-
আয়নায় নিজকে দেখিয়া ফুল নেচে নেচে কহে
"আমার থেকে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই"।
ফুলের নাচন দেখিয়া আয়না মিঠি মিঠি হাসে
"তবুও তোর ঠাঁই সেই দেবতার পায়ের তলায়"।-
তোমার মহিমা অবিচল তব
বিদায়ি কী বা আবাহন ,
জনমে মরণে পূজায় প্রেমে
তোমাকে প্রয়োজন ।
সারাদিন ধরি ভেবে ভেবে মরি
রহস্য নয়তো ভেদ্য ,
যুগে যুগে তুমি ভালো থেকো ফুল
এ আমার নৈবেদ্য ।
-
ফুলের মধুর টানে মৌমাছি যেমন বারবার ছুটে আসে ফুলের কাছে,
তেমনি তোকে ভালোবাসার কারণে আমি বারবার ছুটে যাই তোর কাছে।-
সুগন্ধি পাপড়ি মোড়ানো মালতীলতা স্বেতবর্ণ ছন্দে,
শিউলি ফুলের মতো অঙ্গ সাজে ফুটিয়ে তোলে গন্ধে।-
আঁধারে বাহার
মাধবীলতার দুল,
উজ্জ্বলতার আভাস
সন্ধ্যামনি ফুল।।
◦•●◉✿Antariksha✿◉●•◦-
কালো ফুল
আমার আঙ্গিনায় কালো ফুল ফুটলো
মন আমার নেই তো ভালো।।
কেমন আছি, তুমিই বলো
তোমার দ্বারে নতুন আলো
আমার প্রদীপের নেই তো আলো
কোথায় থাকি, এবার বলো
তোমার আকাশে জোৎস্না এলো
আমার শুধুই তাঁরা
বুঝলে এবার, আমার কেন মনমরা
আমার দুঃখ সুখের সমান্তরালে
এবারও যদি বলো, ভালোই আছো।
তাহলে বলি, কালো ফুলের গন্ধ ভালো।।
-
গন্ধ বিহীন যেমন গন্ধরাজ হয়না!
তেমনি ‘চরিত্র' বিহীন মানুষ, মানুষ হয় না।।-
যারা ফুল, শিশু ও গান ভালবাসেনা .....!
তারাই সব নিষ্ঠুর কাজ করতে পারে!
✍️ Biswarup
-