Your voice can soothe the worries of the mind, wrapping them in a comforting embrace of love. ❤️
-
Your message means so much more than just words; it brings me joy.
It's not just any message, it's my source of happiness.-
শূন্যতা
তুমি ছাড়া এ শূন্য জগৎ
আমার নীরবতার কারণ।।
একাকিত্বের এ সংসারে
আজ প্রেমেপড়া বারন।।-
" হোলি "
—————
এসেছে ফাগুন বসন্তের সাথে
উঠল সবাই মেতে,
ফাগের রঙেতে রাঙবে সবাই
মাতবে সবার সাথে।
রক্ত শিমুল, লালচে পলাশে
মাতলো সবার মন,
গৃহের বাইরে আয়রে সবাই
খেলবো যে দোল
দ্বার খোল, দ্বার খোল।
এই বসন্তের রঙে রাঙিয়ে উঠুক
দুদিনের অবকাশ,
মনের রঙের রেশটা থাকুক
প্রতিদিন বারোমাস।-
ঝলমলে বিজ্ঞাপন
তারই পাশে বসে আছে
অনশনরত যুবসমাজ
বেকারত্বের জ্বালাই।-
কথা অনেক, সময় অল্প হলে
যেমনটা হয়....
অনেকটা তার জন্যেও সব গোলমাল হয়ে যাবে।
তখন নীরবতা যেন একমাত্র আশ্রয়।-
দেখা হবে ঠিক দেখা হবে
দেখা হবে কোনো এক বেনামি পথের ধারে।
এই আশায় এগিয়ে চলেছি আমি,
মায়া মেঘের পথ ছাড়িয়ে
হঠাৎ দেখি পথ ভুলে আমি
একা, শুধু একা,
পথের শেষে সবই শুধু
ধু ধু মরীচিকা।
তবুও সেই মায়ার টানে ছুটেছি মরীচিকার পিছে।-
আজও কাঁদে বাংলা, বেকারত্বের বেড়াজালে।
তাই বুঝি আজ আকাশ হতে অকাল শ্রাবণ পড়ছে ঝড়ে।-
চারি দিকে ভেদা-ভেদ, নেই কোনো নীতির শাসন,
নেই মুখে গরিবের হাসি, ঝরছে চোখে অকাল শ্রাবণ।-
" জন্মদিনের শুভেচ্ছা "
আজ তোমার জন্মদিন,
তোমাকে জন্মদিনের শুভেচ্ছা
জানাচ্ছি,
তুমি কখনো ভুলবে না,
আনন্দে ভরা এই একটি দিন,
আজ তোমার জন্মদিন।
আজ তোমার সেরা দিন।
আজকের এই শুভক্ষণে
আমি ঈশ্বরের কাছে আন্তরিকভাবে কামনা করি
হাসি আনন্দ ও মজা,
বিস্ময় সুখ ও ভালোবাসায়
ভরে উঠুক তোমার আগামী দিনগুলি।
-