-
আমার একাকিত্বের প্রহর জুড়ে তোমার অবিরত বিচরণ ।
থাকলে সময় খবর নিও; ইতি, তোমার ফেলে যাওয়া প্রাক্তন ।।
-
অতীত স্মৃতিতে রজনী আজ রূপকথার দেশ,
প্রাক্তন তকমা লেগেও বর্তমান নিশাতে রয়ে গেছে তার রেশ।
-
"আজ এই শীতল বৃষ্টিতে তোমায় খুব মনে পড়ছে প্রাক্তন.....কলম আমার এক মাত্র প্রকাশ্যের পথ তাই এই লেখাটা তোমার জন্য,শুধু তোমার জন্য !"
(পুরো লেখাটা ক্যাপশনে.......লিখলাম একটু বড় বলে ক্যাপশনে আছে !ধৈর্য্য ধরে পড়বেন প্লিজ💓)-
---হ্যালো....
---হ্যাঁ ,কে বলছেন.....?
---আমি, বেলা....
---কে....? বেলা...দাঁড়াও গায়ে চিমটি কাটি আগে !
---শুনলাম তুমি ডাক্তারি পেয়েছ!
---ও তাই মনে পড়ল হঠাৎ লকডাউনে,তা তোমার মোটা মানিব্যাগের প্রেমিক কোথায় ?....?...
ট.. ট.. ট... কল ক্যান্সেলড !
বিঃ দ্রঃ লকডাউনে প্রাক্তনের ডাক আর নিশির ডাক বাস্তবে এক, পেছনে ঘুরে তাকালেই জীবন শেষ !-
।। Notification ।।
তখন রাত সাড়ে বারোটা বাজে,
Lock screen-এ ভেসে ওঠে প্রাক্তন
যতই ভাবছি এড়িয়ে যাব ঠিক
বাড়ছে ততো call notification ।
Ringtone-টা বদলে নিয়েছি কবে
কথাটা বলার খুব ছিল প্রয়োজন,
ফোনের এপারে ভীষণ-রকম ভাবে
জ্বলতে থাকে চোখের লালচে কোণ ।।
-
অতীতকে যতই ভুলতে চাই
ততই মনে পড়ে ,
তোমার কাছে ফিরে যেতে
হৃদয় বাধ্য করে ।-
যেদিন শক্ত করে ধরেছিলে আমার এই হাত
সেদিন দেখাও নি কোন অজুহাত।
যেদিন স্পর্শ করেছিলে আমার এই কপাল,
সেদিন ও বলো নি তোমার অভিলাষ।
আজ কেন তবে, মুখে বল
'আছো বেশ';
ভেতরে বয়ে চলে
লুকিয়ে রাখার অভ্যাস।।
-