Shyamasree   (শ্যামশ্রী( Shyamasree))
439 Followers · 423 Following

Joined 11 September 2019


Joined 11 September 2019
9 MAY AT 16:42

স্বপনে শয়নে দুঃখে সুখে-
যার সৃষ্টির আশিষে আমরা ধন্য-
সেই বিশ্ববরেণ্য কবিগুরুকে জানাই আমার প্রণাম।

আজও তোমার অভাব প্রতি মূহুর্তে অনুভূত হয়,
জানি তুমি আছো তোমার সৃষ্টির মাঝে, আমাদের সাথে।
তোমার গানের সুরে ঘুম ভাঙ্গে প্রভাতে-
আচ্ছা তুমি দেখতে পাচ্ছো তোমার বাংলাকে,
আজ আর সে সোনার বাংলা নেই-
তোমরা কি একটিবার এসে দাঁড়াতে পারো না?
রক্ষা করতে পারোনা এই বাংলাকে?

-


30 APR AT 13:18

একদিন তুমি যখন অনেক বুড়ো হবে...
বসে থাকবে আরাম কেদারায়...
যাব দেখতে একদিন ঠিক তোমায়-
যদি বর্তমান থাকি এই ধরায়..
চশমা চোখে চোখ পিটপিটিয়ে চেনবার চেষ্টা করবে হয়তো,
চিনতে পারবে কিনা জানিনা-
সময় যে মানুষকে সব ভুলিয়ে দেয়,
আমাকে মনে থাকবে এই আশা আমি রাখিনা।
তবুও যাব একবার দেখতে ঠিক তোমায় -
পার করে যোজন সময়,
যখন মানুষ হাতড়ে মরে অতীতের স্মৃতি ফিরে পাবার আশায়-
তখন দেখবো বুড়ো হয়ে তোমাকে কেমন দেখায়....

-


30 APR AT 13:09

কবি যদি হতাম আমি,
কি ভালো হতো না বেশ।
লেখার সমুদ্রে ডুবে থেকে-
হতো আমার বেলা শেষ।
দিনের শুরুতে সূর্য আমার উঠিয়ে দিতো-
বলতো এবার খাতা খোল।
সারাটা দিন যেতো কেটে-
কেবল থাকত মাথা আর হাত সচল।
রাতে চাঁদ মশাই ডাক পাঠাতো-
তার কিরণ আর গ্রহ তারাদের হাতে-
আমার সবে কেবল খাতা বন্ধ হয়েছে -
শ্রান্তি ছুঁয়ে গেছে আমার আঁখিপাতে।
চাঁদের কিরণের পিছু নিয়ে-
এসে দাঁড়াবো খোলা প্রান্তরে;
কবিতা তখন যেন আমাকে বিমুঢ় করে-
আমার মাঝেই যাচ্ছে হারিয়ে।।

-


28 APR AT 20:01

আমার জীবন আমার মতো বাঁচতে আমি চাই -
নিজের পথ নিজে খুঁজে নিজেই পথ হারাই..
গহীন আঁধারে গহন বনানী নেই যে পথদিশা -
হেথায় দাঁড়িয়ে যায় বুঝা নিজের মনের ভাষা।
পথ বন্ধুর পাথেয় হীন বড় নিঠুর প্রকৃতি যেন বধ্যভূমি,
তারই মাঝে শোনা যায় ধরার আগমনী।
হঠাৎ করে বুঝতে পারি মিশিয়ে ফেলেছি নিজেকে-
এই কঠিন কোমল অনিন্দ্য সুন্দর প্রকৃতির মাঝে।।

-


23 APR AT 2:32

পৃথিবীর সব কিছুই অনিশ্চিত,
তবুও মানুষ অজানা পাওয়ার আশায় ছুটে চলে,
অহেতুক অকারণ জিনিস এনে জড়ো করে,
সুখকে পেতে গিয়ে সুখ-শান্তি সবই হারিয়ে ফেলে।
ভুলে যায় এই অমোঘ সত্য -
পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী।
যে জীবন দিয়েছে ঈশ্বর,
তা মিলে যাবে এই পঞ্চভূতেই।
একদিন যে জাহাজ সমুদ্র মাতিয়ে বেড়াতো গর্বে পাল তুলে-
আজ মহাকালের আঘাতে পড়ে আছে পথের ধুলোয় অবহেলে।

-


23 APR AT 2:22

মানুষ এক্কেবারেই হারায়...
পৃথিবী বারবার ফিরিয়ে দেয়না কিছু।
তবুও মানুষ বাঁচে আশায়,
নেয় বারবার অতীতের পিছু।
অতীতের কষ্ট হারিয়ে যায় অতীতে,
সুখেরা থাকে কেবল স্থান করে নেয় মনে;
তাই মানুষ যখন মনের কপাট খোলে-
অতীত খুশী হয়ে উঁকি দিয়ে যায় সে বাতায়নে।।

-


16 APR AT 6:49

হরগৌরী তুমি সত্য,
শক্তি তোমার বিনা স্বয়ং দেবাদিদেব অসম্পূর্ণ,
শক্তি তুমি সৃষ্টির আধার -
শিব শক্তির ধারক।
একে অপরের পরিপূরক,
বিধাতার সৃষ্টি কি অপরূপ।।

-


16 APR AT 6:28

বড়ই নিশ্চুপ হয়,
হয়তো চুপ থাকতে থাকতে -
শেষ নিশ্বাস ত্যাগ করে দেয় নীরবে।
তবু মূল্যহীন নয় অপেক্ষাদের ভাষা,
সে যে আদতে বহু স্বপ্নের অপ্রকাশিত কথা।।

-


16 APR AT 6:24

যদি নীলের স্পর্শ পাই,
তাঁর চরণে মাথা রেখে,
মৃত্যুর মাঝে অমৃতের পরশ পাই,
তাই মনের সুখে শিবের গাজন গাই।।

-


16 APR AT 6:19

I don’t get my love...
I only get praised for external beauty...
I am really waiting for external love...

-


Fetching Shyamasree Quotes