অতি সন্তর্পনে তোমার হৃৎপিন্ডের সাথে
ফুসফুসের যুদ্ধ বাধিয়ে
বুক পেতে যে আশ্রয় দিয়েছে তোমাকে,
তার নাম তাড়কা ।
দু:খ, তুমি তাকে সোনার হরিণ ভেবে
স্বর্গলোভে ভেসে গেলে জাহান্নমে ।-
অতীত যেমন জেগে থাকে বর্তমানের মুখে
সকাল তেমনই সুপ্ত থাকে দুপুরবেলার বুকে।-
সূর্য যখন মাঝ গগনে ছড়ায় আলোর রেখা
বন্ধ চোখেও পাই দেখা সব অদেখাদের দেখা।-
কাল কী হবে, কাল ছাড়া আর কেই বা জানে !
তবে কালের কাছে যাবতীয় হার মানে ।-
বৃষ্টি বারোমাস।
বুকের মাঝে মেঘের আলয়
ভোগাই নদী, গারো পাহাড়
ঝাপসা বারোমাস।
এ দু:খের নাম বৃষ্টি দিলাম
বৃষ্টি বারোমাস।-
ইচ্ছাকুসুম ফুটতে থেকো, মধ্য নদীর পানসি জুড়ে
হরপা বানে হটাত যদি জীবন, মরণ পন ধরে।-
কী হবে কী না হবে আর যা হবে তা হোক,
কালির উপর কালি তবু চকচকে দুই চোখ।-
অদৃশ্য হৃদয়, নদীর পাড়ের মতন ভেঙে ভেঙে যাওয়া হৃদয়
আর একবুক লন্ডভন্ড পরিস্থিতি বাসাটির অন্ধকার জুড়ে।
সব ভালো উড়ে গেছে বাসা থেকে
দেওয়ালের রঙ থেকে, জানালার কাচ থেকে
চায়ের কাপ থেকে, বারান্দার বাতাস থেকে —
ভালোহীন বাসাটি কীভাবে ভালো থাকে বলো !-
আমরা ধর্ম কেউ জয়েন্ট এন্ট্রান্স, আই.আই.টি বা ইউ.পি.এস.সি ইত্যাদি এন্ট্রান্সের মাধ্যমে এ্যাচিভ করিনি । ধর্ম প্রত্যেকের জন্মসূত্রে প্রাপ্তি। অতএব ধর্ম নিয়ে এত মাতামাতি, গর্ব, দ্বেষ-বিদ্বেষ কিসের ? একজন মানুষের পরিচয় তার শিক্ষা, রুচি, নৈতিকতা, মূল্যবোধ, আচরনে প্রকাশ পায় ।-