AntaRa Biswas   (অন্ত-ra....🍁)
519 Followers · 155 Following

read more
Joined 16 March 2020


read more
Joined 16 March 2020
16 JUL 2023 AT 8:51

যে'কত বার অতীত ছুঁলে, হিসাব করলে ভুলের ।
সংগ্রাম তুমি দেখলেনা প্রিয়, ভেঙে যাওয়া মাস্তুলের ।

-


15 APR 2023 AT 23:24

এখনও পর্যন্ত অভিযোগ দেখেছো, ঢেকে যেতে দেখনি তুমি মৃত মুখ শ্যাওলায়।
জেনো নির্লিপ্তিতে ধরলে পরে, শত শত সহস্র 'তুমি'কেও বা-পায়ে ঠেলে চলে আসা যায়।

-


2 APR 2023 AT 22:25

খুব সহজে এড়িয়ে যেতে পারো, সুতোয় বোনা ফুলের মতো যা ছিলো তোমার চেনা।
যন্ত্রণাতে ক্ষয় এসেছে, কথা দিলাম আর কিছুটা সময় পেলে অভিমানও থাকবেনা।

-


10 MAR 2023 AT 19:27

অগাধ জলের প্লাবন, শেষে ডুবে যায় বালুচরে ।
অভাগীরা আবার স্বৈরাচারী হয়ে ওঠে, কারো অভিপ্রেত বর্নান্তরে ।।

-


20 FEB 2023 AT 10:40



জানি তোমার সব ফিকিরই, স্ফুলিঙ্গদের শান্ত করতে রুক্ষ বুকে মেঘ ছোঁয়ানো ।
জিত আমার এইখানেতেই - তুমি তার প্রশংসা করতে গিয়ে তুলনাতে আমায় টানো ।


-


13 FEB 2023 AT 7:53

রামধনু রং ছুইয়ে দিলে, দিগন্ত সমান ক্ষতের দাগে।
আমার আজন্মের দুঃখবিলাস, ডুবে গেলো নিরর্থকে ।।

-


21 JAN 2023 AT 19:13

উৎসব শেষে ফিরে এসে দেখো, ধ্বংসস্তুপ বুকে করে দাড়িয়ে আছে, সেই শতাব্দী প্রাচীন মনই।
তুমি বিপ্লব দেখেছো, বিবর্তন দেখেছ, জানলার পড়ে কাওকে ঘর বাঁধতে দেখনি।।

-


1 JAN 2023 AT 13:55

যেভাবে চাও নিঃস্ব কোরো আমায়, শুধু ভালবাসার দিব্বি দিয়ে ঠোঁট রেখ না ঠোঁটে।
ততবার তুমি পাঁজর ছুঁয়ে বলো দুর্ভেদ্য, যতবার আমার অতীত কেপে ওঠে।

-


13 OCT 2022 AT 13:01


রেখে যাবো দোরের গোড়ায়, বুকে আগলানো ক্ষয়িষ্ণু সুখ।
জানি উৎসব হবে শতাব্দী জুড়ে, তবুও চাই একটা গোধূলি কাঁদুক।

-


23 AUG 2022 AT 16:00

আবারও ঠিক সামলে উঠবে, অনভ্যাসের শূন্য হাত।
আমরা গড়েই উঠি ধীরে ধীরে, যদিও ভেঙে যায় হটাৎ।।

-


Fetching AntaRa Biswas Quotes