- একমুঠো লাল রঙের ভালোবাসা এনে দিবি?
- আমাদের আকাশে সেই ভালোবাসার পলাশ ফুল থেকে এনে দেব
- তুই কোন রঙ টা নিবি?
- দুঃখেরও আবার কোনো রঙ হয় কি?-
তোমার মুহুর্তের চুপ থাকা আমার কাছে উপন্যাস সম,
আমি প্রাচীনপন্থী ভক্ত তুমি শাশ্বত শ্রী কৃষ্ণ।-
জীবনে যাদের আঘাতের ছাপ কড়া নেড়েছে কত শত
তাদের মুখে হাসিই সম্বল, ভিতরে আঁকা শ্মশানের চিত্র..-
ভেঙেচুরে যারা বলে ভালো থেকো, খেয়াল রেখো নিজের,
ঠিক তখনই পার্থক্য বুঝি মৃত আর মৃতের মত দেহের।
-
একগুঁয়ে জেদি জানি ঠিকানাহীন গন্তব্যস্থল
নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী, ধর্মে নয় কর্মে অবিচল।
-
ঘরের এককোনে দেহটা আঁকড়ে বসে আছি
তবে অপমৃত্যুর ছাপ রাখে এরাই
তুমি অকাতর ইশারায় ডেকে গেছো শুধু,
আমি অবাধ্যতায় ইন্ধন জুগিয়েছি।
পকেট ভরা হাপিত্যেশ করার স্মৃতিচিহ্ন নেই
কখনও স্ক্রিন জুড়ে জ্বলজ্বল করে উঠে
আমাদের অ-গো-ছা-লো কথার উল্কাপাত
তুমি দাহ্য আমি দাহ শুধু এটুকুই তফাৎ।-
ঘরের এককোনে দায়িত্বগুলো জড়ো হয়,
আমি ঠুনকো আদরে বাড়িয়ে তুলি রোজ
হয়তো বা ফলও ফলবে কোনো একদিন
'অবিশ্বাস' নয়তো বা 'তুমিতে কিভাবে একটু করে ঠকছি রোজ'
আমার স্পর্ধার সার্বভোমত্ব তবে কি শেষ?
তিলে তিলে গড়ে তোলা সেই
একতরফা স্বৈরাচারী প্রেমরাষ্ট্র!
আর তোমাকে নিয়ে করা,
প্রতিটি আন্দোলনের ক্ষতিপূরণ?
ক্ষত-বিক্ষত বুকে অক্ষত ফিরিয়ে দেওয়া-
গিরিখাতের ওপাশ থেকে ছাই উড়ে এসে
আমার মুখে লেপটে আছে ক্রোধের মতো
আমি উচ্চতার ভয়ে সমতলের এক কোণে
বিবাদে ব্যস্ত বিবাদ নির্বাসনে
হামাগুড়ি দিয়ে অসভ্যের চরমে পৌঁছে
আবার একটা ছাইয়ের ঢেউ যেন সব ভুলিয়ে দিয়েছে
ভাঙা বালিকনা আর স্মৃতির ঝাপটানো রাতে
অন্ধকারে ডাকনাম নিয়ে পিছনে সেই কণ্ঠস্বর
চোখ খুলে দেখি আমি গিরিখাতের প্রান্তরে
তবে আমি নির্ভীক , তবে কি সমতলেই ভয় আমার?
প্রশ্নে এক পা এগিয়ে , পূবের হাওয়া ডাকছে আমায়
-
ডাকবাক্স
- আমাদের গল্পটা তবে এখানেই শেষ বলছিস?
- কতবার বলতে হয় হ্যাঁ
- আর একসাথে হাতে হাত রেখে বাড়ি ফেরা, কোনো বিকালে সেই গঙ্গার ঘাট আর ডাকবাক্সে ইচ্ছে করে প্রেমের চিঠি রেখে কবে পিয়ন দিয়ে যায় তার অপেক্ষা করা, এগুলো মিথ্যে বলছিস?
- সবকিছু একটা সময়ের পর স্থিতিশীল হয়ে যায় আর সংসারের হাল ধরতে গিয়ে সেই অবুঝ ছোট্ট ছোট্ট স্বপ্ন গুলো ভেঙে যায়।
- তবে যে বলেছিলি একসাথে সব বাধা পেরিয়ে আসবো...
- ফুলগুলো দেখছিস ? ওই গাছে কত সুন্দর লাগছে কিন্তু ওটা মাটিতে লুটিয়ে পড়লে তার সৌন্দর্য নষ্ট হয় ঠিক তেমনি কিছু ইচ্ছে ইচ্ছে করেও বাঁচিয়ে রাখা যায় না । সময়ের স্রোতে তাকে ভাসিয়ে দিতে আর পাথরের আঘাতে যেমন কিছু বালি লেগে থাকে ঠিক তেমন তোর ভালোবাসার স্মৃতি আর তুই আমার সাথে থাকবি।-
কিছু ভালোবাসা শ্রাবণের ন্যায়,
সমস্ত ঝড় বুকে টেনে নেয় যেমন
কিছু সম্পর্কও অমর-আজীবন রয়ে যায়
যারা সগোত্র মানে না শুধু দাবি রাখে, একসাথে থাকার আজীবন।
-