ধূসর লেন্সে অসাড় হাওয়া
উদাস শহর, মনকেমন ..
কুয়াশাঘেরা ব্যস্ত সকাল
কবিতারা নিষ্প্রয়োজন ..
-
Pen name: sm11
প্রিয় লেখক : স্মরণজিৎ চক্রবর্তী... read more
পুরনো অনুভূতি-গুলো আজ কত ফ্যাকাশে
অন্য গল্পে জীবন ভালোই রয়েছে
তবুও ওরা ফুরিয়ে যায়নি
ডায়রির পাতা আঁকড়ে বেঁচে আছে ...-
আমার শিরায় শিরায় - পলাতকের দীর্ঘশ্বাস!
তাইতো ব্যতিক্রমে সাজাই - আমার উপন্যাস ...-
...পড়ে যেতে যেতে কোনোমতে ধরে ফেলল ছাদের শেষ অংশটা....
আর পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে দেখতে পেল একটা মাঝারি উচ্চতার অতি সাধারণ লোক দাঁড়িয়ে রয়েছে,জমাট বাঁধা অন্ধকার মুখে অমানুষিক হিংস্রতা....
....গল্প ক্যাপশনে.....-
আলসে শহর আজ ব্যস্ত ভীষণ
নতুন প্রেমের গল্প বোনায় ...
অনভ্যাসে ভেজা পাঞ্জাবির হাতায়
আর ক্লান্ত শাড়ির হলদে সুতোয় ...-
দিতে পারিনি কিছুই ...
পেয়েছি শুধু একমুঠো অম্লান হাসি ...
( নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মাধ্যমিক ব্যাচ 2019 এর ক্ষুদ্র প্রয়াস...)
----বাকিটা caption এ------
পড়ার ফাঁকে চোখের কোণে ,
দেখছ তুমি কাকে...
মনের কোণে সংগোপনে,
ভাবছ তুমি কাকে...
একলা সময় সন্ধ্যা আলোয়,
খুঁজছ তুমি কাকে...
কবিতার খাতায় ডায়রি পাতায়,
লিখছ তুমি কাকে...
একবার ছুঁয়েই দেখ না তার হাত
সে হাত সরিয়ে নেয় নাকি ...
-
বাষ্প জমে স্মৃতিকাঁচের ক্যানভাসে,
সম্পর্কের টানে ফাটা ঠোঁট
ভেসলীন মাখে , মেকি হাসে..
শীতের গল্পে ,
বিলাসী বাঙালির উত্তেজনার ক্লাইম্যাক্স
আর ফুটপাতে থাকা মানুষগুলোর
দুর্দশার একশেষ ..
শীতের গল্পে ,
আমার আর্তি তোমায় জড়িয়ে ধরার..
এরই মাঝে উলকাঁটায় বুনে ওঠে
মিষ্টিরোদের নকশিকাথাঁ ...
-
কেন তুমি বলতে পার
তোমায় পাই সব কবিতায়
কেন তুমি বলতে পার
তোমায় পাই নির্জনতায়
কেন তোমার আছে জানা
সব কাটাকুটিতে তোমার আদল
কেন মনে বৃষ্টি ঝরায়
তোমার মুখের মিষ্টি বাদল
কেন তোমায় আঁকড়ে ধরি
মনেমনে শীতল রাতে
তুমিও এমন পাও নাকি গো
আমার হাত তোমার হাতে ...-
বদলে যেতে পারে এই নোংরা পৃথিবীটা
বদলে যেতে পারে এই ভাঙাচোরা গলিটা
বদলে যেতে পারে এই স্যাঁতসেঁতে অন্ধকার
আর মনের শীতলতা
যদি,
গলির মোড়ে আবার ওই দুটি মায়াবী চোখের
দেখা পাই....-