বাবা মানে সাহস, বাবাই আসলে বাস্তব,
হাঁসি খুশির জীবনে, বাবাই মোদের রক্ষক।
বাবাই মোদের সম্পদ, সব সংগ্রামের স্রষ্টা,
বাবার থেকেই তৈরি, প্রতিটি জীবনের পৃষ্টা।-
জবজবে ঘামে ভেজা শরীর রক্তজল হয় সারাদিন,
ভেবো না কোন জন্মে তাঁর শোধ করা যাবে কোন ঋন;
মায়ের ছোঁয়া দিয়েছে সে, অলিখিত কষ্ট সব যার,
সে ই আমাদের প্রিয় বাবা বাড়ির মেরুদন্ড সার;
আঙুল ধরে হাঁটতে শেখা হোঁচট খাওয়াও আছে,
যখনই জীবনে মুখ থুবড়েছি বাবা তুমি ছিলে কাছে;
সেবার স্পর্শে আগলেছো রোজ কপালে দিয়ে আদর,
মা বলতো তোমার আস্কারাতেই হয়েছি আস্ত বাঁদর;
আবদার মেটানোর সব চেষ্টায় দিয়েছো নিজ শখের বলি,
তোমার শেখানো মিতব্যায়ী পথে আজ আমিও যে চলি!
চাকরি সূত্রে বহুদূরে আজ পরিশ্রমের মানে বুঝি,
কাজের চাপে ভেঙে পড়া কাঁধে তোমার হাতটা খুঁজি;
যদি কখনো মনে জাগে কোনো নায়কের প্রতি শ্রদ্ধা,
মনে রেখো তবে বাবার অপরনাম অলিখিত যোদ্ধা।-
দু হাত ধরে চলতে শিখিয়েছো
সারা বাড়ি পিঠে বসিয়ে ঘুরিয়েছো
কখনো কখনো নিজের হাতে খাইয়ে দিয়েছো
রাতের বেলা গান গেয়ে ঘুম পাড়িয়েছো
আমার সব আবদার মেনে নিয়েছো
শিক্ষিত মানুষ করে তুলেছো
আমাদের ভালো রাখতে পরিশ্রম করেছো
রাতের পর রাত জেগে কাজ করেছো
নিজে কষ্ট সহ্য করেও মোদের কষ্ট পেতে দাওনি
তবু আজও কেনো বলো আমাদের জন্য কিছুই করতে পারো নি ?
-
বাবা মানে..?
জড় কলম, সাদা পাতায় লিখন ।
বাবা মানে..?
আবদার করার পাত্র, নেই কোনো স্বার্থ ।
বাবা মানে ...?
বাবার নামে, আমাকে সকলে চেনা, প্রথম পথ চলা ।
বাবা মানে...?
সকল ছেলে মেয়ের ব্যাংক একাউন্ট ।
বাবা মানে... ?
প্রথম শিক্ষার আলয়, নিরাপদ আশ্রয় ।
বাবা মানে ...?
পুরনো ড্রেসে নতুন মনোভাব, দেখতে দেয়না অভাব ।
বাবা মানে ...?
গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় শেখানো ।
বাবা মানে ...?
গল্পের আড়ালে থাকা, একজন মহানায়ক ।
-
বাবা,
তোমার রাগী লাল চোখ দেখে আর বলা হয়ে ওঠেনি যে আমি কোনো দোষ করিনি, তুমি কেন বকছো? মার্কেটে গিয়ে নিজেদের জামা কিনতে কিনতে ভুলেই গিয়েছি যে তোমার পরা জামাটা ছিঁড়ে গিয়েছে। নতুন জুতো পড়ে বেড়াতে যাওয়ার সময় তোমার ক্ষয়ে যাওয়া জুতোটার দিকে কোনোদিন চোখ পড়েনি। ঘামে ভেজা মুখটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করিনি যে তুমি কতটা ক্লান্ত। নিজেদের দাবী গুলো জানানোর সময় ভেবে দেখিনি যে তোমার পকেটে টাকা আছে কিনা। সারারাত ফোনে চ্যাট করতে গিয়ে খেয়াল করিনি যে সংসারের চিন্তায় তোমার চোখে ঘুম নেই।
সত্যি কোনোদিন তোমাকে নিয়ে একটু বিশেষ ভাবে ভাবিনি, কোনোদিন বোঝার চেষ্টা করিনি আপাত গম্ভীর তোমার মনটাকে, বুঝিনি যে আমি রাগ করে থাকলে বাবার মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে, বুঝিনি বাবা তার জীবনের প্রতিটি কণার বিনিময়ে গড়ে তুলছে আমার জীবনের সুখ মহল।
তবে এটুকু জেনেছি, তোমাকে বুঝবার ক্ষমতা আমার নেই, তোমার ত্যাগের বিনিময় শোধ করার সাধ্য আমার নেই, তোমার ভালোবাসার দাম দেওয়ার মতো ধনসম্পদ এই পৃথিবীতে নেই। ভালো থেকো বাবা, সারাজীবন আমার জীবনের হিরো হয়ে।
ইতি, তোমার রাজকন্যা রুকসানা-
বাবা মায়ের ত্যাগ সমান সমান ,কম বেশি কারোরই নয়...
একজন যদি হৃদয় নিঃস্ব করে লালন করে,আরেকজন বুদ্ধি সাহস উজাড় করে দেয় !-
রাত বারোটা, বাবার জন্য অপেক্ষায় সোফাতেই ঘুমিয়ে পড়তাম ছোটবেলায়।
সকালে উঠে দেখি, আমি নিজের ঘরের বিছানায়।-