AntaRa Biswas   (অন্ত-ra....🍁)
519 Followers · 155 Following

read more
Joined 16 March 2020


read more
Joined 16 March 2020
27 JUN AT 13:53

তুলনা করেই শ্রান্ত হলো চোখ, বলে এ জন কি আর সে জন হলো নাকি !?
সংকীর্ণ হৃদয় আমার, বলো কোন কোঠরে দুঃখ পুষি, তোমায় কোন অলিন্দে রাখি।।

-


6 MAR AT 13:49

ছোঁয়াছুঁয়ির দারুন খেলায়, কারই বা আছে এমন কপাল?
আমি যদি হই অভাগীর সিঁথি, সে হয়ে যায় পলাশের লাল।।

-


18 FEB AT 10:28

তপ্ত আগুন রাত হবে সে, আর গঙ্গার ধার।
সেদিন হাতটা ধরে কাঁদবে বলো, তুমিও একটিবার?

-


14 FEB AT 0:33

আগলে রেখো গভীর নীল ক্ষত, যত্নে রেখো বিস্বাদ ভেজা মাটি ।
তেমন বলতে সুখকে দাম দিই না কোনো, আমরা যারা মৃত্যু বরাবর হাটি ।।

-


1 JAN AT 13:01

বুকের মাঝে গভীর যেসব ক্ষত, হাত ছোঁয়াতে নেশার মতো লাগে।
সেই যে ছিল রোদ্র ধোয়া মানুষ, হারিয়ে গেলো কঠিন ভাগ্য-দাগে

-


3 DEC 2024 AT 10:59

তিল অর্ধেক অপূর্ণতা সে, পাহাড় সমান ক্ষত।
তোমার সাথে ঘর হলো না, আজন্মের মতো।

-


16 JUL 2023 AT 8:51

যে'কত বার অতীত ছুঁলে, হিসাব করলে ভুলের ।
সংগ্রাম তুমি দেখলেনা প্রিয়, ভেঙে যাওয়া মাস্তুলের ।

-


15 APR 2023 AT 23:24

এখনও পর্যন্ত অভিযোগ দেখেছো, ঢেকে যেতে দেখনি তুমি মৃত মুখ শ্যাওলায়।
জেনো নির্লিপ্তিতে ধরলে পরে, শত শত সহস্র 'তুমি'কেও বা-পায়ে ঠেলে চলে আসা যায়।

-


2 APR 2023 AT 22:25

খুব সহজে এড়িয়ে যেতে পারো, সুতোয় বোনা ফুলের মতো যা ছিলো তোমার চেনা।
যন্ত্রণাতে ক্ষয় এসেছে, কথা দিলাম আর কিছুটা সময় পেলে অভিমানও থাকবেনা।

-


10 MAR 2023 AT 19:27

অগাধ জলের প্লাবন, শেষে ডুবে যায় বালুচরে ।
অভাগীরা আবার স্বৈরাচারী হয়ে ওঠে, কারো অভিপ্রেত বর্নান্তরে ।।

-


Fetching AntaRa Biswas Quotes