QUOTES ON #বাসর

#বাসর quotes

Trending | Latest
1 DEC 2021 AT 23:37

মৃত্যুর সাথে হবে পরিনয়
চিতায় সাজবে বাসর
আগুন হবে রাঙাচেলি
অঙ্গার লাল সিঁদুর।

-


4 MAY 2022 AT 15:14

অপেক্ষাদের প্রহর গোনার অবসানও হয়তো হয়,
সব কিছুর ইতি হলেও স্মৃতির কিন্তু নেই তো ক্ষয়।
দুলকি চালে পালকী চলে মনের বাসর ঘর,
হাল্কা টোকায় স্বপ্ন ভাঙে সে যে এখন পর।
ফিরবে না জেনে মন দরিয়ার বাসর প্রদীপ নেভে,
রাঙা সূর্য যতোই হাসুক মন নাহি সায় দেবে।
শিল্প করা প্রলেপ দিয়ে নিপুণ কারু কাজ,
নয়ন বারি দেয় যে ধুয়ে প্রতি বাসরের সাজ।

-


18 OCT 2019 AT 14:26

#বাসর
ভগ্ন কাঁচের অসংখ্য প্রতিফলিত আলোর
চাপা দীর্ঘ নিঃশ্বাসে ভেসে ওঠে বিগত দিনগুলি,
বিবর্ন হৃদয়ের শুষ্ক কন্ঠে সাজানো প্রিয় নাম
আর ডুকরে কেঁদে ওঠা সেই রক্তিম চুলি।
নিষ্পেষিত শরীরের ঘন কুঞ্চিত অলকে
ধোঁয়া ওঠা নিকোটিনের অজস্র ক্ষত,
আধ পোড়া হাহাকারে গোপনে একাকী কাঁদে
দেহ ভারে পিষে চলে আশা কত শত।
কুন্ঠিত হৃদয়ের ভীতি জাগে প্রকাশে
ঘামে-গন্ধে মেশানো এক নিষিদ্ধ কারাগার!
লুন্ঠিত লাজ লয়ে মূক সম নীরবে
দমিত বুকে শত চেপে রাখা হাহাকার।
রক্তে রাঙানো মিথ্যে বাসরে উদাসীন দেহ
ক্রমশ ভারী হয়ে ওঠা বুক চাপা নিঃশ্বাস,
নিপীড়িত শরীরে হিংস্র কামনা গ্রাসে
খুঁজে পায় মরনের নিশ্চিত আশ্বাস!!

-


4 DEC 2021 AT 20:08

মৃত্যুর আগে মৃত্যু চেওনা
জীবনকে শুধু ভালবেসো,
বাঁচার মন্ত্রে সেদো সাধনা
প্রাণের ছোঁয়ায় শুধু হেসো**

-


31 JAN 2021 AT 22:34

অমোঘ টানে বিরুদ্ধতার ভাঙছো তুমি আগল
সর্বনাশের নেশার ঘোরে যে প্রেম হয় পাগল।

চিলেকোঠার শব্দরা তাই স্তব্ধ ধর্মঘটে
স্পর্শ যখন লাগায় আগুন তোমার মদির ঠোঁটে।

একলা দুপুর বাজায় নুপূর ওই রূপে মন মুগ্ধ
সাগর-স্নানে হৃদয়-গানে তুমি-আমি হই শুদ্ধ।

চোখে কাজল পরে সবাই, চাইতে জানে ক'জন
তোমার চোখের কাজল-দৃষ্টি সর্বনাশের কারণ।

বাহুবন্ধে জুঁইয়ের মালা খোঁপায় ফোটে পলাশ
আজকে রাতে তোমার সাথে মোর বাসর-সহবাস।
-------------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক

-


19 JUL 2021 AT 6:40

"বাসরে" তোকে কেমন দেবীর মতো দেখাচ্ছিল,
ঘোর যেন কাটছেই না...
আহা্ কি মায়াবী অপরূপ দৃষ্টি!

-


2 SEP 2019 AT 6:31

সব সত্যি মিথ্যের আড়াল পেরিয়ে,
তোর আমার বাসর ঘর।

তোর সত্যিতে মিথ্যে হয়ে
বেঁচে উঠি!

-


1 AUG 2021 AT 0:57

বাসর-রাত

এই তো কয়েকদিনের আগের কথা
সেদিন ছিল তাদের বাসর-রাত
সেদিন রাতে দুজনের চোখই নিদ্রাহীন
মনের মনিকোঠায় ভালোবাসায় পরিপূর্ণ
স্তব্ধ ঠোঁট তবুও যেন অন্তরালে কোলাহল
দুজনেরই কথা কেবল তুমি বলো আর তুমি বলো
এভাবেই রাত কেটে আসে ভোর
দুজনের কথা তখনো তুমি বলো  আর তুমি বলো
এভাবেই শুরু হয় তাদের পথ চলা একসাথে।

-



#অনুগল্প

ছেলেটি বাসর রাতে বৌ কে ভয়ে ভয়ে "দাদা হটাৎ করে চলে আসবে না তো!" বলেই জিভ কাটলো

বৌ সপ্রতিভ - "লজ্জা পেও না, অভ্যাস পাল্টানো শক্ত জানি! আমাকে বিয়ে করবে তো?"

-


3 DEC 2021 AT 21:11

কাছে থেকেও যখন দিলে না ভালোবাসা
তখন মৃত্যুই হোক আমার একমাত্র ঠিকানা।

-