আমি চিঠি পাঠাবো-
জানি এই যুগে কেউ চিঠি লেখেনা।
জানো আমি কোনো দিনও চিঠি লিখিনি।
আমাকেও চিঠি লেখেনি কেউ-
তবে দেখেছি ঠাম্মার ঘরে টাঙ্গিয়ে রাখা চিঠিগুলো -
কত কথা কত গল্প কত যন্ত্রণা সেথায় লুকিয়ে,
যাদের চিঠি তারা কোথায় কে জানে?
কিন্তু তারা আজও বেঁচে আছে ওই চিঠির লেখায়-
চিঠির হাত ধরে চলে যায় লেখকদের কাছে, হই তাদের সুখ দুখের ভাগিদার।
আমার তেমন সুখ দুখের ভাগিদার হবে তুমি?-
যারা অনেক অনেক নামী-
যেথায় জীবন বড়ই তুচ্ছ, অর্থ কেবল দামী।
বড়ো বড়ো বাড়ি হেথায়, সহস্র লোকের বাস -
যাদের অর্থের পেছনে ছুটে উঠছে নাভিঃশ্বাস।
কেউ কাউকে চেনেনা হেথায়, যদিও ঘেঁষাঘেঁষিতেই রয়-
সময় এখানে অনেক দামী, কারো পেছনে কেউ করেনা অপচয়।
এই শহর তাই একেলা বাঁচে, কেউ নেয়না খোঁজ তার-
এই শহর যে কেবল আত্মকেন্দ্রিক আর স্বার্থপরতার।।-
যতন হয় তেমন-
আবেগ আদরে নতুন রুপ পায়-
আবার যায় শুকিয়ে অবহেলায় ;
আদরিণী আবেগ জীবনকে ভরিয়ে তোলে-
আর আবেগহীনতা অমানুষ করে ফেলে।
তাই আবেগ যারই হোক নিজের হোক কিংবা অপরের-
স্নেহের স্পর্শ ছুঁয়ে দিয়ো, আঘাতে শেষ করোনা তারে......-
সময় দাও নিজেরে,
অন্যের ভরসায় থেকোনা।
দুখের সময় তেমন কাঁধ পাওয়া দায়-
যে বুঝতে পারবে তোমার যন্ত্রণা।
সব লড়াই একাই লড়তে শেখা ভালো-
বিপদে পাশে কেউই থাকে না,
যারা থাকে দুঃখের সময় আমাদের পাশে-
তাদের হাত কক্ষনো ছেড়োনা।।-
কথা তো অনেক থাকে, কিন্তু বলা হয় বা তার কতটুকু?
কাজ তো অনেক রয়ে যায় জীবনে, করা হয় তার কতটুকু?
-
আপনার কথা আপনার কাছে যতটা দামী, সবার কাছে তা মূল্যহীন হতেও পারে, তাই নিজের কথা নিজেকেই বলেন।
-
I think easily I can-
But all the time my present life Dragging from behind.
The Whole World bekon me to explore the new World.
I can't leave my family, Can't break my commitments ...
I wait for an opportunity when I can.
-
restart from class 11...
I want to resolve all my faults from this time..
-
We all are born with different natures,
We all have different features.
We are children of Mother Nature -
Even though we torture our mother-
We are building concrete mountains after finishing beautiful nature.
But We don’t want to understand her behavior.
Although all creatures love to rom -
These Earth is our only one Home.-