Nilanjana   (নীলাঞ্জনা....🍁)
462 Followers · 18 Following

Joined 20 August 2020


Joined 20 August 2020
5 FEB AT 23:54

জানালার রেলিংয়ে হালকা বৃষ্টির ছিটে
জংধরা সেই প্রেমালাপ,
হঠাৎ হাওয়ায় ঝরে পড়া
ওই বৃষ্টিস্নাত কাঠগোলাপ

-


5 FEB AT 23:50

জানালার রেলিংয়ে হালকা বৃষ্টির ছিটে
জংধরা সেই প্রেমালাপ,
হঠাৎ হাওয়ায় ঝরে পড়া
ওই বৃষ্টিস্নাত কাঠগোলাপ

-


25 OCT 2024 AT 14:26

সদ্যস্নাত সবুজ পাতার স্নিগ্ধতা আজ আঁখি মেলি চায়,
দাবদাহের রুক্ষতা যেনো বিদায় নেয় বিরামহীন বৃষ্টি ধারায়।

-


16 JUN 2024 AT 10:32

ময়ূখ যেনো প্রলেপ লাগায় দীর্ঘদিনের অবহেলায়,
জীবন্ত শুধু মুহূর্তগুলো, মৃত সম্পর্কের রেশ রয়ে যায়

-


17 JUN 2022 AT 21:16

শিক্ষা তো মানুষকে প্রশ্ন করতে শেখায়
তাই বোধহয় সমাজ শিক্ষাকে ধ্বংসের পথ দেখায়,
শিক্ষা তো দেশ ও দশের উন্নতি চায়,
তাই তো অজুহাতেরা ভিড় করে স্কুল কলেজের দোরগোড়ায়।

-


25 NOV 2021 AT 20:29

আঁখির কোণে জমাট আঁধার
শুভ্রতায় ঢাকা
ঠোঁটের ভাঁজে পোড়া নিকোটিন
বিষ্- শ্বাসে রাখা।

-


31 JUL 2021 AT 9:01

মনটা ঠিকই বাস্তবকে মানিয়ে নেবে,
আপন স্রোতেই বইবে আবার ইচ্ছেনদী,
পূর্ণতার রিক্ততায় জ্বলে অশ্রু ভাবে
এ ধ্বংসও ইতিহাস পায় যদি।

-


27 JUN 2021 AT 20:30

....

-


7 NOV 2020 AT 19:11

পিনচ্যাটে আটকে রাখা ব্লকলিস্টের কি-বোর্ড টাও বড্ড অভিমানী,
বেহায়া চোখ ব্যাকস্পেসেই আটকে থাকে, যদিও লাস্ট সীন ইনভিজিবল জানি।

-


28 JUL 2021 AT 9:56

....

-


Fetching Nilanjana Quotes