QUOTES ON #বন্ধুত্ব

#বন্ধুত্ব quotes

Trending | Latest

হারিয়েছে আজ টিফিন বক্সের ভাগীদার,
চোখে শুধুই ভার্চুয়াল জগৎ আর একটা
রংচটা ইউনিফর্ম,
ব্যস্ত সবাই,হয়ে ওঠেনি একটাও রি-ইউনিয়ন,
তাই দিনের শেষে অতীতই আজ মনখারাপের ক্লোরোফর্ম।।

-



অনেকের কপালে হয়তো জুটে স্বার্থপর মিত্র ,
মোর জীবনে এসেছিল এক বন্ধু, ফুলের মত পবিত্র ।
আমার মনের না বলা কথাগুলোর যন্ত্রনা,
সে বুঝতে পেরে, দিত আমায় মিথ্যে সান্তনা ।

কোন কোন বন্ধু ছিল আমার, আদায়কারী
তাদের কাছে আমি ছিলাম শুধু দরকারি ।
কোন কোন বন্ধু কথায় কথায় দিত গালি,
অনেকের কাছে হয়তো আমি ছিলাম চোখের বালি ।
তবুও ভালোবাসা ছিল না একটুকু কম,
আমাদের বন্ধুত্বের মাঝে ছিল অনেকটা দম ।

-



একপা-দুপা হাটি হাটি লাল গোলার স্বাদ,
ব্যাগ নামিয়ে ঠেলাঠেলি বেঞ্চিতে আহ্লাদ;
সন্ধ্যে গড়িয়ে গড়ের মাঠ বিস্তর হাতাহাতি,
শত্রুদের চোখ রাঙানি ফুলিয়ে বুকের ছাতি;
বছর ঘুরে রাগ অভিমান তফাৎ এখন বেশী,
সাইকেল চাকা খুঁজছে যেন প্রাণ খোলা হাসি;
বন্ধু হাজার এলো গেল জীবনে কেটে দাগ,
সুবিধাটুকু হাতড়ে সবাই বোঝেনি তো রাগ;
ইতিহাস আঁচড় কাটে দীর্ঘনিঃশ্বাসী বেলায়,
বন্ধুত্বের বাড়ছে বয়স অযাচিত অবহেলায়!

-



বন্ধু জানে, মনের গোপন তথ্য
সর্বদা বলে নাকো, সব কথা সত্য ।

তবুও যে জীবনে বন্ধুই , বন্ধুর ভক্ত ,
বন্ধুত্বের কারণে হাত দুটি হয় শক্ত ।

বন্ধুই জানতে পারে, রাত জাগার কারন,
কেহ যেন না জানে, করতে হয় বন্ধুকে বারণ ।

তাইতো বন্ধুগুলো খারাপ মুখের ভাষায়,
প্রতিদিন আমাকে যেন একটু হাসায় ।

-


30 JUL 2020 AT 14:20

জীবনে চলার পথে এমন অনেক বন্ধুই পেয়েছি যাদের সাথে নিয়মিত কথা না হলেও তারা নিয়মিত আমার পাশে রয়ে গেছে , আবার এমন কিছু বন্ধুও পেয়েছি যাদের সাথে আমি যোগাযোগ রাখতে চাইলেও তারা আমায় নিয়মিতভাবেই এড়িয়ে গেছে।

কেউ খারাপ সময়ে পাশে থেকেছে আবার কেউ খারাপ সময় উপহার হিসেবে দিয়েছে , কেউ ভরসার হাত এগিয়ে দিয়েছে তো কেউ বিশ্বাস ভেঙেছে।

কেউ আমার ভালোর জন্য মিথ্যে বলেছে তো কেউ আমাকেই মিথ্যেবাদী বানিয়েছে।

-


1 JUN 2020 AT 10:32

ভালোবাসার মায়াজালে, মনে পরে তাকে
পড়ন্ত বিকেল হোক বা অনুভুতিহীন নিশ্চুপ রাতে
সংকুচিত শিরার ধারায়, স্বপ্ন যত উঠছে বেড়ে
লেখাগুলো শুধু ক্ষতর বুকে মাথাচাড়া দেয় ওষুধ হয়ে
বিদ্রোহিতা কলম নিয়ে চরিত্রের সেই চিলেকোঠার ঘর
শরীরে শুধুই বইলে রক্ত কি হওয়া যায় আপন - পর?

-


3 DEC 2020 AT 10:33

সেই কেন্দ্রবিন্দুটি নিজের অস্তিত্ব রক্ষা করে অতীব যতনে,
তাই সে হামেশাই পাড়ি দেয় আমার স্মৃতি রোমন্থনে,
স্মরণ করিয়ে দেয় আমাদের 13 বছরের মিষ্টি বন্ধুত্বের ভিত্তিস্থল,
যার জন্য আজ বৃত্তটির আকার লাভ করেছে পূর্ণতা, থেকে গেছে নিটোল।
তাই আজ তোরই উদ্দেশ্যে লিখলাম হৃদয় দিয়ে দু-চার কথা,
আধখেঁচরা থেকে যাবে বিশ্লেষণ ,শুরু করলে গল্পগাঁথা।
14 বছরে পা দিতে চলেছে আমাদের বন্ধুত্বের মোমবাতি ও কেক,
আশা রাখি কখনো কম্পিত হবে না আমাদের বন্ধুত্বের ঠেক।

-


11 MAY 2020 AT 16:19

যে বন্ধুতায় শুধুই বইয়ের আদানপ্রদান,
জ্ঞান, বুদ্ধি বাড়ি পেয়ে যায় চাকরির সন্ধান।
সময়ের সাথে পাল্টে যায় বন্ধুর মান অভিমান ,
বন্ধু হয়ে দেয় না.. বেকার বন্ধুর .. বন্ধুত্বের সম্মান ।
সেই বন্ধুতায় নেই বন্ধুত্বের মূল্যের মান।

ফুচকা, এগরোল, চিকেনরোল বন্ধুমিলে উদর টান
রাতের অন্ধকারে নিজ নিজ ফিরছে মাকান।
বাড়ি ফিরে কেউ কারো খবর নেই না ....নেই না করো সন্ধান ।
রাতে অন্ধকারে ফেরার পথে কত বন্ধু নির্ঝরে ঝরায় প্রাণ ,
প্রেমিক প্রেমিকারা ব্যস্ত তখন.. কেউ বা শুনে মোবাইলে গান।
সেই বন্ধুতায় নেই বন্ধুত্বের মূল্যের মান।

পাড়ার মোড়ে, রকের ধারে বসে
বন্ধু মিলে দেয় সুখ টান।
পরিবারের সুখ দুঃখের কথা নয়,চলে পরনিন্দা পরচর্চার সাতকাহন।
যে বন্ধুতায়, সুখের সময় মারে সুখের হাত টান, আর দুঃখের সময় মারে ভান।
সেই বন্ধুতায় নেই বন্ধুত্বের মূল্যের মান ।
নির্ভয়


-


6 NOV 2019 AT 10:09

আবছা যত আশা,,,,
সফল করার ব্যর্থতায়,,,অস্তাচলে গেছে অন্তরালে,
কেমনে ভুলি সেই দিন-ক্ষন!😢
আজও বাজনা বাজায় মনে;অক্লান্ত পরিশ্রমে।।

-


1 NOV 2019 AT 8:18

চলার মাঝে ধোঁয়াশায়;
হারিয়ে গেছে কতজন,,,।
তাদের;ম্লান হয়েছে আসা যাওয়া;
তবু;হৃদয়ে মিশেছে বহুজন।।

-