মুচকি হেসে..
"এইতো ভালো আছি" বলা মানুষগুলো কি আসলেই ভালো আছে?-
Forhad Rana
(ফরহাদ রানা)
6 Followers · 13 Following
মুক্তমনা, মুক্তচিন্তক - "স্বাধীন"
জীবনকে পড়তে ভালোবাসি, প্রকৃতিকে নিয়ে খেলা করি। এ এক নেশা.... read more
জীবনকে পড়তে ভালোবাসি, প্রকৃতিকে নিয়ে খেলা করি। এ এক নেশা.... read more
Joined 7 July 2018
17 MAY 2023 AT 16:46
অনুভূতির ময়নাতদন্ত সম্ভব? তাতেও যদি হারানো সেই অস্তিত্বটি খুঁজে পাই!
-
14 MAY 2023 AT 2:16
ফেলে রেখে সব স্মৃতিদের,
আখি জলে ভাসছে সেসব আজ
টানছে যেন আজ ছুয়ে দিতে তাদের,-
8 NOV 2022 AT 12:36
স্মৃতির আবহে জীবন্ত সে দিনগুলো,
হঠাৎ চিন্তায় আজো ফিরে যাই স্মৃতিগুলোয়।
অজান্তে বয়ে যায় অশ্রু ধারা চোখে
ভাবি হায় যদি ফিরে পাই ফেলে আসা সে দিনগুলি।-
7 NOV 2022 AT 21:04
দীপা..? মারে একটু পানি এনে দিতে পারবি। রোগা শরীরে আর সহে না। যে শীত আসতেছে রে মা, এই শীতে মনেহয় আর জান রক্ষা হবে না রে। তোর হরি কাকুরে বলে রাখিস সব জিনিসপত্রের জোগাড় যন্ত্র যেন করে রাখে। কবে না কবে জানি চইলা যাই।
আরে মা.. কি আবল তাবল বকতেছো.. চুপ করো তো।-
3 MAR 2022 AT 10:08
চলছে সে মানব
দিবারাত্রি ভুলে গিয়ে,
পাবো কিনা পাবো না তাহারে
এই সংকোচ মনে নিয়ে,
তবুও একা চলছে সে পথ
সেই ছায়া মানবীর খোঁজে।-