফল্যের ঠিকানা।
সবটুকু তুমিই করতে পারো
তোমার বিকল্প শুধুমাত্র তুমি
ভূমির প'রে কান পেতে শোনো
তোমায় ভালবাসে তোমার জন্মভূমি।।
-